পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

议8° ছিল। এই মন্দিরট দৈর্ঘ্য প্রস্থে ৮ হাত । মুসলমান অধিকার সময়ে যে বোকাই নগরে এইটি স্থাপিত হইয়াছিল এরূপ সম্ভব ভারতী অগ্রহায়ণ, ১৩২৭ মনে হয় না। বোধ হয় তাহার পরবন্তী সময়েই স্থাপিত হইয়াছিল । (কুমার) প্রশৌরীন্দ্রকিশোর রায় চৌধুরী। ‘সমসাময়িক ভারত’ ও ‘ইংরাজের কথা ( সমালোচন ) ইতিহাস, অর্থনীতি ও প্রত্নতত্ত্বের লেখকগণের মধ্যে অধ্যাপক যোগীন্দ্রনাথ সমদার সুপরিচিত। সম্প্রতি তিনি পঞ্চবিংশ খণ্ডে সমাপ্য ‘সমসাময়িক ভারত’ নামক এক বৃহৎ গ্রন্থাবলী প্রণয়নে ব্ৰতী হইয়া আমাদের সম্মুখে উপস্থিত হইয়াছেন। এই গ্রন্থাবলী চারিট কল্পে বিভক্ত হইবে। প্রথম কল্প সাতখণ্ডে বিভক্ত হইয় মেগস্থেনিস প্রমুখ গ্ৰীক ও রোমান লেখকগণ প্রাচীন ভারত সম্বন্ধে যে সকল মূল্যবান বৃত্তান্ত বলিয়া গিয়াছেন, উপযুক্ত পাদটীকা ও মানচিত্র প্রভৃতিসহ তাঁহাই বর্ণিত হইবে । দ্বিতীয় কল্পে বস্থচিত্র হশোভিত চৈনিক পরিব্রাজকগণের চিত্তাকর্ষক বৃত্তান্ত ও তৃতীয় কল্পে মুসলমান ঐতিহাসিকগণের এবং চতুর্থ কল্পে ইউরোপীয়ান পর্যটকগণের বর্ণনা লিপিবদ্ধ হইবে। মাননীয় কাশিম বাজারাধিপতি দ্বিতীয় কল্পের ছবির ব্যয়ভীর বহন করিবেন। ব্যাপার প্রকৃতই বিরাট । আমরা আপাততঃ সমালোচনার্থ দুই খণ্ড প্রাপ্ত হইয়াছি। প্রথম খণ্ডের ভূমিকা লিখিয়ছেন বহুভাষাবিদ পণ্ডিত অধ্যাপক খ্ৰীযুক্ত অমূল্যচরণ বিদ্যাভূষণ। দ্বিতীয় পণ্ডের ভূমিকা লিখিয়াছেন বিশ্বকোষপ্রণেতা প্রাচ্য fবদ্যামহীর্ণব নগেন্দ্রনাথ বহ মহাশয় । প্রথম খণ্ডে ৩৭জন গ্রীক ও রোমান লেখকগণের চিত্তাকর্ষক বৃত্তান্ত লিপিবদ্ধ হইয়াছে। যথাযথ পাদটীকা দ্বার গ্রন্থখানি সুশোভিত করা হইয়াছে। গ্রন্থকারের নিবেদনে অনেক জ্ঞাতব্য কথা আছে। দ্বিতীয় খণ্ডে মেগস্থেনিসের মূল্যবান বৃত্তান্ত সংগৃহীত হইয়াছে। এই খণ্ডে প্রাচীন ভারতের একথালি সুন্দর চিত্র প্রদত্ত হইয়াছে এবং প্রাচ্যবিদ্যামহার্ণব মহাশয়ের স্বদীর্ঘ ভূমিকায় অনেক জ্ঞাতব্য বিষয় অবতারিত হইয়াছে। প্রথম দুইখণ্ড দেখিয়া আমাদের স্পষ্টই মনে হয় যে গ্রন্থাবলী সম্পূর্ণ হইলে লেখক বঙ্গসাহিত্যের প্রকৃত পুষ্টিসাধনে সক্ষম হইবেন। আমরা কায়মনোবাক্যে গ্রন্থকারের সফলত প্রার্থনা করি। এবং প্রত্যেক শিক্ষিত ব্যক্তিকে এই গ্রন্থাবলী ক্রয় করিতে অনুরোধ করি। দুইখও সমসাময়িক ভারতের সহিত আমরা গ্রন্থকারের ইংরাজের কথা নামক একথালি গ্রন্থ সমালোচনার্থ প্রাপ্ত হইয়াছি। ইংরাজীতে যেমন Readings from History wiso-o org Giá অনুকরণে ইতিহাসের সহিত সাহিত্যের সমরেশ হইয়াছে। ইতিহাসজ ও সাধারণ পাঠক উভয়েই এই গ্রন্থ পাঠ করিয়া প্রভূত আনন্দ উপভোগ করিবেন। রচনাগুলির মধ্যে গ্রন্থকারের পরিশ্রমের ষথেষ্ট পরিচয় পাওয়া যায়। গ্রন্থের একটী বিশেষ সৌন্দৰ্য্য ইহার দ্বাদশ খানি ছবি। ছবিগুলি দুপ্রাপ্য ও দুর্মুল্য। ইহার কয়েকখানি ভারতীতেই প্রথম প্রকাশিত হয়। ছবিগুলির সংগ্রহে যে গ্রন্থকারকে প্রচুর পরিশ্রম করিতে হইয়াছে সে বিষয়ে সন্দেহ নাই। গ্রন্থের ছাপ, কাগজ, বাধাই ভাল । গ্রন্থখানি প্রবেশিক পরীক্ষার পাঠ্যতালিকাভুক্ত হইবার উপযুক্ত । J