পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

جحكم <いこの ৩৭শ বর্ষ ] কীৰ্ত্তিক, ১৩২০ [ ৭ম সংখ্যা আমার বোম্বাই প্রবাস স্বামী নারায়ণ বৈষ্ণব সম্প্রদায়েব এই সমস্ত অনীতিগভ আচাব বিরুদ্ধে অস্ত্রধাবণ করিয়া স্বামী নারায়ণ ধৰ্ম্ম সমুথিত হয়। সহজানন্দ স্বামীএই ধৰ্ম্মের প্রবর্তক । গুজবাটে র্তাহার অনূ্যন দুই লক্ষ অনুচৰ । সহজানন্দ রামমোহন রায়ের সমসাময়িক ছিলেন। (১) যে সময়ে রামমোহন বায় বাঙ্গলাদেশে মূৰ্ত্তিপূজার স্থানে একেশ্বববাদের বীজ বপন করিতে কৃতসঙ্কল্প হন, সহজানন্দ স্বামীও তখন গুজরাটে বৈষ্ণব ধর্মের অনীতি-কলঙ্ক অপনোদন কবিয়া বিশুদ্ধ নীতিমার্গ প্রদর্শন কবিঠে তংপব ছিলেন। তিনি বিবাহ করেন নাই, সংযমী উদারচবিত সাধুপুরুষ ছিলেন। সহজানন্দ অযোধ্যার অন্তর্গত চপাই গ্রামে ১৭৮০ সালে জন্মগ্রহণ করেন ও উনবিংশতি শতাব্দীর প্রারম্ভে জন্মভূমি পরিত্যাগ পূৰ্ব্বক (১) রামমোহন রায়ের জন্ম ১৭৭৪, মৃত্যু ১৮৬৩ ১১ ) গুজবাটে জুনাগড় নবাবের অধীনস্থ একটি গ্রামে আসিয়া বামানন্দ স্বামীর আশ্রয় গ্ৰহণ কবেন । ১৮১৪ অব্দে স্বামীব সহিত আহ • মদাবাদে অসিয়া বাস কবিতে লাগিলেন । তাহার কি-এক সরল মাধুৰ্য্য ও আকর্ষণ শক্তি ছিল, কয়েক বৎসরের মধ্যেই তিনি অনুবক্ত শিষ্যদলে পবিবেষ্টিত হইলেন। তাহাব খ্যাতিপ্রতিপত্তি দিন দিন বৰ্দ্ধিত হওয়াতে আহমদাবাদের ব্রাহ্মণগণের ও কর্তৃপক্ষীয়দের ঈর্ষানল প্রজ্জ্বলিত হইল। তিনি অত্যাচার ভয়ে আহমদাবাদ ছাড়িয়া তাহার ৬ ক্রোশ দক্ষিণ জয় তলপুর গ্রামে চলিয়া যান ও তথায় এক মহাযজ্ঞের আয়োজন করিয়া পাশ্ববৰ্ত্তী ব্রাহ্মণমণ্ডলী আমন্ত্ৰণ করিয়া পাঠান। র্তাহার এই সকল উদ্যোগে গোলযোগ আশঙ্কা করিয়া কর্তৃপুরুষেরা স্বামীকে ধরিয়া কারারুদ্ধ করেন কিন্তু তাহার ফল উল্টা হইল। লেকের হৃদয় তাহার প্রতি সমধিক আকৃষ্ট ও র্তাহার