পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

۰۰«د দ্বাদশ পরিচ্ছেদ > যখন ঘুম ভাঙ্গিল তখন বেল প্রায় ৮ট । কক্ষ মধ্যে সুৰ্য্যের যে সুবর্ণ রশ্মি আসিয়া পড়িয়াছিল সেই ঝিলমিলে রোদে গত রজনীর ভয়ঙ্কর ঘটনাগুলি যেন দুরস্কৃত স্বপ্নের মতই ভােলাভাস মনে পড়িতেছিল। কিছুক্ষণ পূৰ্ব্বে যে প্রবল বাতাস আমাদের গৃহের ভিত্তিগুলা পৰ্য্যন্ত নড়াইয়া দিতেছিল--সেই বাতাসই এখন আইডিললতার সবুজ পাতার ভিতর দিয়া মৃদ্ধ মধুর গান গাহিতে গাহিতে বহিয়া চলিয়াছে । এ যেন আরব্য রজনীর স্বল্পকথার মতই অবিশ্বাস্ত ! প্রকৃতিরাণী তাহার আকস্মিক ক্রোধোপশমে অনুতপ্ত লজ্জায় যেন কুষ্ঠিত হইয়াই এখন অম্লান স্বৰ্য্যকরে, মৃদ্ধ বাতাসে গত রজনীর ক্ষতিপূর্ণ করিয়া দিতেছিলেন। বাগানে সলিলধেীত গাঢ় সবুজ বর্ণের পাতার ভিতর লুকাইয়া কলকণ্ঠ বিহঙ্গেরাও সেই কথারই পুনরাবৃত্তি করিতেছিল। নাইটিংগেলের মিষ্টস্কর হারমোনিয়মের মতই সুমধুর। মেঘাস্ত প্রভাতের কোমল আলোকে গত রজনীর শারীরিক ও মানসিক অবসাদ ভুলাইয়া দিয়া প্রাণে একটি মধুর প্রসন্নতা জাগাইয়৷ তুলিল । আমি যখন হলঘরে প্রবেশ করিলাম তখন রাঞ্জির বিশ্রামের পর জলমগ্ন নাবিকেরা সকলে একত্র হইয়াছে। আমাকে দেখিয়া তাহীদের ভিতর জাননা ও কৃতজ্ঞতা প্রকাশের ধূম পড়িয় গেল। বাবা কহিলেন তিনি গাড়ীর বন্মোবস্ত করিয়াছেন–র্তাহারী উইগটাউন ভারতী মাঘ, ১৩২০ সহরে গিয়া সন্ধ্যার ট্রেণে গ্লাসগো বাইতে পরিবেন। পথে যাহাতে র্ত্যহাদের আহারের ক্লেশ না হয়—সে জন্ত বাবা প্রত্যেক নাবিকের জন্ত প্রচুর খাদ্য সামগ্রীর বন্দোবস্ত করিয়া দিলেন। কাপ্তেন মেডোজ কর্তৃপক্ষদের তরফ হইতে যথেষ্ট ধন্যবাদ প্রদান করিলেন, এবং আমরা তাহীদের সহিত যেরূপ সদব্যবহার করিয়াছিলাম সেই কথার পুনঃপুনঃ উল্লেখে তিনি ও র্তাহার নাবিকের আমাদের ললাট হইতে কর্ণমূল পৰ্য্যস্ত লজ্জার রাগে রাঙাইয়া তুলিলেন । পাতরাশের পর কাপ্তেনের সহিত সহকারী কাপ্তেন ও আমি একবার সমুদ্রতীরে গমন করিলাম । শোচনীয় ঘটনা স্থলটির শেষ চিন্তু একবার দেখিয়া যাইবার জন্য কাপ্তেনের ইচ্ছা হইয়াছিল । সমুদ্র বক্ষ তখনও থাকিয়া থাকিয় যেন অভিমানী নায়িকার মৰ্ম্ম বেদনার মত ফুলিয়া ফুলিয়া উঠিতেছিল। সমুদ্র গর্জন মন্দীভূত ! তীরস্থ পৰ্ব্বত গাত্রে ঢেউগুলি কাদিয়া কাদিয়া আছাড় খাইতেছিল, সে শব্দ বড় মৃদ্ধ, বড় করুণ রাগিণীপূর্ণ। গত রজনীর বিশ্ব-সংহারোদ্যত ভাবের চিকু টুকুও নাই। দিগন্তব্যাপী সুনীল বীচিমালা ফেনপুঞ্জের কিরীট ধারণ করিয়া ধীরে গম্ভীরে তালে তালে সমুদ্র বেলায় আহত হইয় ফিরিষ্টেছিল। বেল ভূমের অনতি দূরে-তরঙ্গের আঘাতে আঘাতে জাহাজের বড় মাস্তুলটা ভাসিতেছে। স্থানে স্থানে ধীবর ও কৃষকের ভগ্নখণ্ড সকল সংগ্ৰহ করিয়া স্তুপাকৃতি করিয়াছে। জাহাজখানি যেখানে জলমগ্ন হইয়াছিল ঠিক সেইখানে সমুদ্রের উপর দুইটা গাংচিল পাখী ঝাড়িয়া উড়িয়া বেড়াইতে