পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, দশম সংখ্যা পুণার রেসিডেন্ট সার জন ম্যালেট ১৭৭৫ সালে ম্যালেট সাহেব ব্রিটিষ বেসিডেণ্ট হইয়া পুণার প্রবেশ করেন ও কয়েক বৎসর দক্ষ তার সহিত দৌত্যকাৰ্য্য নিৰ্ব্বাহ করেন । “ছুচ হইয়া প্রবেশ ফাল হইয়া বাহির হওয়া” ইংরাজ নয়-কৌশলের এই যে পরিণতি, পুণার ভাগ্যে তাহাই ঘটিল । উত্তর হিন্দুস্থানে কিয়ৎপরিমাণে শান্তি শৃঙ্খলা স্থাপনানন্তর মহাদাজী সিন্দে দক্ষিণভিমুখে প্রস্থান করিলেন। ১৭৯২ সালে তিনি পেশওয়ার হস্তে দিল্লীশ্বর-প্রদত্ত নুতন পদমর্য্যাদা প্রদান উপলক্ষে পুণায় পদার্পণ করেন। তখন পেশওয়া সওয়াই মাধবরাও । র্তাহার অভিষেক ক্রিয়া মহাসমারোহে সম্পন্ন হয়। পুণায় এমন ধুমধাম আর কখনো হয় নাই। প্রথমে পেশওয়ার উজীর” পদবী গ্রহণ ৷ উৎসবের জন্ত সারি সারি তামু পড়িয়াছে। প্রান্তবৰ্ত্তী তাম্বুতে এক স্বর্ণ সিংহাসন প্রস্তুত, তৎসমীপে বাদসাহী সনন্দ, বসন ভূষণ উপহার সামগ্ৰী সকল বিরচিত। পেশওয়া সিংহাসনেব সমক্ষে দাড়াইয়া তিনবার সেলাম করিয়া শতৈক স্বর্ণ মোহর নজরাণ দিয়া বামপার্থে উপবিষ্ট হইলেন। পরে বাদসাহী পরওয়ানা পঠিত হইল। ইহার শেষ ভাগে হিন্দুস্থানে গোহত্য নিষেধস্থচক অনুজ্ঞা ছিল তাহা শ্রবণ মাত্র সভাসদুজনের উল্লাসের আর সীমা রহিল না। তৎপরে আড়ালে গিয়া অভিষেক বসন ভূষণ সাজ সজ্জা করিয়া দরবারে পেশওয়ার পুনঃ প্রবেশ, সভ্যস্থ সর্দারের আমার বোম্বাই প্রবাস “বাদসাহী । পেশওয়া মাধব রাও অভিবাদন ও দস্তুর মত নজৰদান । অনন্তৱ . তিনি দিল্লীশ্বর প্রেবিত অশ্ব, রথ, গজ, ঢাল, তলবার, বসন, ভূষণ, চামব, নিশান প্রভৃতি বিবিধ উপহার সামগ্রী গ্রহণ করিলেন । সভাভঙ্গ করিয়া পেশাওয়া যথম সহরে প্রবেশ করেন, তখন সমস্ত পথ লোকে লোকারণ্য, বাদ্যধ্বনি, তোপধ্বনি, পেীরজনের জয়ধ্বনি মিলিত হইয় যে কি গগনভেদী গভীর নাম্ব সমুথিত হইল তাহ বর্ণনাতীত। প্রাসাদে গিয়া উজীরের প্রতিনিধি পদে সিন্দের বরণ । এই প্রসঙ্গে সিন্দিয়ার বিনয় অভিনয় অতীব কৌতুকজনক । পত্রিমিত্র সভাসদ সমস্ত লোকে তাহার সম্মানার্গে যেমন ব্যগ্র, সিন্দিয় নিজ পদলাঘব বজায় রাখিতে