পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৭২ একজন নায়কের অধীনে ১০ জন সিপাই —নায়কের উপর হাওয়া দার তার উপর জুমালেদার—একসহস্র সিপাইয়ের অধিনায়ক একজন 'হাজারী’—৭০ - ০ সেনানায়ক যিনি র্তাহার নাম সর্ণেবৎ । এই গেল মাওলী পদাতিক । ঘোড়সোওয়ার দলের নিম্নশ্রেণীর নায়ক সিলেদার, ২৫ সিলেদারের উপর একজন হাওয়ালদার, হাওয়ালদারের উপর জুমালেদার, দশ জুমালায় এক হাজারী, ৫ হাজারীর অধিনায়ক একজন সর্ণেবৎ । উচ্চশ্রেণীর মারাঠা সৈনিকের অধীনে এক একজন ব্রাহ্মণ সুবেদার ও অন্ত জাতীয় কৰ্ম্মচারী নিযুক্ত ছিল। সৈনিকের উচ্চনীচ সকলেরই স্ব স্ব কৰ্ম্মানুসারে বেতন নির্দিষ্ট ছিল । কোন জায়গীর বা জমিদারী স্থাবর সম্পত্তি পুরস্কারস্বরূপ তাহীদের ভোগে আসিত না— ধাপ্ত অথবা নগদ টাকাই তাহাদের বেতন। এই সকল কড়াক্কড় নিয়ম সত্ত্বেও শিবাজীর সৈন্তসংগ্রহে কোন বাধা ছিল না। আর আর সকল কাজের মধ্যে সৈনিকের কাজে লোকের বিশেষ উৎসাহ ছিল। দশারীর দিনে মাওলী, হেতকরী, সিলেদার প্রভৃতি লোকের দলে দলে জাতীয় পতাকা তলে মিলিত হইয়৷ শিবাজীর সৈন্তদল ভুক্ত হইত। দশারার উৎসব সৈন্তসংগ্রহের কাল,—শিবাজী রাজা ঐ উৎসব মহাসমারোহে সম্পন্ন করিতেন । দ্বিতীয়। অষ্টপ্রধান মন্ত্রীসভা সমস্ত রাজকাৰ্য্য নিৰ্ব্বাহ করিবার জন্ত শিবাজী অষ্টপ্রধান মন্ত্রীসভা সংগঠন করেন। ভিন্ন ভিন্ন বিভাগের আটজন কৰ্ম্মচারী সেই সভার অঙ্গপ্রত্যঙ্গ । ভারতী পৌষ, ১৩২০ ১ । পেশওয়া প্রধান মন্ত্রী (Prime minister)। রাজ্যের মুলকী, দেওয়ানী ফৌজদারী প্রভৃতি সমুদায় কাৰ্য্যভার তাহার হাতে, রাজার নীচেই তার আসন। ২ । সেনাপতি (সর্ণোবৎ) (Commnadcr-in-chief) সেনা বিভাগের কার্য্যাধ্যক্ষ । পদাতিক ও অশ্বারোহী সৈন্তাধ্যক্ষ দুইজন স্বতন্ত্র ছিল । ৩ । অমাত্য ( মজুমদার ) (Finance minister)। ইনি রাজস্ব বিভাগের কর্তা । ইহাকে রাজ্যের সমস্ত হিসাব পত্র তদারক করিতে হইত, সুতরাং ইহার কার্য্যভার গুরুতর। sI ### (Minister of public records and correspondence) f: রাজ্যের পত্রব্যবহার বিভাগের কর্তা । সমস্ত দলিল দস্তাবেজ ইহার খাতায় লেখা থাকিত। ইনি পরীক্ষা করিয়া দেখিয়া দিলে তবে সে সমস্ত মঞ্জুর হইত। c 1 Joifah (Private Secretary) ইহাকে শিবাজীর নিজস্ব দৈনন্দিন হিসাব ও কাগজপত্র রাখিতে হইত। রাজার গৃহরক্ষক সৈন্তদলের, তথা গার্হস্থ্য সমস্ত ব্যাপারের তত্ত্বাবধান ভার ইহার উপর। e i gng (gầR) Foreign minister) বৈদেশিক রাজকৰ্ম্মচারী। বিদেশীয় দূতগণের অভ্যর্থনা ও অপরাপর বিদেশীয় রাজকাৰ্য্য ইনি নিৰ্ব্বাহ করিতেন । a ofgots (Minister of Education) স্মৃতি প্রভৃতি শাস্ত্রের ব্যাখ্যাকৰ্ত্ত । ধৰ্ম্ম দণ্ড বিজ্ঞান বিভাগ ও রাজ্যসম্বন্ধীয় ফলাফল গণনার ভার ইহার উপর ছিল।