পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী ఇ 8 8 মধ্যে বঙ্গভাষীয় চিঠিপত্র লিখিবার প্রথার তেমন প্রচলন সম্রাটের নাই বলিয় লেখক আক্ষেপ করিয়াছেন । তিনি বলিয়াছেন, “পিত পুত্রের নিকট পত্র লিখিতেও মাতৃভাষা বর্জন করেন । ইহা অপেক্ষ আর আক্ষেপের কথা কি হইতে পারে?” কথাটা ঠিক— খুবই ঠিক ! এন্থের ছাপা কাগজ বেশ হইয়াছে। সম্রাট মার্কাস তারেলিয়াস আন্টোনীয়সের আত্মচিন্ত । ক্রীযুক্ত রজনীকান্ত গুহ এম, এ কর্তৃক অনুবাদিত । প্রকাশক-ত্রযুক্ত রামানন্দ চট্টোপাধ্যায়, প্রবাসী কাৰ্য্যালয়, কলিকাতা । ভারতমহিলা প্রেসে মুদ্রিত। মূল্য দেড় টাকা মাত্র । প্রাচীন রোমের সম্রাট মার্কাস অরেলিয়াস অন্টেনীয়স আদর্শ নৃপতি ছিলেন । বিখ্যাত ফরাসী লেখক রেণার মতে “তিনি মানব প্রকৃতির গৌরবস্বরূপ ছিলেন ; কোনও বিপ্লব, কোনও উন্নতি কোনও আবিস্ক্রিয়াই তাহীর ধৰ্ম্মকে পরিমান করিতে পরিবে না ।” তাহার ধৰ্ম্মও ছিল বিশ্বজনীন । ভারতীয় মহাজনপ্রোক্ত অনুশাসনের সহিত তাহার উক্তির আশ্চর্য্য সেীসাদৃশ্ব আছে। মূল গ্রন্থ গ্রীকৃ ভাষায় লিখিত । রজনী বাবু মুল গ্রীকৃ হইতে এই গ্রন্থের বঙ্গানুবাদ করিয়াছেন । এই গ্রন্থের স্বচনীতে রজনীবাবু সম্রাটের জীবনী ও ষ্টয়িক দর্শনের আলোচনা করিয়াছেন ; পরে অগ্রহায়ণ, ১৩২৯ উক্তিগুলির অনুবাদে প্রবৃত্ত হইয়াছেন। অসুবাদের ভাষা বেশ প্রাঞ্জল ও সাধু বিষয়ের গাম্ভীৰ্য্য কোথাও ক্ষুণ্ণ হয় নাই। পরিশিষ্টের ভারতীয় সাহিত্য হইতে সম্রাটের উক্তির অনুরূপ শ্লোকাদিও প্রদত্ত হইয়াছে। এই গ্রন্থ পাঠ করিয়া আমরা রজনী বাবুর সাহিত্যামুরাগের যেমন পরিচয় পাইয়াছি, তেমনই তাহার কৃতিত্ব দেখিয়া আনন্দিত হইয়াছি। গ্রন্থের ছাপা-কাগজ ভালে । এ গ্রন্থের সমাদর বাঞ্ছনীয়। কবিতা-প্রসূন । শ্ৰীযুক্ত বলহরি ঘোষ প্রণীত । কাটোয়| এডওয়াড প্রেসে মুদ্রিত। ঐস্বধাহরি ঘোষ কর্তৃক প্রকাশিত। মুল্য চারি অন৷ মাত্র। ইহা কয়েকটি খণ্ড কবিতার সমষ্টি । কবিতার না আছে ভাব, ছনে না আছে স্বর,—তবু কবিতা লিখিতে হইবে । এ বিড়ম্বন কেন ? আমার আশ্রমীলা । শ্ৰীযুক্ত তিনকড়ি বন্দ্যোপাধ্যায় প্রণীত । হাওড়া কৰ্ম্মযোগ প্রেসে মুদ্রিত। মুল্য এক টাকা। এখানি কবিতা-পুস্তক । পত্নীবিয়োগ-বেদনায় অধীর কবির মৰ্ম্মেীচ্ছ স! এইরূপ অসংযত হা-হুতাশ ও শোকাতুর প্রলপ দরবারে বাহির না করিলেই ভাল হইত। শোক পবিত্র : তাই এ গ্রস্থের অধিক আলোচনা করিলাম না । ভগবান লেখককে প্রকৃতিস্থ করুন । শ্ৰীসত্যব্ৰত শৰ্ম্ম । কলিকাতা, ২. কর্ণওয়ালিস স্ট্রট, কাস্তিক প্রেসে, শ্ৰীহরিচরণ মান্ন দ্বারা মুদ্রিত ও ১, সানি পার্ক, বালিগঞ্জ হইতে শ্ৰীসতীশচন্দ্র মুখোপাধ্যায় দ্বারা প্রকাশিত। -