পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐ११ ६ं अर्हेन श्Tि। কোন একটি গাছের ফলও তারা সমান ংশে ভাগ ক’রে নেয় । পিতার একখানি চেয়ার বা একটি টেবিলও তারা করাতে কেটে নিজেদের মধ্যে ভাগ করে নিতে কুষ্ঠিত হয় না। সাধারণ কলহ বিবাদ যে সুইসদের মধ্যে নাই, এমন কথা বলা যায় না । প্রয়োজন হলেই তারা উকীলের শরণাপন্ন হয়। সুইস্র যদিও বলিষ্ঠ, স্বাস্থ্যবান তথাপি তারা রোগ পীড়া হতে একেবারে মুক্ত নয় । গলগণ্ড জাতীয় রোগই এখানে বেশী প্রবল । এবং স্ত্রীলোকদের মধ্যেই সাধারণত গলগণ্ড বেশী দেখতে পাওয়া যায়। ইহার কাঠের খোদাই কার্য্যে, নানারূপ সুন্দর সুন্দর জরীর কার্য্যে এবং ঘড়ী প্রস্তুত কার্য্যে খুব সুনিপুণ। প্রত্যেক বৎসরেই জিনাভ (Geneva) এবং বার্ণনগরে (Berne) আৰ্য্যদিগের উত্তর কুরুবাসের প্রমাণ నరీ) প্রকাও শিল্প প্রদর্শনী হয় ; তাতে সুইদজারল্যাণ্ডের প্রতি প্রদেশ থেকে নানারূপ উৎকৃষ্ট জিনিষের আমদানি হয়ে থাকে । অধিকাংশ মুইস্ প্রাপ্তবয়স্ক হলেই কোনরূপ শিল্প শিক্ষার জন্ত কিছুকাল বিদেশে গিয়ে অতিবাহিত করে এবং শিল্পশিক্ষা সমাপ্ত করে স্বদেশে ফিরে আসে। তখন তারা নিজের কারখানা খুলে যথেষ্ট অর্থ উপার্জন করে, উপার্জিত অর্থ কিরূপে সঞ্চয় করে রাখতে হয় তাও সুইসরা বিলক্ষণ জানে। সুইসদের মধ্যে একটি প্রবাদ চলিত আছে যে “একজন সুইসকে ঠকাতে দশটা ইহুদীর (Jew) দরকার” এবং যেহেতু মুইদদের মধ্যে জেনেভার লোকেরা বেশী চলাক সেইজন্য “একজন জেনেভিয়কে ঠকাতে দশটা সুইসের দরকার ।” শ্ৰীঅমলচন্দ্র দত্ত ভারতীয় আৰ্য্যদিগের উত্তর কুরুবাসের একটা ঐতিহাসিক প্রমাণ স্বদেশের দ্যায় মনুষ্যের আর কোন স্থানই অধিক প্রিয় নহে। “জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী” এই সুপ্রচলিত প্রবাদ বাক্যে স্বদেশ স্বর্গেরও উপরে স্থান পাইয়াছে। আর্য্যগণ আপনাদের অধিবাসস্থান হইতে যখন অন্তৰ বাসের জন্ত বহির্গত হইয়াছিলেন তখন র্তাহাদের মনে যে জন্মভূমির মধুর স্মৃতি সৰ্ব্বদা জাগন্ধক ছিল তাহ সহজেই অনুমান করা যাইতে পারে। তঁহাদের অগ্রগতিতে তাহার এই স্মৃতিই বহন করিয়া লইয়া চলিলেন। এই অগ্রগতিতে র্তাহারা স্বদেশ হইতে যতই দূরে সরিয়া যাইতে লাগিলেন ততই স্বদেশ-স্মৃতি র্তাহাদের নিকট অধিক প্রিয় হইতে লাগিল। তখন র্তাহারা স্বদেশের স্মৃতি-চিন্তু রক্ষা করিয়া আপনাদের স্বদেশবিচ্ছেদকষ্টের লাঘব করিতে সচেষ্ট হইলেন । এই স্মৃতি-চিন্তু এরূপই অক্ষয়ক্ষরে মুদ্রিত হইয়া রহিয়াছে যে