পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, সপ্তম সংখ্যা লওয়া সাতিশয় সুবিবেচনার কার্য্য ; ইহাদ্বার। তাহারা আত্মরক্ষা করিতে পারে এবং রোগের বিস্তারও বিশেষভাবে নিবারিত হইয়া থাকে । সুস্থ শরীরে টীকা লইলে কোন অনিষ্ট সাধিত হয় না, অথচ অন্ততঃ কিছু দিনের জন্ত উক্ত রোগের আক্রমণ হইতে অব্যাহতি লাভ করিতে পারা যায়,অথবা রোগ হইলেও উহ! প্রবলভাবে প্রকাশ পায় না এবং কদাচ প্রাণ হানি হইয়া থাকে। সুতরাং কোন সংক্রামক রোগ মহামারী রূপে প্রাণ্ডুভূত হইলে সকলেরই টীকা লওয়া কৰ্ত্তব্য । ইহাতে রোগ পল্লীর মধ্যে বিস্তারলাভ করিতে পারে না, অল্পদিনের মধ্যেই অদৃশু হইয়া যায়। ডিপথিরিয়া, টিটেনাস প্রভৃতি রোগে যে টীকা দেওয়া হয়, তাহ রোগ আরোগ্য হইবার জন্ত, নিবারণেব জন্ত নহে। ডিপথিরিয়া রোগের লক্ষণ প্রকাশিত হইলে পর এই টীকা দেওয়া হয় এং ইহার গুণে রোগ বৃদ্ধি প্রাপ্ত না হইয়া ক্রমশঃ কমিয়া যায়। পূৰ্ব্বে ডিপ্ৰথিরিয়া রোগে মৃত্যুসংখ্যা অত্যন্ত অধিক ছিল, টীকা দেওয়া প্রচলিত হওয়া পৰ্য্যন্ত মৃত্যুসংখ্যা সবিশেষ হ্রাস প্রাপ্ত হইয়াছে । বিশোধক ঔষধের তালিকা—সমস্ত বিশোধক ঔষধই বিষাক্ত পদার্থ ; অতএব অতি সাবধানে ইহাদিগের ব্যবহার করা উচিত এবং যাহাতে বালকবালিকা বা অপর অনভিজ্ঞ ব্যক্তি উহাতে হাত দিতে না পারে, তজ্জন্ত উহাদিগকে সৰ্ব্বদা আলমারির ভিতর চাবিবদ্ধ করিয়া রাখা উচিত। করোসিভ, সারিমেন্টু বা পাক্লোরাইড, শারীর স্বাস্থ্য-বিধান గిని są nférfi (Perchloride of Mer cury) ১ ভাগ ১০ • ০ ভাগ জল - f5Rozi (Chinosol) و, ه ه چ لا ي Erstfez (Formalin) „ 8 o e কাৰ্ব্বলিক্‌ এসিড, (Carbolic Acia) , ২০উষ্ণ , লাইন্সল (Lysol) , Հ8 , ব্রচিং পাউডার বা ক্লোরাইড অব লাইম্‌ (Chloride of limc) , So , afĚs=[(Izal) * ,, bo " , পোট্টাসিয়ম্ পামাঙ্গনেট্‌ z} 之o 33 ফেনাইল (Phenyle) sy २० ,, fñfa (Cyllin) & २e , άτgfia (Creolin) „ R » এ স্থলে বলা কর্তব্য যে সাবান দিয়া কাপড় কাচিলে সাবানের মধ্যে যে ক্ষার-পদার্থ থাকে, তদ্বাবা সংক্রামক রোগের বীজ অনেক পরিমাণে ধ্বংস হইয়া যায়। বোগীব গৃহ বীজশূন্ত করিতে হইলে কতকগুলি বিশোধক ঔষধের ধূম তন্মধ্যে প্রয়োগ করা উচিত। যে প্রণালী মতে উহ! প্রয়োগ কবিতে হয়, তাহ সংক্ষেপে নিম্নে উল্লেখ করা গেল। গন্ধক — যে ঘরে ১০০ • কিউ বিকৃ ( ১ • × ১০ x ১০ ) যিটু স্থান থাকে, তাহার জন্ত দেড়সের গন্ধক পোড়াইবার প্রয়োজন হয়। গৃহটর দরজা, জানাল এবং যেখানে যে ছিদ্র আছে তাহা উত্তমরূপে বদ্ধ করিয়া গন্ধক তন্মধ্যে পোড়াইতে হইবে। CFf. (Chlorine)–-HF ICTবিশোধক গুণ, গন্ধকের ধূম অপেক্ষ অধিকতর