পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\Sil중NC) ৩৭শ বর্ষ ] মাঘ, ১৩২০ [ ১০ম সংখ্যা বাগদত্ত (84 ) হইয়াছে, এখানকার পাড়াপ্রতিবাসীদের সত্যর বিবাহ, বিবাহে সমারোহ যথেষ্ট তে কথাই নাই; এই প্রকাও দলটি হইল, কিন্তু সুখ হইল না । শিবনারায়ণ চেষ্টা করিয়াও মানসিক গ্লানির হস্ত হইতে মুক্ত হইতে পারিলেন না । কমলার প্রত্যেক স্মৃতিটি আগুনের অক্ষরে ফুটিয়া উঠিয়৷ করুণাময়ীকেও যেন পোড়াইতে লাগিল, সকল উদ্যোগ আয়োজন যেন শোভাহীন নিরানন্দ ঠেকিতে লাগিল ; কেবলই মনে হইতেছিল, কাহাকে না আনিয়া এ কাহাকে আন হইতেছে ? গভীর নিশ্বাস উঠিতে বসিতে বুকের মধ্য হইতে যন্ত্রণকাতরধ্বনি করিয়া বলিতেছিল “মা কমল ! আমার এ’কি করে গেলি মা! আমায় এ কি শাস্তি দিতে এসেছিলি ?” কিন্তু যাহার জন্ত এ পরিবারেব সকলে অমুখী তাহার আজ সুখের সীমা নাই, সে আজ যেন দশটা হইয়া খাটিতেছে । যেখানের যত চাষাভূষা, দরিদ্র, আতুর আজ সে তাহাদের সকলেরই অভিভাবক। কলিকাতা হইতে নৈশবিদ্যালয়ের ছাত্রগণ আসিয়াছে, পায়রা-ডাঙ্গার ছেলেগুলা জড় থাইতেছে যত খাটিতেছেও ততোধিক । মনীশের একটি অঙ্গুলি হেলনে ইহার বোধ হয় আগুনে জলে ঝাপ দিতেও এতটুকু কুষ্ঠিত হয় না। সকলেই কত বিষয়ে তাহার কাছে ঋণী তাহার ঠিক নাই। বিবাহের বরটিও কোমর বাধিয়া সকলের পরিচর্য্যায় লাগিয়া গিয়াছিল। কেহ তামাসা বিদ্রুপ করিলে বলিতেছিল, কি করব, দাদা খাটবেন, আর আমি বসে থাকবে ?” দাদার সুখ দুঃখে এখন সত্য নিজের সকল সুখদুঃখ নিমজ্জন করিয়াছে, নদী আসিয়া পারাবারে মিলিয়াছে। এ বিবাহে ব্ৰাহ্মণ সজ্জন অনাথ অতিথের উপর যতটা খবর করা হইল, বাহিক ধুমধাম ততটা কিছুষ্ট হইল না। গাত্র হরিদ্র হইয়া গেল, বরাতুগমনের সকল উদ্যোগ প্রস্তুত, রাত্রিশেষে নানিমুখ, —সহসা অপরাঙ্কুে নন্দকিশোর বাবু আসিয়া উপস্থিত হইলেন । তাহার লজ্জ-কুষ্ঠিত মুখে ঘোর অপরাধ স্থচিত হইতেছিল, আদর