পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, অষ্টম সংখ্যা ংশ সম্বন্ধীয় একটা উপকথা দ্বারা ব্যাখ্যাত হইয়া থাকে। কথিত আছে যে কুরু, কুংসের প্রদৌহিত্র ছিলেন এবং তিনি এরূপই মহীয়ান রাজা ছিলেন যে সমগ্র জাতিই তাহার নামেই নাম প্রাপ্ত হইয়াছিল” (১) ত্ৰসদস্থ কুৎসের দৌহিত্র ছিলেন। কুক তাহা হইলে ত্রসদস্থ্যরই পুত্র হন। কুৎস ও ত্রসদস্থ্য উভয়ই বৈদিক নাম। কিন্তু কুরুনামের কোন উল্লেখ বেদে পাওয়া ষায় না। অথচ ইহার স্বজাতীয় লোকসকলকে, মহাভারতে কুরু নামে অভিহিত দেখা যায়। ইহাতে বুঝিতে পারা যায় যে ‘কুরু নামটী ব্যক্তিবিশেষের নাম ছিল না ; সম্ভবতঃ উত্তর কুরুবাসী বলিয়৷ ইহা আৰ্য্যদিগের জাতীয় নামই ছিল। জাতীয় নাম বলিয়াই ইহাব সম্বন্ধে আর কোন পূর্ণ বিবরণ দেখা যায় না । এই কুরুগণ এরূপই প্রসিদ্ধিলাভ করেন যে বিদেশেও, ইহাদেরই নামানুসাবে প্রাচীন ভারতবর্ষ ‘কুরুদেশ’ বলিয়া পরিচিত হয়। তাহাতেই আসিরিয়ার ইতিহাসে ভারতবর্ষকে আমরা কুর বা কুঢ় (Kur.kurra) নামে উল্লিখিত দেখিতে পাই। (২) প্রসিদ্ধ গ্রীকৃ ভৌগোলিক টলেমিও উত্তরকুরুকে ওত্তরকোর্হ আৰ্য্যদিগের উত্তর কুরুবাসের প্রমাণ సెళినీ লিথিয়াছেন দেখিতে পাওয়া যায়। (৩) আসিরীয়দিগের ‘কুঢ়’ ও টলেমির ‘কোৰ্ছ’ এই উভয়েব মধ্যে বিশেষ সাদৃশুই লক্ষিত হয় । বর্তমানে আমরা যেমন পাশ্চাত্য ঔপনিবেশিকদিগের স্বদেশের নামানুসারে নিউ ëtzig (New England), fiè Hièq Sol (New South Wales) &rafs উপনিবেশ স্থাপনের দৃষ্টান্ত দেখিতে পাই ; কুরুদেশও তদ্রুপ আর্য্যদিগের আদি জন্মভূমি উত্তরকুরু বা কুরুর নামে প্রতিষ্ঠিত উপনিবেশ । “উত্তর কুরু” নামে পরিজ্ঞাত আৰ্য্যদিগেব আদি নিবাস প্রথম “কুরু” নামেই কথিত হইত বলিয়া বোধ হয়। আমরা উত্তরকুরুর উল্লেখ পুরাণ দিতে যেখানে যেখানে পাই সেখানে সেখানেই ‘উত্তর’ বিশেষণটা কুরুর সঙ্গে একত্র যুক্ত না থাকিয়া ইহা হইতে পৃথকৃভাবে প্রযুক্ত হইতে দেখা যায়, এবং কোনস্থানে আমরা ‘উত্তর’ বিশেষণ ছাড়া কেবল কুরু’ শব্দের প্রয়োগও দেখিতে পাই। এখানে আমরা এক মৎস্ত পুরাণেরই দুইটা স্থল উদ্ধত করিব। আমরা দেখিতে পাইব যে তাহার এক (*) “But his people gradually changed its name, and become known as the kurus, who take such a prominent position in the country as depicted in the great epics. This change of name is explained as usnal by a geneological fiction. Kuru, we are told, was a great-grandson of Kutsa and was so great a king that his entire people was hence forth named after him.” Vedic India p. 333. (8) See The Ruling races of Prehistoric times by J. F. Hewitt Vol. I Index p 596. (৩) বিশ্বকোষ—“টলেমি ওত্তর কোৰ্ছ (Ottaro Korrha) নামক একটা জনপদের উল্লেখ করিয়াছেন, উই! সংস্কৃত উত্তরকুরু শব্দের রূপান্তর মাত্র।” (Ptolemy Geog Vi. 6,