পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, নবম সংখ্যা এবং একজন কৰ্ম্মচারীকে এই ঘটনা সত্য কিন পরীক্ষা করিবার জন্ত সেই ব্যক্তির পশুশালায় প্রেরণ করিয়া ;–ঢাকদিগকে ঢাক বাজাতে আদেশ করিলেন। কিছুক্ষণ পবে সেই ব্যক্তি ফিরিয়া আসিয়া বলিল যে বাস্তবিকই তাহার পশুশালায় পশুদিগের বিকট চীৎকারে ঢাকের শব্দ শোনা যায় না। রাজপুত্ৰগণ তখন পিস্মিত ও ক্রুদ্ধ হইয়া আদেশ করিলেন যে চেমোগা ওlামের সমস্ত ভূমি পতিত অবস্থায় থাকিবে—আর কেহই যেন চাষ আবাদ না করে । কারণ ধনী হইলেই ইহারা আমাদের প্রতি সন্মান দেখাইতে বিলম্ব করিবে—হয়ত কালে আমাদের সম্মুখে মাথা অবনত করিতেই চাহিবে না । সুতরাং win" of vital (quick silver) CŞoisi নদীর মুখে ঢালিয়া দেওয়া হউক। এরূপ করিলে কৃষিকার্য্যের জন্ত আর তাহারা জল পাইবে না । রাজপুত্ৰগণের আদেশ মত কাৰ্য্য করা হইল। চেমোগা গ্রাম অনাবাদে পতিত অবস্থায় রহিয়া গেল । রাজপুত্রেরা তাহাদিগেব সৈন্তগণকে দুই ভাগে বিভক্ত করিয়া একদল আসতব পথে অপর দল "হাবমোসের” পথে প্রেরণ করিয়াছিলেন। গিলগিটের উত্তর পশ্চিমাংশে সাত মাইল দূরে অবস্থিত "হিনজিল” নামক স্থানে উভয় দল মিলিত হইলে পর রাজপুত্রগণ সমস্ত সৈন্ত গণনা করিতে মানস করিলেন। কিন্তু এত অধিক সৈন্ত একদিনে গণনা করা ঃসাধ্য। র্তাহারা আদেশ করিলেন যে “প্রত্যেক (*) Hatu-mountain, (*) Hoshi—a place near Ramghat. গিলগিটর গল্প a ఫి & সৈন্ত এক একটি টিল একটী নির্দিষ্ট স্থানে রাখিয়া যাউক ।” র্তাহীদের আদেশ প্রতিপালিত হইল । দেখিতে দেখিতে স্থানটা একটা ইষ্টক স্তুপে পরিণত হইল । হিন্‌জিলে যে কয়েকটা স্ত,প দেখা যায় তাহা নাকি সেই সৈন্ত সংখ্যা নিৰ্ব্বাচনের স্ত,প। বস্তুত এই স্ত,প গুলি খুব সম্ভবত “বৌদ্ধ স্ত,পের” ধ্বংসাবশেষ। রাজপুত্ৰগণ চিত্রল পর্য্যন্ত জয় করিয়াছিলেন এবং সেই স্থানে একটী চিনার বৃক্ষের নিম্নে একথানি প্রকাণ্ড প্রস্তর ও রাখিয়াছিলেন। প্রশাদ এই র্তাহীদের আহার্য্য নাকি ৪০০ শত মাইল দূর স্বাবছর হইতে প্রস্তুত হইয়া গরম গরমই তাহাদের নিকট পৌছিত ! ডাকের বন্দোবস্তও তাহ হইলে খুব ভাল ছিল বলিতে হইবে! নিম্ন লিখিত গানটী গিলগিটবাসীগণের মুপে এখনও শোনা যায়— ওভাই । সের, আলি, মোরাদ তারা পুল বেঁধেছে জলের তলে, মেকৃপুনের ছেলে তারা পুল বেঁধেছে নদীর জলে। ওভাই ! ঝক্মকান তাম্বু তাদের জল্‌ছেরে ঐ জলের তলে, মেক্‌পুনের ছেলের তামু পুকুর পারে ঘাসের দলে । ওভাই ! বচ্ছে নদী হাতুর (২)নীচে হোসীর [৩]কল ঐ জলে ঘোরে, মেক্‌পুনের ঐ ছেলে তারা করূলে এমন মাথার জোরে। ওরে ! VELE ! ওরে !