পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, নবম সংখ্যা গভীর আনন্দে মনীশের চিত্ত জোয়ারের সমুদ্রবৎ স্ফীত হইয়া উঠিল, সে পরম আনন্দে ভাইটির মাথায় কপালে হাত বুলাইয়া সকরুণ স্নেহে রুদ্ধ প্রায় কণ্ঠে কহিল, "ত যে হতে পারে না সতি ! তুমি যদি এ দায়িত্ব বহন কর তবেই আমার মুক্তি ঘটে, কেননা পিতৃপুরুষের কথা ত ভুললে চলবে না, নিজেই বৈজ্ঞানিক নিৰ্ব্বাণমুক্তি t to ত সবটা নই। তুমি তোমার দাদাকে সুখী করবার জন্ত তার আদেশ পালন করবে কি বল ?” ক্ষণপরে অস্ফুটম্বরে সেই ঔদ্ধত অবাধ্য বালক উত্তর করিল “তুমি যদি তাতেই মুখী হও দাদা তা হলে কি আমি না বলতে পারি ?” শ্ৰীঅনুরূপ দেৰী । বৈজ্ঞানিক নিৰ্বাণমুক্তি বেীদ্ধের বলেন যে পৃথিবী কৰ্ম্মক্ষেত্র, এখানে কৰ্ম্ম করিতে আসিয়াছি কৰ্ম্ম করিলে কৰ্ম্মফল নিশ্চয়ই ফলিবে, কৰ্ম্মান্তে মৃত্যুর পর পুনরায় ঈশ্বরে বিলীন হইয়া যাইব । ইহা সঙ্গত বিশ্বাস। এই প্রকাগু কৰ্ম্মক্ষেত্রে আসিয়া নিজ নিজ কৰ্ত্তব্য কাজ করিয়া যাও, তাহ হইলেই তোমার জীবনের উদ্দেশু। সফল হইল। প্রকৃতপক্ষে কর্তব্য সাধনই উপাসনা-ইহা ছাড়া অন্ত উপাসনা নিস্ফল । হিন্দুশাস্ত্রে বলা হইয়াছে মনুষ্য হইতে দেবতা পৰ্য্যন্ত সকলেই নিয়তির অধীন, আবার সেই নিয়তি কৰ্ম্মের অধীন সুতরাং দেবগণের উপাসনা না করিয়া কৰ্ম্মের উপাসনা করাই কর্তব্য । কৰ্ম্ম অর্থাৎ কর্তব্য। কর্তব্য কাজ করাকেই কৰ্ত্তব্যের উপাসনা বলে, তাহা করিলেই আমাদের ঈশ্বর হইতে পৃথক আমিত্বজ্ঞান যুক্ত জীবরূপে আবির্ভাবের উদ্দেশু সাধন হইল । কৰ্ত্তব্য কৰ্ম্মে লোকদিগকে চালিত করিবার জন্ত ভিন্ন ভিন্ন উপায় অবলম্বন করা হইয়া থাকে-তাহাই ভিন্ন ভিন্ন ধৰ্ম্ম ও সমাজ সুশৃঙ্খলরুপে চালিত হইবাধ হেতু । যে সকল ব্যক্তি কর্তব্য পালন করেন ঈশ্বর তাহাদিগকে ভৌতিক নিয়মের অধীনে রাথিয়াই সাহায্য করেন । যথা একটা ভূমিকম্পে কতকগুলি বাড়ী পড়িয়া গিয়া বহুলোক চাপ পড়িয়া মারা গেল , তাহার মধ্যে এক ব্যক্তি এমন ভাবে রক্ষিত হইল যে তাহার গায়ে একটা অঁাচর ও লাগিল না । এরূপ ঘটনা ত আমরা সৰ্ব্বদাই লক্ষ্য করিয়া থাকি। আবার একজন পাপী অত্যাচারী যিনি অন্তীয় রূপে বহুলোকের সৰ্ব্বনাশ করিয়াছেন হয়ত তাহার একটি সন্তানও জীবিত থাকিল না অথবা জীবিত থাকিলেও একটা ভয়ানক বদমাইস বা গুগু হইয়া সেই পিতার উপরই অত্যাচার করিতে আরম্ভ করিল অথবা অন্তায় রূপে লদ্ধ অর্থ কোন না কোন প্রকারে নিঃশেষ হইয়া গিয়া বৃদ্ধ বয়সে তাহাকে পথের ভিখারী হইতে হইল । কৰ্ত্তব্য পালন করিতে গিয়াও