পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ما وه چه প্রবল। ১ ভাগ ব্রীচিং পাউডার (Chloride of lime ১০০ ভাগ জলের সহিত মিশাইয়। চুণ ফিবাইবার মত ঘরের দেওয়ালের সর্বত্র লাগাষ্টয়া দিলে বায়ু:সাহায্যে উহা হইতে ক্লোরিণ, গ্যাস্ অল্পে অল্পে উত্থিত হইয়া গৃহস্থিত বোগের বীজ নষ্ট কবে । ক্লোরিণ, অধিক পরিমাণে উৎপন্ন কবিতে হইলে বেশী পবিমাণ ব্লচিং পাউডার বদ্ধ গৃহমধ্যে এনামেলেব পাত্রে রাপিয়া তন্মধ্যে জলমিশ্রিত হাইড্রোক্লোবিক এসিড ঢালিয়া দিলেই ক্লোবিণ গ্যাস উদগত হইবে। ক্লোবিণ দ্বারা স্থতাব কাপড়ের কোন অনিষ্ট হয় না, তবে গবম কাপড় বা রেশমেব কাপড় নষ্ট হইয়া যাইবাব সম্ভাবন । ফৰ্ম্মাল্ডিহাইড, (Formaldehyde) — ফৰ্ম্মালিন নামক বিশোধক ঔষধেব ভারতী কাৰ্ত্তিক, ১৩২০ চাক্তি (Tablets) বিক্রীত হইয় থাকে। এই চাক্তিগুলি পাত্র বিশেষে রাখিয়া অল্প উত্তাপ প্রয়োগ করিলেই উহা হইতে ফৰ্ম্মন্ডিহাইড গ্যাস উৎপন্ন হইবে এবং উহা দ্বারা গৃহের ও গৃহসজ্জার সংক্রামকতা-দোষ একেবারে বিনষ্ট হইয়া যাইবে । পাম্মাঙ্গনেট্‌ অব পটাস গুড়া কবিয়া তদুপবি ফৰ্ম্মালিন ঢালিয়া দিলেও এই গ্যাস উৎপন্ন হয়। ফৰ্ম্মালিন একটা উৎকৃষ্ট বিশোধক ঔষধ; ইহার ব্যবহারে কাপড় নষ্ট হয় না অথচ বোগেব বীজ সম্পূর্ণরূপে ধবংস হইয়া যায় । ঘবে চুন ফিবাষ্টয়া দিলে সংক্রামকতা-দোম অনেক পবিমাণে নিবাবিত হয় । ( ক্রমশ: ) ঐচুনীলাল বসু । কাশ-আন্দোলনে ( A rthur Symons ) কাশেব চামর কাপে ওঠে দীর্ঘশ্বাস— ধূসর সরসী আব শুাম তট হতে, দীর্ঘ তৃণ আন্দোলিয়া সমুদ্র বাতাস তুলিছে হুতাশ শৈলে দূর সিন্ধু পথে ! কাশের চামরে কাপে বিলাপ বেদন অনেক দিবস বাহি, বহু রাত্রি ধরে, মরাল মানস-গামী চলেছে উন্মনা নীলকণ্ঠ আৰ্ত্ত গাহি ওঠে আর পড়ে ! কাশের চামর দোলে বিহবল ব্যথায় কত রাত্রি কত দীর্ঘ আকুল দিবসে, জর ভুলে গেছি মৃত্যু মনে নাহি হায়, যৌবন প্রেমের ক্ষয় মনে নাহি পশে । কাশের চামর শ্বসি’ ওঠে বার বার, তপ্ত মধ্য দিনে আর স্নিগ্ধ গোধূলিতে, সে কোন বিস্মৃত স্বপ্ন আজিকে আবার জাগিয়া ব্যাকুল হৃদে কি চাহে বলিতে ? কাশেব চামর কহে শ্রান্ত মরমরে, হায় ব্যর্থ জীবনের বিফল স্বপন, লুপ্ত শান্তি, স্মৃতি যার পড়েছিল বরে এ বুকে ফিরিতে সেকি করেছি রোদন ! ge ঐপ্রিয়ম্বদা দেবী।