পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমালোচনা আকাশের গল্প। শ্ৰীযুক্ত যতীন্দ্রনাথ মজুমদার বি, এল প্রণীত। প্রকাশক শ্ৰীহেমেন্দ্রনাথ দত্ত, সাধনা লাইব্রেরী, ঢাকা । মুল্য পাচ সিকা । এই গ্রন্থে আকাশস্থিত জ্যোতিষ্কাদির বিবরণ প্রদত্ত হইয়াছে। লেখকের ভাষা স্পষ্ট, সহজ ও সরল। পুস্তকখানি রচনার গুণে সরস ও কৌতুহলোদ্দীপক হইয়াছে। গ্রন্থের ভূমিকায় আচাৰ্য্য প্রবর শ্ৰীযুক্ত রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মহাশয় ঠিকই বলিয়াছেন, "গ্ৰন্থকার যে বাঙ্গালা সাহিত্যের একটা অভাব দূর করিতে উপস্থিত হইয়াছেন, তজ্জন্ত তিনি পরম শ্রদ্ধার পাত্র।" র্তাহীর উদ্যম ও অধ্যবসায় সত্যই প্রশংসাই । লঘু সাহিত্য লইয়া মজিয়া থাক। জাতীয়তার পক্ষে শুভ লক্ষণ নহে, তাহ যাহার। বুঝিয়াছেন এবং বুঝিয় বিজ্ঞান বা দর্শনাদি বিষয়ে বাঙ্গল গ্রন্থ রচনা করিতেছেন, তাহাদিগের নিকট বঙ্গসাহিত্য চিরদিন ঋণী থাকিবে । বালকগণের জন্ত রচিত হইলেও সাধারণ সকলেই এই গ্রন্থ পাঠ করিয়া জগতের বহু অজ্ঞাত কাহিনীর পরিচয় লাভ করি বেন । গ্রন্থকার এক অজানা লোকের চাবি খুলিয়া দিয়া একাধারে শিক্ষা ও আনন্দ দানের ব্যবস্থা করিয়াছেন। গ্রস্থে অনেকগুলি চিত্র দেওয়৷ হইয়াছে ; সেগুলি যে বিষয়-বোধে যথেষ্ট সহায়তা করিবে তাঁহাতে সন্দেহ নাই । আরব জাতির ইতিহাস । শেখ রেয়াজ উদ্দিন আহমদ কর্তৃক অনুদিত। প্রকাশক শেখ মফিজ উদ্দিন আহমদ, দলগ্রাম, পে: তুষভt৫ার, রংপুর । কলিকাত ব্রাহ্ম মিশন প্রেসে মুদ্রিত। মূল্য ১৮• মাত্র। এখানি সৈয়দ আমির Atfi EfB's History of the Saracens 3stgā অনুবাদ—প্রথম খণ্ডের সমালোচনা পূৰ্ব্বে ভারতীতে প্রকাশিত হইয়াছিল। এখানি দ্বিতীয় খণ্ড । তৃতীয় থও পরে প্রকাশিত হইবে । প্রথম খণ্ড সম্বন্ধে আমরা যাহা বলিয়াছি, দ্বিতীয় খণ্ড সম্বন্ধেও সেই কথা প্রযুজ্য। এই খণ্ডে আব্বাসবংশীয় খলিফাগণের দ্বিতীয় খণ্ড । ইতিবৃত্ত, তাহদের শাসননীতি প্রভৃতি সঙ্কলিত হইয়াছে। অনুবাদকের সাহিত্যানুরাগ প্রশংসাই । র্তাহার ভাষাও ভাল, অনুবাদ বলিয়া কোথাও মনে হয় না। ছাপ৷ কাগজ পরিস্কার । গ্রন্থে কয়েকখানি চিত্রও প্রদত্ত হইয়াছে। মন্দির । লীযুক্ত পূর্ণচন্দ্র চৌধুরী প্রণীত। চট্টগ্রাম, চট্টেশ্বরী প্রেসে মুদ্রিত। মূল্য আট আন । এথানি কবিতা-পুস্তক । নারী পঞ্চ-চত্বরিংশ। শ্ৰীমতী শরৎকুমারী সিংহ কর্তৃক বিরচিত। কানপুর, মলরেডে, শান্তিআশ্রম হইতে প্রকাশিত। মূল্য বারে আনা। এই গ্রন্থে স্ত্রীশিক্ষার উপযোগী কয়েকটি উপদেশ গদ্যে-পদ্যে প্রকাশিত হইয়াছে। লেখিকার উদেষ্ঠ সাধু। এ গ্রন্থ বালিকাদিগের পাঠ্যস্বরূপ নিদিষ্ট হইবার যোগ্য বলিয়। মনে করি । আদর্শ লিপিমালা । শ্ৰীযুক্ত আনন্দচন্দ্র সেন গুপ্ত প্রণীত। কলিকাতা, বণিক প্রেসে মুদ্রিত মূল্য এক টাক। পত্র-লিখন প্রণালী শিক্ষা দিবার উদ্দেশ্যে ইংরাজী Letter-Writerএর আদর্শে এই গ্ৰন্থখানি রচিত। এই গ্রন্থে “পত্রলেখন-প্রণালীর" যে ইতিবৃত্ত সংগৃহীত হইয়াছে—সেটুকু বেশ কৌতুহলোদীপক ও উপভোগ্য হইয়াছে। তবে “পারিবারিক পত্রের আদর্শ" বিভাগে যে সকল পত্রের নমুনা দেওয়া হইয়াছে, আমরা তাহার সমর্থন করিতে পরিলাম না। সরলতা ও সহজ মুক্ত-প্রাণতাই পত্রের জান, বিশেষতঃ পারিবারিক সম্পর্কে । সেখানেও যদি পণ্ডিতী ভাষার প্রচলন হয়, তবে আর দুঃখের সীমা থাকে না । স্ত্রীকে যদি এ কালে “ভবদীয় প্রণয়ভিমানিনী" “মমাশ্রয়েষ্ণু বলিয়৷ স্বামীর নিকট পত্র লিখিতে হয়, তাহ হইলে অভিধান খুলিয়া লেখা ভিন্ন উপায় নাই। লেখক মহাশয় কি তাহারই সমর্থন করেন ? গ্রন্থের পরিশিষ্ট অংশে বঙ্গের বহু খ্যাতনাম ব্যক্তির পত্রাদি সংগৃহীত হইয়াছে। লক্ষ্য করিলে স্পষ্টই বুঝা যাইবে, সরল ভাবই তাহীদের পত্রের জান। পরস্পরের