পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গিলগিটের গল্প ইয়াসীনের শাসন কৰ্ত্ত ‘বাদসার’ সময়ে পুনিয়াল জেলায় গুলাপুবে থাস্থ নামক একজন শক্তিশালী ধনবান ব্যক্তি বাস করিত । থায় সোনার লাঙ্গল নিৰ্ম্মাণ কবিয়াছিল,—ধনসম্পত্তি ও রত্নাদি নিকটবৰ্ত্তী নালাব মধ্যে লুকায়িত রাখিত । স্থানীয় লোকে বা বলে যে আজও পর্য্যন্ত তাহাব বহুমূল্য রত্নাদি সেই সকল নালাতে লুক্কারিত রহিয়াছে কিন্তু কেহই নির্দিষ্ট স্থানেব বিষয় বলিতে পারে না ! ইয়াসীনের ‘বাদ সা? এক সময়ে তাহাকে খেলত প্রেবণ কবেন। দূত যখন খেলাত লইয়া গুলাপুবে পৌছিল,— থায় তখন ইয়াসীনেব পণেব ধাবে ভূমিকর্ষণে মন্ত ছিল, বাদসাব প্রেবিত দূত থামুকে কখনও দেখে নাই—তাঙ্গাব বাড়ী ও চিনিত না—পথে'ব ধারে থামুকে দেখিয়— ‘থাসুর বাড়ী কোথায়' জিজ্ঞাসা কবিল । থাস্থ একটা ঘুরপথ দেখাইয়া আপন গুঙ্গেব সন্ধান বলিয়া দিল এবং স্বয়ং সোজা পথে দূতেব আসিবাব বহু পূর্বেই গৃহে আসিয় উপস্থিত হইল । কৃষকের পরিচ্ছদ ত্যাগ করিয়া থস্থ ভাল পোষাক পৰিল। দূত আসিয়া আব তাহাকে চিনিতে পারিল না। দূত থামৃকে “খেলাত প্রদান করিলে পর, থাই আপন দুর্গের (১) দিকে মুখ ফিরাইয়া তিন বার সেলাম করিল। সেই সেলামের অর্থ এই যে,-আমাব বাহুবল ও দুর্গ বাদসার মনে ভয়ের সঞ্চার করিয়াছে বলিয়াই তিনি আমাকে খেলাত পাঠাইয়াছেন । দূতগণ দেশে ফিরিয়া বাদসার নিকট সকল বিবরণ ব্যক্ত করিলে বাদস অতিমাত্র ক্রুদ্ধ হইয়া বহু সৈন্তসহ থামুর বিরুদ্ধে যা এা করিলেন । থামু তাহার কনিষ্ঠ ভ্রাত ‘খুল্লাহল বেগকে শত্রুসৈন্তেব গতিবোধ করিতে পাঠাইল, কিন্তু শত্রুপক্ষ তখন গুলাপুরে আসিয়া পড়িয়াছিল, সুতরাং যুদ্ধ আবম্ভ হইল । খুসাহালপেগ শত্রুসৈন্ত বিধ্বস্ত কবিয়া বাদসবে সম্মুখে উপস্থিত হইলে পর বাদসা উপযুপিবি তাহকে তিন বার তবলারি দ্বাৰা আঘাত কবিলেন, কিন্তু খুসাহালবেগ তিন বাবই কৌশলের সহিত বাদসার আঘাত ব্যর্থ কবিয়া বলিল –“এক্ষণে আমার পাণ— আমি আপনাকে আক্রমণ করিব।” বাদস৷ বলিলেন—“আচ্ছ, আমার একটা কথার উত্তব দাও । আমাদের মধ্যে কাহার লেজ গুটান উচিত ?” খুসাহাল বেগ বলিল-- "আপনি হইলেন বাজপক্ষীব রাজা, অব আমি হইলাম ককুটের রাজ। আমি কি আর আপনার নিকট দাড়াইতে পারি ” বাদস। তাহাব কথায় সন্তুষ্ট হইলেন এবং ইয়াসীনে ফিরিয়া গেলেন। থাস্থ খুঁসাহালবেগের পরাজয় স্বীকারে যাবপর নাই ক্রুদ্ধ হইল এবং এরূপ সুযোগ পাইয়াও বাদসার মাথা আনে নাই বলিয়া তাঙ্গাকে ইস্কেমানের ‘চাখুনখান’ নামক দুর্গে বন্দী করিষা রাখিল । এদিকে এই সংবাদ যথাসময়ে বাদসার নিকট পৌছিল। তিনি পুনরায় থাম্বর ب ----سخس سیتیاس-------- (১) এই দুর্গের ভগ্নাবশেষ এখনও গুলাপুরে দেখিতে পাওয়া যায়।