পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

A obre জানিতেও পারিবে না। সকাল হইতে না হইতেই শক্রদলের গোলাবৃষ্টিতে ইংরাজ সৈন্তের স্বপ্নভঙ্গ হইল, সন্ধ্যার সময় সে সৈন্ত অনেক কষ্টে বড়গাম পৌছে। পরদিন প্রভাত হইতে তাহদের উপর পুনৰ্ব্বার গোলাবর্ষণ হইতে লাগিল—অবশেষে ব্ৰিটিষ সেন হার মানিয়া সন্ধির প্রস্তাবে সন্মত হইল। ইংরাজ দের এমন হীর আর কখন হয় নাই । মারাঠারা যাহা চাহিলেন তাহ পাইলেন, ইংরাজেরা সালসেট প্রভৃতি র্তাহীদের কতকগুলি অধিকৃত প্রদেশ ফিরিয়া দিতে স্বীকৃত হইলেন। সিন্দের ভোগে ভরুচ অপর্ণ এবং তাহার অনুচরবর্গের মধ্যে প্রচুর অর্থ বিতরণে র্তাহার মনস্তুষ্টি সাধিত হইল । ইংরাজদের দর্প চূর্ণ।—এই কলঙ্কপূর্ণ বড়গাম সন্ধি বোম্বাই গবর্ণমেণ্ট অমুমোদন করিলেন না । সুপ্রীম গবর্ণমেণ্ট অন্ততর প্রস্তাব করিয়া পাঠাইলেন তাহ মারাঠীদের অগ্রহ হইল । পুনৰ্ব্বার যুদ্ধারম্ভ। জেনেরল গডার্ড এই সঙ্কটে জেনেরল গডার্ড বম্বে সৈন্তের সাহায্যে আগমন করেন। তিনি তখন বনেদলখণ্ডে ছিলেন। তথা হইতে বিশ-দিনের মধ্যে একেবারে ৩০০ মাইল কুচ করিয়া সুরাটে আসিয়া পৌছিলেন। প্রথমে গুজরাট, পরে কোঙ্কন তাহার রণক্ষেত্র । ১৭৮০ সালে তিনি মারাঠীদের উপর জয়লাভ করিয়া বালীন অধিকার করেন । হাইদর আলি এই সময়ে হাইদর আলির কর্ণাটক আক্রমণ সংবাদ বম্বে পৌঁছে, হাইদর দমনে ভারতী মাঘ, ১৩২৪ ইংরাজদের সমুদয় বল প্রয়োগ করা চাই, মারাঠীদের সঙ্গে বিবাদভঞ্জন তখন প্রয়োজন। সেনাপতির প্রতি মারাঠিদের সহিত সন্ধি বন্ধনের অনুমতি হইল। মনোমত কার্য্যোদ্ধার করিতে হইলে পেশওয়াকে ভয় দেখান আবগুক এই বিবেচনায় গডার্ড সৈন্ত সামস্ত লইয়া বরঘাটের অভিমুখে যাত্র করিলেন । আপনি ঘাটের নীচে অবস্থিতি করিয়া সেনা উপরে খণ্ডালায় প্রেরণ করিলেন। মারাঠীরা তাহার দুৰ্ব্বলতা বুঝিয়া বোম্বাই ও গডার্ড সৈন্তের মাঝখানে ঝুকিয় পড়িল । পলায়ন শ্রেয় বিবেচনায় গডার্ড ফিরিয়া যাইতে কৃতনিশ্চয় হইলেন। বরং অল্প সৈন্ত লইয়া সম্মুখ যুদ্ধজয়ের সম্ভাবনা কিন্তু মারাঠীদের কাছে পিছন ফিরিলে আর রক্ষা নাই। গডার্ড তাহাই ঠেকিয়া শিথিলেন। এই প্রত্যাবর্তনে ব্ৰিটিষ সৈন্তের সমুহ ক্ষতি । দেশী য়ুরোপীয় সৰ্ব্বশুদ্ধ ৪৬১ সেনা হত— কণমান ও অস্তান্ত জিনিসপত্র শক্র হস্তে পতিত हड्रेल । এক দল সালবাই সন্ধি এই দুই হারের পর সালবাই সন্ধি। এই সন্ধিমার্গে ইংরাজ মারাঠীদের মধ্যে দেশের আদান প্রদান হইল। ইংরাজের রাঘোবার পক্ষ পরিত্যাগ করিলেন- তিনি অতঃপর পেন্সনভোগী হইয়া গোদাবরীতীরে কালাতিপাত করিতে লাগিলেন। তন্ত য়ুরোপীয় জাতির সহিত মিত্রত বন্ধন করিবেন না, পেশওয়া এইরূপ বচন দিলেন । . এই সন্ধি করিয়া ইংরাজের হাইদরের বিপক্ষে অবাধে অস্ত্রচালনা করিবার সুযোগ পাইলেন।