পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শারীর স্বাস্থ্য-বিধান (পূর্বানুবৃত্তি ) সংক্রামকতা প্রতিষেধের বিশেষ বিধি । কতকগুলি বিশেষ বিশেষ সংক্রামক বোগের পরিব্যাপ্তি নিবারণের জন্ত যে সকল বিশেষ বিধির প্রতিপালন আবশ্বক, তাহাই এ স্থলে সংক্ষেপে আলোচিত হইল। পূৰ্ব্ব পূৰ্ব্ব অধ্যায়ে ইহাদিগের মধ্যে কতকগুলি বিধির উল্লেখ থাকিলেও একত্রে সন্নিবিষ্ট হইলে সহজেই সাধাবণের দৃষ্টি আকর্ষণ করিতে সমর্থ হইবে, এই বিবেচনায় তাহাদিগেব সম্বন্ধে দুই চারিট কথার পুনরুল্লেখ কব হইল । কলেরা (Cholera)–১। কলেরা মহামারীরূপে আবিভূত হইলে পেটেব অমুখ সম্বন্ধে বিশেষ সাবধান হইতে হইবে। একবার মাত্র পাতলা দাস্ত হইলে তৎক্ষণাৎ জলমিশ্রিত সলফিউরিক এসিড় (Dilute Sulphuric acid) ১০ ফোটা এবং ক্লোবোডাইন্‌ (Chlorodyne) il festą sfert (Tinct. ure of Opium) o• iërs se caffèl একত্রে জলের সহিত মিশ্রিত করিয়া সেবন করা উচিত। ইহা প্রাপ্তবয়স্ক ব্যক্তির মাত্রা ; বালকদিগকে বয়সের প্রতি বৎসর হিসাবে আধ ফোটা করিয়া উক্ত দুইটী ঔষধ সেবন করিতে দিবে। তবে এক বৎসরের অনধিকবয়স্ক বালককে অহিফেন সেবন করিতে দিবে না। প্রয়োজন হইলে অগ্ৰে ఆ ঔষধ সেবন করাইয়। পবে চিকিৎসককে সংবাদ দিবে। ২। বিকৃত বা দুষ্পাচ্য থাদ্য সৰ্ব্বথা পবিত্যাগ কবিবে। এ সময়ে কোন খাদ্যদ্রব্য ( যেমন ফলমুলাদি ) কাচা অবস্থায় না খাওয়াই ভাল। তরকাবি, মাছ, যাহা কিছু বাজার হইতে আসিবে, পরিষ্কৃত জলে উত্তমরূপে ধৌত করিয়া পরে উহাদিগকে কুটিতে দিবে। সকল দ্রব্যই রন্ধন করিয়া গরম থাকিতে থাকিতে ভক্ষণ করিবে । বাজারের মিষ্টান্ন এ সময়ে ব্যবহার না করাই মঙ্গল । সকল খাদ্য-সামগ্রী এরূপ ভাবে রাখিবে যে তাহাদিগের উপর মাছি বসিতে না পারে । ৩ । পানীয় জল ও দুগ্ধ ১৫ মিনিট কাল উত্তম রূপে ফুটাইয়া ঢাকা দিয়া রাখিবে, যাহাতে তন্মধ্যে কোন মতে ধুলি পড়িতে বা মাছি বসিতে না পারে। যে জলে মুখ ধুইবে, তাহাও যেন ফুটাইয়া লওয়া হয়। ফিন্টারের উপর এ সময়ে বিশ্বাস করিবে না । তৈজসপত্র সংস্কৃত হইবার পর উহাদিগকে ফুটন্ত জলে পুনরায় ধৌত করিয়া ব্যবহার করিবে । ৪ । আমি পূৰ্ব্বেই বলিয়াছি যে কলের রোগীকে স্পর্শ করিলে বা উহার সেবা করিলে কলের রোগ হয় না। রোগীর বমি ও মলের মধ্যে ঐ রোগের বীজ অবস্থিতি করে ; উহার কোন রূপে খাদ্য