পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిate অগ্রহণয়ণ ১৩২ পুরাতন রাজবাটী—সাতার তার বসদ্ধাট দেখতে যেতেম, সেখানে এক জলপ্রাসাদ আছে আর একস্থানে শিবাজীর বাঘনখ ও পরিধেয় বৰ্ম্ম যত্নের সহিত রক্ষিত হয়েছে। অতীত গৌরবের সেই একটি মাত্র নিশান সাতারায় প্রত্যক্ষ করেছিলাম । সাতারার পুরাতন রাজভবন এখন আদালত গৃহে পরিণত হয়েছে। - সাতারায় আমরা মাঝে মাঝে পাটি দিতেম, তাতে প্রাচীন ও নব্যদলের আহারের স্বতন্ত্র বন্দোবস্ত করতে হ’ত । নিমন্ত্রিতের মধ্যে উকিল, সবজজ আর কোন কোন বাহিরের লোক ও থাকতেন । উকিল প্রধান দুইজন ছিলেন—করন্দেকর ও সহস্ৰ বুদ্ধি । “সহস্ৰবুদ্ধি” যেমন নাম কাজেও তেমনি পটু । মক্কেল জাহাজের এই দুই মাঝি । এমন মকদ্দমা নেই যাতে এই দুজনের সাহচৰ্য্য না থাকত। সবজজ বৃদ্ধ মারাঠী (২) ছিলেন তাকে বেশ মনে পড়ে। মতে তিনি ব্রাহ্ম, প্রার্থনা সমাজে বক্ত তাদি দিতেন কিন্তু আনুষ্ঠানিক ব্রাহ্ম, বলে গণ্য নন । তিনি ও তার তিন কষ্ট আমাদের কাছে সৰ্ব্বদাই যাওয়া আসা করতেন। ছোটটি এমন চুলবুলে যে ল্যাজ ধরে হাতীর পীঠের উপর চড়ে বসা তার এক মুহূৰ্বের মামলা । আমাদের সাতার প্রবাস বেশ সুখে কাটানো গিয়েছিল । তখন সেখানে (২) ইনি মারাঠী ভাষায় বালকদের জন্তে science series রচনা করেছেন। বাঙ্গালীয় স্কুলপাঠ্য এমন তাল series নাই, হওয়া অবিস্তৃক ।