পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, সপ্তম সংখ্যা করিতে হইলে পূৰ্ব্বে যে ষন্ধেব উল্লেখ কবা গিয়াছে, তাহার সাহায্যে উহাদিগেব ংক্রামকতা-দোষ নষ্ট কবা উচিত। কলিকা তা মিউনিসিপালিটী এইরূপ একটা যন্ত্র ইটিলিতে (Entally) স্থাপন করিয়াছেন। মিউনিসিপালিটীব অনুমতি লষ্টয়া সাধাবণ লোকেও সংক্রামকতা-দুষ্ট বস্ত্র ও শয্যাদি বিশুদ্ধ কবিবার জন্ত এই যন্ত্র ব্যবহণব কবিতে পাবেন । trol #83 (Inoculation, Vaccination )—কোন কোন সংক্রামক বো গ একবাব হইলে পুনরায় হইতে দেখা যায় না । যাহার একবার বসস্তবোগ হইয়াছে, সেই ব্যক্তি ভবিষ্যতে বীর বাব বসন্তবোগীব সংস্পর্শে আসিলেও প্রায় পুনবায় উক্তরোগে আক্রান্ত হয় না । ইহা দ্বারা চিকিৎসকের অনুমান কবেন যে, সংক্রামক যোগ হইলে রক্তের এমন কোন পবিবৰ্ত্তন সাধিত হয় অথবা উক্ত বোগেব বীজ হইতে এমন কোন বস্তু উৎপন্ন হইয়া দেহমধ্যে অবস্থিত থাকে, যাহা, ঐ ব্যক্তিব শবীবে উক্ত বোগেব বীজ পুন: প্রবিষ্ট হইলে, তাঙ্গর ধ্বংস সাধন কবিতে সমর্থ হয়। ইহা যে শুদ্ধ বসন্ত রোগেই ঘটিয়া থাকে, তাহা নহে। সংক্রামক রোগ মাত্রেই দেহমধ্যে এইরূপ একটা বিষন্ন পদার্থ উৎপন্ন হইয়া থাকে এবং উহা দেহকে ঐ বোগেব পুনরাক্রমণ হইতে রক্ষা করিয়া থাকে । তবে বসন্তের দ্যায় অন্ত সংক্রামক বোগে এই বিষয় পদার্থের শক্তি সেরূপ প্রবল বা বহুদিন স্থায়ী হয় না, অল্প দিনের মধ্যেই উহ! হীনশক্তি হইয়া লোপ প্রাপ্ত হয়, সুতরাং ঐ ব্যক্তি পুনরায় ঐ সংক্রামক শাবীর স্বাস্থ্য-বিধান ግ« ፃ রোগের সংস্পর্শে আসিলে উহ। দ্বারা আক্রাস্ত হইবাব সম্ভাবনা থাকে। হাম, পীনবসন্ত, প্রভৃতি সংক্রামক বোগ সচবাচর একবাবের অধিক হইতে দেখা যায় না, তবে কথন কখন দুষ্ট, এমন কি তিনবাব পর্য্যন্ত, হাম হইতে দেখা গিয়াছে । বসন্ত যে কথন পুনরায় হয় না, এরূপ নহে। লোকে বসন্তবোগে দুইবাব আক্রান্ত হইয়াছে, এরূপ দেখা গিয়াছে, কিন্তু এরূপ ঘটনা নিতান্ত বিরল এবং ঘটিলেও প্রায় প্রাণহানি হয় না । কলের প্রভৃতি বোগেও এই নিবাবণী শক্তি উৎপন্ন হইয়া থাকে, তবে উচ্চাকে অল্পদিন মাত্র স্থায়ী হইতে দেখা য য় । যাহা হউক, ইহা নিশ্চিত যে, কোন ংক্রামক বেগ একবাব হইলে অল্প বা অধিক দিন ঐ বোগে পুনরায় আক্রান্ত হইবার সম্ভাবনা থাকে না, এবং এই অভিজ্ঞতাব উপব নির্ভর করিয়া প্রায় সকল প্রকার সংক্রামক বোগ নিবাবণ করিবার জন্য অধুনা “টাকা” দিবাব বন্দোবস্ত হইয়াছে। যে বীজ দ্বাবা যে বোগ উৎপন্ন হয়, ( ) উহ! অতি স্বক্ষ মাত্রায় বা মৃত্যবস্থায়, অথবা (২) উহাকে অন্ত জীবের শরীরে প্রদেশ করাইয়৷ উহার পবিবর্হিত অবস্থায়, কিম্বা (৩) উহা হইতে উৎপন্ন রস বিশেষ (Antitoxin) মনুষ্য-শৰীবে প্রবেশ ক'বাইলে ঐ বোগেব ‘টীকা’ দেওয়া হয়। একটা স্বচল পিচকণবী দ্বাবা অথবা চৰ্ম্মের উপবি ভাগের ছাল তুলিয়৷ তদুপবি লগাইয় উক্ত পদার্থ রোগীর শরীবে প্রদেশ করাইয়া দেওয়া হয় । এষ্টরূপে উক্ত বোগ অতি মৃদুভাবে শরীরে প্রকাশ পাই এমন একটা বিষয় পদার্থ দেহের মধ্যে উৎপাদন করে