পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/২৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, নবম সংখ্যা তাহার সেখানে আর বাক্সট খুলিল না— কাঠের বোঝার মধ্যে লুকাইয়া বাক্সট বাড়ী লইয়| আসিল, বাড়ী অসিয়া আগ্রহেব সহিত বাক্সট খুলিবা দেৰিল বাক্সেব মধ্যে একটী সুন্দর জীবিত শিশু ! দেখিয়া অবাক হইয়া গেল । কাঠুরিয়াব স্ত্রী শিশুটিকে যত্নেব সহিত প্রতিপালন করিতে লাগিল । তাহারা অত্যন্ত দবিদ্র ছিল কিন্তু শিশুটীকে পাওয়ার পর হইতে যেন তাহদেব অবস্থা ফিরিয়া গেল । দিনে দিনে তাহদেব অভাব দূব হইতে লাগিল; সকলেই মনে করিল শিশুটী দেবতা, তাহাবই আগমনে তাহদের সৌভাগ্য ফিবিল । শি শুটার বয়স যখন ৬ বৎসর তপন একদিন কাঠুরিয়াব স্ত্রী তাহার প্রাপ্তিবিবরণ তাহাকে খুলিয়া বলিল। শিশুটী দ্বাদশ বর্যে পদার্পণ করিলে পব একদিন সে গিলগিটে যাইবার ইচ্ছ। প্রকাশ করিল। গিলগিটের মুখসম্পদ ও ভূমির উৰ্ব্ববত প্রভৃতির বিষয় সে পূৰ্ব্ব হইতেই শুনিয়া আসিতেছিল। কাঠুরিয়া পত্নী তাহতে বাধা না দিয়া আপন পুত্রটাকেও তাহাব সঙ্গে দিল। দুটা ভাই বেড়াইতে বেড়াইতে “হাবলী” পৰ্ব্বতে আসিয়া উপস্থিত হইল । গিলগিটের উত্তর ধাবে অবস্থিত এই পাহাড়ের উপরটা বেশ সমতল ছিল । এই স্থানে তাহার দুই ভাই কিছুদিন অতিবাহিত করিল, এই সমতল স্থানটীর নাম

  • বলদাস’ ।

এদিকে গিলগিটের রাণী তখন সঙ্কটাপন্ন পীড়িত। গ্রামবাসীগণ ‘রা বংশের আব কেহই নাই বলিয়া ‘র’ পদে প্রতিষ্ঠিত্ত ?ʻ> গিলগিটের গল্প ১ ও ২৭ করিবার নিমিত্ত একজন দক্ষ ও কৰ্ম্মঠ ব্যক্তির অনুসন্ধান করিতে ছিল । একদিন প্রত্যুষে মুবগীর ডাক শুনিয়া সকলে অবাক হইয়া গেল । সাধারণত মুবগী যেমন – কেঁকোর কে কেঁ বলিয়৷ ডাকে সেদিন নাকি মুবগী সেরূপ ডাকিল না ; সেদিন মুবগী “বেলদাস-ক্ষাম-বাই” অর্থাৎ বেলদাস নামক স্থানে একজন "র" বংশের লোক এখনও আছে—এই বলিয়া ডাকিয়া উঠিল । তৎক্ষণাৎ সেই স্থানে দলে দলে লোক ছুটিল এবং সকলে গিয়া দেখিল যে ২টি বালক বেড়াইতেছে । তখন তাহাব। তাহাদিগকে বন্দী কবিয়া রাণীব নিকট হাজির করিল। ‘ক্রা থান’ দেখিতে বড়ই সুন্দর ছিল— রাণী তাঁহাকে ডাকিয়া—তাহারা কেন অসিয়াছে—পিতা মা তার নাম কি—কোথায় থাকে ইত্যাদি সকল বিষয় খুলিয়া বলিতে আদেশ করিলেন । ত্ৰাখান তাঙ্গার জীবনের সকল ঘটনা রাণীকে খুলিয়া বলিলে পর রাণী তাহার নিজ সন্তানকে চিনিতে পাবিয়া আনন্দে আত্মহাবা হইলেন । মনে মনে কতই দুঃখ করিলেন—এমন সোনার চাদ ছেলেকে কিনা তিনি নদীতে ভাসাইয়া দিয়াছিলেন। রাণী তখন ৫ খানকে বুকে চাপিয় ধবিলেন । সেই দিনই “এাথান" গিলগিটের ‘র’ বলিয়। গ্রামে গ্রামে প্রচারিত ङ्ठे झ! 6%|ठ] । ত্ৰাখান ও দাড়কাক কথিত আছে যে গিলগিটের 'র' রাখান অতিশয় গৰ্ব্বিত ও শক্তিশালী রাজা ছিলেন । একদিন তিনি আপন অমুচরগণ সহ নদী