পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, নবম সংখ্যা স্থানে স্থানে ব্যক্তিবিশেষকে আক্রমণ করিয়াও কত কথা লিপিবদ্ধ হইয়াছে। অনেক স্থলে সে সব বিদ্যালয়ের কর্তৃপক্ষ ঘসিয়া তুলিয়া ফেলিয়াছেন । অধ্যাপক Dr. K কে অভিবাদন না করিবার অপ<াধে এক ব্যক্তির তিনদিনের কারাদণ্ড হয়—এই অপরাধেই অপর একজন “দুইদিন তিন রাত্রি নির্জন প্রবাস” করিয়াছেন। তাই এক স্থানে চিত্রে Dr. K কে ফাসি কাষ্ঠে ঝুলাইয়। দেওয়া হইয়াছে । নিৰ্জ্জন কারাগারে সময় কাটাইবার জন্ত —কয়েদীরা অনেক স্থলে পূৰ্ব্ববৰ্ত্তাগণের লেখা স্থানে স্থানে পরিবর্তন করিয়া আমোদ উপভোগ করে । কোন করাপ্রবাসীর লিখিত নাম ধাম ও দণ্ড প্রাপ্তির তারিখ ঠিকই রহিয়াছে—পরবত্তা কোনও হয়ত উত্তর কুরুবাস a t ব্যক্তি তাহার উপরে বড় বড় অক্ষরে লিখিঞ্জ দিয়াছে— “চুরির অভিযোগে” “হত্যা অপরাধে” ইত্যাদি । একস্থানে ক্ষুব্ধ চিত্তের বিপ্লব—কেবলমাত্র “প্রতিশোধ” বাক্যটীতে ফুটিয়া উঠিয়াছে। কেন যে কারাবাসী এত প্রতিহিংসা বুকে পূরিয়াছিলেন—সে কৌতুহল নিবরিত হওয়ার উপায় নাই। এক স্থানে ব্রাণ্ডির বোতল হাতে একটা ছাত্রের ছবি অঙ্কিত আছে । নীচে লেখা— “সকল বেনা হইতে একমাত্র ইহাই পরিত্রাণ করিতে পারে।” আরও কত অদ্ভূত—কত আশ্চৰ্য্য— কত করুণ-কত হাস্তোদ্দীপক লিপি অঙ্কিত আছে– সকল কথা বলিবার স্থান কোথায় ? শ্ৰীমুধাংশুকুমার চৌধুরী। উপনয়ন সংস্কারে ভারতীয় আর্য্যদিগের উত্তর কুরুবাসের প্রমাণ ( উত্তর কুরুবাসের শাস্ত্র প্রমাণ) উপনয়ন সংস্কার ব্রাহ্মণাদি বর্ণক্রয়ের পক্ষে অতীব প্রয়োজনীয় সংস্কার । কারণ, ইহাদ্বারাই তাহাদের দ্বিজত্ব জন্মিয় তাহার বেদপাঠের অধিকারী হন । এই পাঠের অবস্থা বেদে *ব্ৰহ্ম’ * নাম অনুসারে ‘ব্রহ্মচৰ্য্য” নামে অভিহিত এবং বেদ-পাঠার্থী ছাত্র ও ব্রহ্মচারী নামে পরিচিত হইতেন। উপনয়ন সংস্কারটী এইরূপে শ্রেষ্ঠ বৈদিকসংস্কার বলিয়া, বৈদিক ইতিহাসের বিশেষ নিদর্শন যে ইহার মধ্যে

  • “বেদস্তত্ত্বং তপোব্লস্ক” ইত্যমুর।

নিহিত থাকিবে তাহ সহজেই অনুমান করা যাইতে পারে। সেই ঐতিহাসিক নিদর্শন কি ? উপনয়ন সংস্কারের কাল সম্বন্ধে শাস্ত্রে যে বিধান দৃষ্ট হয় তাহাতে ভারতীয় আৰ্য্যপুরাতত্ত্বের অতি মূল্যবান প্রমাণই পাওa যাইতে পারে। উপনয়নের কালসম্বন্ধে সাধারণ নিয়ম এই যে, উত্তরায়ণেই উপনয়ন বিধেয়, দক্ষিণ