পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఉఈ ఫి দেশের বিখ্যাত অভিনেতাগণের মধ্যে wato Conservatoire a feiff's on নাই। সেখানে কেহ সামান্ত কিছু শিখিতে পারে, কিন্তু বাহির হইয়া দেখে তাহার শিথিবীর অনেক বাকী রহিয়া গিয়াছে। শুধু রঙ্গমঞ্চেই প্রকৃত অভিনয় শিক্ষা করা যাইতে পারে । আমি বিশ্বাস করি হস্যবসের অভিনেতা প্রকৃতিগত, তাহারা তৈরী হয় না।” “আপনি ইতঃপূৰ্ব্বে Balzacএর প্রতি আপনার শ্রদ্ধার কথা বলিয়াছেন, আপনি নিজে কি কখনও উপন্যাস রচনার চেষ্টা করিয়াছেন ?”

  • না আমি একবার একখান নভেল লিথিয়ছিলাম, কিন্তু পরে বুঝিয়াছিলাম, উপন্যাস রচনায় ও নাটক রচনায় বেশ প্রভেদ আছে । নাট্যে করুণ, হাস্য, ভয়ানক সমস্ত রসেরই একটা কেন্দ্র আছে। পৃথিবীর যে দৃশুসমুদায় মলিন এবং অজ্ঞাত হইয়৷

পড়িয়াছে আমি তাহ দেখাইতেই আনন্দ বোধ । করি। আমার নাটকে বর্ণিত ঐতিহাসিক চরিত্রসমূহের চিত্রাদি পাইতে তামি সৰ্ব্বদাই ভারতী পৌষ, ১৩২• যত্ন লইয়া থাকি । Fedora র প্রত্যেক চরিত্রই এক দিন জীবিত ছিল । কেহ কেহ মনে কবেন নাট্য রচনা সামান্ত পরিশ্রমেই সম্পাদিত হইতে পারে—এটা র্তাহীদের ভুল। নাটক কারকে বহু পরিশ্রমে উপাদান সংগ্ৰহ করিতে হয়—এই পরিশ্রমের পুরস্কার সহস্ৰ সহস্র দর্শকের হৃদয়োখিত আনন্দ কোলাহল ।” সাৰ্দ্ধব নিজের কথাতেই তাহার রচনা প্রণালীর সামান্ত পৰিচয় প্রদান করিলাম, ভবিষ্যতে র্তাহার জগদ্বিখ্যাত নাটক সমুহেরও কিঞ্চিৎ পরিচয় প্রদানের ইচ্ছা রহিল । সুপ্রসিদ্ধ লেখক অধ্যাপক শ্রযুক্ত শরচ্চন্দ্র ঘোষাল মহাশয় তাহার নাট্য ও অভিনয় নামক সুচিস্তিত ধারাবাহিক প্রবন্ধে সৰ্ব্ব দেশের নাট্য, নাট্যশালা, নাট্যকার সম্বন্ধে বিস্তৃত আলোচনা করিতেছেন, তিনি বহু ভাষায় সুপণ্ডিত, আশা আছে তিনিও বিদেশীয় নাট্যকাব সম্বন্ধে আমাদিগকে বহু নুতন কথা শুনাইবেন। শ্ৰীজ্ঞানেন্দ্রনাথ চক্রবর্তী। অপূর্ণ বাসন আসিছে জীবন সন্ধ্যা নিঃশব্দ চরণে জুড়াইতে অভাগার অনন্ত যাতনা ; – গুঞ্জনি বিদায় গীতি উঠিছে সঘনে বক্ষঃ মাঝে ; থেমে গেছে পুলকের বীণ ! ছেয়ে আসে ধীরে ধীরে প্রলয় তিমির সাঙ্গ কৰ্ম্ম ; কোলাহল নাহিক ধরায় – চতুর্দিকে নীরবতা উদাস গম্ভীর ভেঙ্গে আসে আঁখি দুটা অনও নিয়ায় ! এখনি নিবিবে দীপ, ফুবাইবে সব কিন্তু হায়! এখনো যে অপূর্ণ বাসন ; অনন্ত তিয়াস হৃদে, হে প্রাণবল্লভ | আর করে অভাগীর পূরিবে কামনা। শ্ৰীমুনীন্দ্রকুমার ঘোষ।