পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

9@S ' নরম কি না ! অহা মেয়েটি বড় ভালে,— লোককে আমোদ দিতে, খুলী করতে ভাবী মজবুত আর সুন্দবী ও কি তেমনি । এই অন্ধকার বাড়ী খানাতে সেই যা একটু আলো জেলে রেখেছে ! কিন্তু কি করব, এ সবেব জষ্ঠ ত আiব আমার নিজেব কোন অদ্যায় করতে পাবি না। দয়া অবগু ভাল জিনিয, কিন্তু সকলেব আগে নিজেকে ত দয় কর চাই ! সেই ভয়ঙ্কব টিং-টাং টুং ওবে বাপবে—সে শব্দ শোনবাব জন্ত আবাব আমি এখানে থাকব ? ভুলেও অণর সে বাস্ত দিয়ে চলি না । সুযোগ খু জুচি, শীঘ্রই জেনাবেলকে নোটিশ দেব। আপৃমি বচলে বাপেৰ নাম, এবার এমন জায়গায় কাজ নেদ, বেথান থেকে একটা ঢ়িল ছুড়লেও গির্জেব গায়ে গিয়ে ঠেকে । অক্টোবর মাসের গোড়ায় একদিন সকাল বেলা আমি ঘোড়াটাকে “দান৷” দিয়ে আস্তাবল থেকে বেরিয়ে আসচি,~~বাগানে ঘাস হয়েচে এক হাটু, কেউ যেন দেখে না, বলে না কিছু, তবু আমার নিজের একট। “কৰ্ত্তব্য-জ্ঞান" আছে ত ! ভাবলুম, আজি বাগানটাকে সাফ দিব্যি কুয়াশা হয়েচে, বোদের তেজ ও নেই, জলেৰ নামও নেই । আকাশের দিকে চেয়ে দেখ লুম সদ। ডান মেলে পার্থী গুলো উড়ে যাচে, সব বাক্ বেঁধে চলেচে। সবুজ গাছের পাতাব উপর কত রঙ্গেব প্রজাপতি আর ফড়িং উড়ছিল,—কেন ? জল হবে বলে কি ? হঠাৎ দেখলুম, একটা লোক সরাসর চলে আসচে, লাফাতে লাফাতে চলচে । খোড় না কি ? আমি দাড়ালুম । তাব দিকে করে ফেল. ভারতী কাৰ্ত্তিক, ১৩২৩ চেয়েই একটা কথা চট্‌ করে মনে পড়ে গেল । আচ্ছা, জেনাবেল যে সেদিন আত কবে একটা বদমায়েস্থ লোকের আসবাব কথা বলছিলেন, ত এ সে-ই নয় ! পৰীক্ষা কবেই দেখা যাক না ! কথাটি না কয়ে—তাড়াতাড়ি লাঠিগ ছটা নিয়ে এলুম। আমার ভাব দেখেই হোক’ আর লাঠির ভাব দেখেই হোক, লোকটা “ধা” কবে পকেট থেকে একখানা মস্ত ছুরি বাব কবে ফেল্লে । ছুরিখানা বাব কবেই বলে উঠল, আমি যদি সবে না যাই বা লাঠি তুলি, তা হলে ঐ ছবিখন দিয়ে সে আমায় খুন করতে একটুও ইতস্ততঃ পাবে সে,—যে কুষমন্‌ আমাধ চৈতন্ত জন্মে গেল –সে করবে না। তা চেহাব ! সবই পারে । যখন আমরা ঠিক সোজাসুজি, সে ছুবি হাতে—আব আমি লাঠি হাতে সামন-সাম্নি দাড়িয়ে ভােব চি যে, এর শেষ কি বকম দাড়াবে, এমন সময় জেনারেল সেইখানে এলেন । বাড়ীটার সবই আশ্চৰ্য্য ! জেনারেল এসেই যেন কত কালেব চেনা জনের মত বলেন, “করপোর্যাল, ছুরিখানা পকেটে পুরে রাখ। ভয়ে তোমাব মতিচ্ছন্ন ঘটেচে না কি ?” অপর ব্যক্তি ছুরিট পকেটে পুরতে-পূবতে উত্তর দিলে, “আঘাত আব রক্তর ভয় । যে অসভ্য বুনে জানোয়ার ঘরে পুষে রেখেছ।—আমি যদি ছুবি বাব না কত্তম, তাহলে এতক্ষণে এই সবুজ ঘাসেৰ উপর আমব মাথার থিটুকু ছড়িয়ে পড়ে থাকত, দেখতে ।” প্রভু ভ্ৰকুঞ্চিত কবে তার দিকে চাইলেন। বেশ বোঝা গেল যে, তার কাছে উনি কোন উপদেশ নিতে নারাজ । তার পর