পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, নবম সংখ্যা পৌছিয়াছিল। মঙ্গলসৈন্ত গিলগিটের প্রধানকে সৰ্ব্বপ্রথমে যুদ্ধে আহবান করিলে পর গিলগিট ‘রা’ স্বীয় সৈন্তগণ পরিশ্রান্ত বলিয়া দুএকদিন যুদ্ধ স্থগিত রাখিতে অনুরোধ করিলেন এবং সেইসঙ্গে মঙ্গল সৈন্তগণের মধ্যে কেহ অদ্ভূত ক্ষমতাশালী থাকিলে তাহার কৌশল দেখিবার ইচ্ছা প্রকাশ করিলেন। ‘র’এর অনুবোধে তাজমোগল তাহাব একজন বিখ্যাত যোদ্ধাকে তাহাব শক্তি ও যুদ্ধকৌশল প্রকাশ কবিতে আদেশ করিলেন। আদেশ পাইয়া সেই ব্যক্তি একটা বৃহৎ ছাগল ধবিয়া এরূপ বলের সহিত নিক্ষেপ করিল যে ছাগলট নদীর অপর পাবে গিলগিট ‘র’এব তাম্বুব নিকটে আসিয়া পড়িল । সুমলিক অতিশয় বলবান ছিলেন । মঙ্গল সেনার শক্তি দর্শন করিয়া তিনি কিছুমাত্র বিস্মিত হইলেন না। নিকটে একটা প্রকা গু গাছের গুড়ি পড়িয়াছিল তিনি তাহ। ধরিয়া অবলীল ক্রমে নদীর পর পারে মঙ্গলদের শিবিরেব উপব নিক্ষেপ করিলেন । সুমালিকের অপূৰ্ব্ব শক্তির পরিচয় পাইয়া মঙ্গলগণ অত্যন্ত ভীত হইল এবং সেই রাত্রেই ইয়াসীন পরিত্যাগ করিয়া চলিয়া গেল । প্রত্যুষে সুমালিক দেখিলেন যে নদীর পরপাবে জনমানবের চিহ্ন মাত্র নাই—শত্ৰুসৈন্ত পলায়ন করিয়াছে ; তিনি তৎক্ষণাৎ তাহীদের অনুসরণ করিলেন এবং দারকেট নামক স্থানে আসিয়া তাহদের সহিত মিলিত হইলেন কিন্তু দ্রুতবেগে অশ্বচালনা করায় দৈবক্রমে অশ্বের পদস্থলন হওয়ায় তিনি ঘোড়া হুইতে পড়িয়া গেলেন । মঙ্গলগণ সেই সুযোগে গিলগিটের গল্প ծ օՀ Ջ ভীহাকে ধৃত করিয়া বন্দীভাবে বাদখ{সানে উপস্থিত করিল। মঙ্গলসৈন্ত গিলগিটের ‘র’ কে চিনিত না—তাহাব মনে করিয়াছিল যে একজন পথিক হয়ত ঘোড়া হুইতে পড়িয়া গিয়াছে ; আব গিলগিটের ‘রা যে তাহদের অনুসরণ করিবে ইহাই বা তাহারা কি প্রকাবে জানিবে, সুতবাং কেহই গিলগিটেব ‘রা’ কে চিনিতে পারিল না । যাহা হউক রা বন্দী হইয়। মীরের রান্নাব জন্ত কাষ্ঠ সংগ্রহকার্য্যে নিযুক্ত হইলেন। একদিন বনে কাষ্ঠ সংগ্ৰহ কালে ‘রা’ একটা জস্তুর মাথার হাড় হাতে লইয়া কাদিতে লাগিলেন । সঙ্গীগণ কারণ জিজ্ঞাসা করিলে কিছুই বলিলেন না, কেবল কাদিতে লাগিলেন । ক্রমে এষ্ট সংবাদ ‘বাদখ{সানেব মীবের কর্ণে পৌছিল, মীর তাহাকে কারণ জিজ্ঞাসা করিলে পর ‘র’ বণিলেন যে— ইহা একটা উৎকৃষ্ট ‘তালিকার’ অশ্বেব মাথ । দ্রুত গতিতে ইহার সমান ঘোড়া পৃথিবীতে আর নাই। তাঙ্গমোগল জস্তুব সম্বন্ধে বন্দীর এরূপ অভিজ্ঞতা দেখিয়া তাহাকে স্বীয় অশ্বশীলার রক্ষক নিযুক্ত করিলেন এবং তাহার পশুশালায় এরূপ অশ্ব আছে কিনা পরীক্ষা করিতে আদেশ দিলেন। রা পরীক্ষা করিয়া বলিলেন যে একটা ঘোড়াব পেটে একটা ‘তালিকার’ বাচ্ছা হইয়াছে, কিছু সেই ঘোড়ার পেট কাটিয়া বাচ্ছাটকে বাহির করিতে হইবে নচেৎ অল্প দিনের মধ্যেই ঘোড়াটা মারা পড়িবে। মীরের অনুমতি লইয়। রা সেই ঘোড়ার