পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१6 ७ অবস্থা ভাল, তাহার। তাহার বস্ত্র ও শ্যাদি অগ্নিতে দগ্ধ করিয়া ফেলিলেই ভাল হয় । গদি, লেপ, বালিশ প্রভৃতি বিছানা বিশোধক ঔষধ দ্বারা দোষশূন্ত করা বড়ই কঠিন । অনেক সময়ে রোগীব শয। ব্যবহার কবিয়া উপযুপিরি অনেক লোকের তাম, টাইফয়েড, জব প্রভৃতি দেপা গিয়াছে। বোগাব জন্ত তইলে এব খানি বড় অয়েল বোগ হইতে গদি ব্যবহৃত ক্লথ দ্বাবা উহার চতুৰ্দ্দিক মুড়িয়া দিলে গদিব উপব রোগীব মলমুত্র পতিত হইতে পাবে না । সুতরাং গদি এইরূপে রক্ষা করিয়া তোষক বালিশ ইত্যাদি অন্তান্ত বিছানা অগ্নিতে দগ্ধ কবিয়া ফেলাষ্ট কৰ্ত্তব্য। বোগার জন্ত অল্প ব্যয়ে যদি আমরা এক প্রস্থ বিছান। প্রস্তুত করাইয়া দিই, তাহ হইলে বোগমুক্তির পর উহাকে দগ্ধ করিয়া ফেলিলে অধিক ক্ষতি সহ্য কবিতে হয় না । সামান্ত অবস্থাব লোকে বোগার শয্যা ও বস্ত্রাদি দগ্ধ কবিতে সমর্থ হয় না। তাহদেব পক্ষে ঐ সকল সমগ্রী ও অন্ত দ্য গৃহসজ্জা একটা রুদ্ধ গৃহের মধ্যে বাথিয়া ক্লোবিণ (Chlorinc) গ্যাস সাহায্যে বিশুদ্ধ করিয়া লওয়া উচিত। একটা চীনামাট বা এনামেলের পাত্রে অধিক পরিমাণ ব্লচিং পাউডার (131eaching powder) Rio বিশোধক ঔষধেব গুড় রাখিয়া তাহার উপব জল মিশ্রিত হাইড্রোক্লোবিকৃ এসিড, (Hydrochloric acid) Elfviņi f(z ক্লোরিণ গ্যাস উৎপন্ন হইবে এবং উক্ত গৃহের সমস্ত বায়ুপথ কয়েক ঘণ্টা কাল রুদ্ধ করিয়া রাখিলে শয্যা ও বস্ত্রাদিসংলগ্ন রোগের বীজ ক্লোরিণ, গ্যাস্ সাহায্যে বিনষ্ট হইয়৷ ভারতী কাৰ্ত্তিক, నీ' నీ যাইবে। যে গৃহে রোগী অবস্থান করে, আবেগোব পর সেই গৃহের মধ্যেই এই ব্যবস্থা করিলে গৃহ ও গৃহসজ্জা সমস্তই রোগের বীজমুক্ত হইয়া যাইবে । অতঃপব কয়েক দিন ঐ সকল সামগ্ৰী প্রখর রৌদ্রে রাথিয়া দিলে স্থৰ্য্যকিরণ ও মুক্ত বাতাসের সাহায্যে একেবারে নির্দোষ হইয়া যাইবে ও পুনর্বাবহারেব উপযুক্ত হইবে। সচরাচব গন্ধকের ধুম দ্বারা রোগীর গৃহ বিশোধিত হইয়া থাকে। রোগীর গৃহে খাট, বাক্স, তো বঙ্গ প্রভূতি কাঠের বা লৌহের যে সমস্ত সামগ্রী থাকে, তাহাদিগকে এবং ঘবেব দবজা, জানালা ও দেওয়াল সমূহ প্রথমতঃ কাৰ্ব্বলিক এসিডের দ্রাবণে সিক্ত বস্ত্র দ্বাবা উত্তমরূপে মুছিয়া ফেলিতে হইবে। পরে ঘর রুদ্ধ করিয়া তন্মধ্যে অধিক পরিমাণ গন্ধক কয়েক ঘণ্টকাল জালাইলে ঘধের মধ্যে যে কোন স্থানে বোগেব বীজ সংলগ্ন থাকিবে, তাহা গন্ধকেব ধূম দ্বাবা নিষ্ট হইয়া যাইবাব সম্ভাবন । অবশেষে ঘবের দেওয়ালের চুণ কিয়দংশ চাচিয়া লইয় উহাতে পুনরায় চুণ ফিরাইয়া দিলে উক্ত গৃহ পুনর্ব্যবহারেব উপযুক্ত হইবে । গৃহের মেঝে ও ছাদের তলদেশও পূৰ্ব্বোক্ত উপায়ে পবিস্কৃত কবিতে হইবে । শাল প্রভৃতি পশমী দামী কাপড় যদি বোগীর সংস্পশে আইসে বা রোগীর ঘবের মধ্যে থাকে, তা হইলে তাহাদিগকে উপরিউক্ত উপায়ে বিশুদ্ধ করিতে গেলে কাপড় নষ্ট হইয়া যাইবার সম্ভাবনা। তার কাপড়কে পূৰ্ব্বোক্ত প্রণালীতে সহজেই বিশুদ্ধ করিতে পারা যায়। পশমী ও রেশমী কাপড় বিশুদ্ধ