পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শারীর স্বাস্থ্য-বিধান (পূর্বানুবৃত্তি ) ( २१ ) সংক্রামক বোগের শুশ্রীষ। বোগীব গুহের দরজা ও জানালী গুলি সৰ্ব্বদা উন্মুক্ত থাকা উচিত এবং প্রত্যেক বায়ুপথ এক একট পর্দা দ্বাব! আবৃত কবিয়া রাখিলে ভাল হয়। এই পর্দা গুলি কাৰ্ব্বলিক্‌ এসিডের দ্রবণে * ভিজাইয়া রাখিলে ংক্রামক বোগেব বীজ গুহ হষ্টতে অবাধে বাহিবে অসিপার সুবিধা পায় না এবং বাহিব হইতে গৃহের মধ্যে মাছি প্রবেশ করিতে পাবে না । অনেক সময়ে বোগীর গৃহে মাছি প্রবেশ করিয়া তথা হইতে বোগেব বীজ বহন করিয়া লইয়া যায় এবং এইরূপে সংক্রামক বোগের পরিব্যাপ্তি সাধিত হইয়া থাকে । রোগীব গৃহেব বাহিবে একটা লৌহপাত্রে আগুন রাখিলে সেই স্থানের বায়ুর বিশুদ্ধত কিয়ং পরিমাণে রক্ষিত হয়, রোগীর পথ্য ব৷ জল গরম করিবার প্রয়োজন হইলে সহজেই তাহা নিপন্ন কবিতে পাবা যায় এবং যখন রোগীর শ্লেষ্মাদিযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র বস্ত্রখণ্ড দগ্ধ করিবার আবশ্যক হয়, তখন উহ! বাটীব অন্যত্র লইয়! না যাইয়া ঐস্থানেই ঐ কার্য্য সহজে সম্পন্ন করা যাইতে পারে । যাহারা রোগীর সেবা করিবেন, তাহারা বোগীর গৃহ পরিত্যাগ করিয়া যাইবার সময় হস্ত ও পদ যে কোন বিশোধক ঔষধেব দ্রাবণ ও সাবানের দ্বারা উত্তমরূপে ধৌত কবিয়া অপর বস্ত্র পরিধান পূৰ্ব্বক অদ্যক্র গমন কবিবেন । পরিধেয় বস্ত্র যদি জলে কাচিবার মত হয়, তাহা হইলে কাচিবাব পূৰ্ব্বে কোন পাত্রেব মধ্যে উহাকে বিশোধক ঔষধে একদিন ভিজাইয়া রাখিয়া পবে সাবান ও উষ্ণ জলে কাচিয়া দেওয়া কৰ্ত্তব্য ; এইরূপে ঐ বস্ত্রের সংক্রামকতা-দোষ নষ্ট হইয়া যায়। বস্ত্রাদি অধিকক্ষণ রৌদ্র ও বাতাসের মধ্যে রাখিয়া দিলে অনেক সময়ে উহার সংক্রামকতা দূৰীভূত হয়। রোগীর শয্যা ও বস্থাদি প্রথমতঃ বিশোধক ঔষধে ভিজাইয়া রাপিয়া পবে জলে অধিকক্ষণ সিদ্ধ করিয়া লইলে উহাব সংক্রামকতা-দোষ একেবারে বিনষ্ট হয়। অতঃপর ঐ বস্ত্র ধোপার বাটী হইতে পরিস্কৃত হইয়া আসিলে পুনর্ব্যবহারের উপযুক্ত হইয়া থাকে । সংক্রামকতা-দুষ্ট বস্থাদি পূৰ্ব্বোক্ত উপায়ে বিশুদ্ধ না করিয়া ধোপার বাটতে পাঠান নিতান্ত অন্তায় কাৰ্য্য । আমরা সচরাচর বোগীব বস্ত্রাদি তদবস্থায় অথবা শুদ্ধ জলক{চ কৰিয়া একস্থানে জড় করিয়া রাখি, পবে ধোপ আসিলে উহাদিগকে তাহাব হস্তে সমর্পণ কবি। এস্থলে বলা কৰ্ত্তব্য যে এরূপ ব্যবস্থায় সমূহ বিপদ

  • এক ভাগ কাৰ্ব্বলিক এসিড ৩৯ ভাগ উষ্ণ জলের সহিত মিশাইলে এই দ্রাবণ প্রস্তুত হইয় থাকে ।