পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিনেমেীয়া কুণ্ড দেশটা তখন ছিল মেয়োরীদের । উমুকেরীয় ছিলেন দেশের রাজা । রাজকন্ত হিনেমোয়া খুব সুন্দরী । পৃথিবীর নন্দন কানন—নিউজিলাণ্ডের চারিদিকে র্তার রূপের খ্যাতি ছড়িয়ে পড়েছিল । অনেক রাজপুত্র তাকে বিয়ে করবার জন্ত উৎসুক হয়েছিলেন ; হইলে কি হয় কানঠাকুর পুষ্পশর নিজের তুণ থেকে বাহির করেন নাই । রাজকুমারী বয়স্থ দেখে রাজা অধিক দিন চুপ করে থাকতে পারলেন না, ভাল দিন দেখে রাজবাড়িতে স্বয়ম্বর সভা ডাকা হোল । দেশ দেশান্তরের অনেক রাজকুমার অদৃষ্ট পরীক্ষার জন্ত রাজাব দেশে রটেরিয়াহ্রদের তীরে ছাউনি পাতলেন। তাদের দামী পোষাক পরিচ্ছদ ও লোকলস্করে হ্রদের কিনার আলোকিত হয়ে উঠলে । বাছা বাছা উপঢৌকন সামগ্ৰী আগে থেকেই রাজকন্তকে পাঠান হ’তে লাগল। আজ রাজকন্ত স্বয়ম্বর হবেন । সে দেশের রীতি অমুল্লায়ী যিনি নাচের কায়দায় সকলকে পরাজয় করবেন, সুন্দরী লাভ তারই ভাগ্যে ঘটবে। নীচের নাম হাক,—যুবক যুবতীর এক সঙ্গে হাতে হাত ধরে নাচ গান করে থাকেন । হাকার হাসি ঠাট্ট আমোদ ইসার ইত্যাদির মধ্যে অনেকেই ভবিষ্য জীবনের সার্থী বেছে লন । এটা দেশের প্রথা ; এখানে তার কোন ব্যতিক্রম হয় নাই । ( २ ) রটোরুয়া হ্রদের মাঝখানে মোকোইয়া দ্বীপ। সেখানকার রাজা হোয়াকেযুবর পুত্র টুটেনিকাইও স্বয়ম্বর সভায় উপস্থিত ছিলেন। টুটেনিকাইএর মাতা খুব বড় ঘরের মেয়ে ছিলেন না, সেই জন্ত রাজপুত্র হিনেমোয়ার হস্ত প্রার্থনা করতে সাহস পানু নাই। তবে তিনি গোপনে ভূত্য টিকির সঙ্গে অনেক দিন থেকে হাক তালিম দিয়ে খুব পাকা হয়েছিলেন । নাচ গান অfরম্ভ হ’ল, দূরস্থিত পাহাড় গুলি তার প্রতিধ্বনিতে জেগে উঠল ; গ্রামবাসীর রাজ কুমারীকে সামনে রেখে নীচের প্রত্যেক তালে তালে আমোদ পেতে লাগলেন ; এমন সময় হঠাৎ টুটেনিকাই সঙ্গীদিগকে দূরে ফেলে একেবারে হিনেমোয়ার কাছে এসে এধার থেকে ওধারে ঘুরে নাচতে লাগলেন । দেখাদেখি অনেকে সেই রকম ক’রে নচলেও কেহই তাকে পরাস্ত করতে পাবলেন না । অজানিত ভাবে হিনোমোয়ার গৰ্ব্বিত হৃদয় বিনা পণে টুটেনিকাইয়ের কাছে বিকিয়ে গেল । নাচ শেষ হলে রাজকুমারের সকলেই মনে করতে লাগলেন তিনিই হিনেমোয়ার হৃদয় অধিকার করেছেন । ইতিমধ্যে দেশের নিয়ম অনুযায়ী হিনেমোয় দাসীকে টিকির কাছে পাঠিয়ে বলে দিলেন, যেন তার প্রভু গোপনে রাজকুমারীর সঙ্গে দেখা করেন । আমোদ প্রমোদ ফুরিয়ে গেল ; অতিথির বিদায় নিয়ে নিজের নিজের ঘরে ফিরে গেলেন । 始 ( 9 ) দু’জনে দেখা হ’ল, দুটা প্রাণ পরস্পরের