পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$ly * लांब्रठी মাঘ, ১৩২০ করিয়া রাখিয়াছেন সে প্রেম কি তাহার তাহার মনে হইল আজ যে পবিত্র দেব অনভিপ্রেত হইতে পারে। মন্দিরের দ্বার অবধি গিয়া পৌছিয়াছিলেন কর্তব্যবিমূঢ় লজ্জিত পুরোহিত তখনি তাহার ভিতরে তাঙ্গর প্রবেশাধিকার নাই । সে স্থান হইতে ছুটিয়া পলায়ন করিলেন! শ্ৰীহরপ্রসাদ বন্দোপাধ্যায় । حتی گ > জর্মানসম্রাট কেইসার উইলহেল্ম (সম্রাটের কোন বিশিষ্ট বন্ধুর রচনা হইতে সঙ্কলিত ) পরলোকগত মাকু য়েস সেলিসবারি কথা প্রসঙ্গে একদা কেইসারকে জগতের মধ্যে একজন শ্রেষ্ঠ অবিবেচক বলিয়াছিলেন। এরূপ নিরপেক্ষ ভাবে একজনের প্রতি ব্যক্তিগত মতের অভিব্যক্তি করা সহজ বটে, অনেকেই বোধ হয় বিন! আয়াসে এ দৃষ্টাস্তের অমুসরণ করিতে পারেন, কিন্তু তাহদের সঙ্গে সঙ্গে ভাবিয়া দেখা উচিত প্রত্যেক লোকেরই সাধারণতঃ দুষ্টট প্রকৃতি বর্তমান । যাহ। সাধারণের পবিজ্ঞাত তাeাই কোন ব্যক্তির স্ব ভাবের বাহাভিব্যক্তি ; আর যাহা গুপ্তভাবে পরোক্ষে তাহদের অজ্ঞাত থাকিয়, ঐ ব্যক্তির পরিবারিক ব্যক্তিবর্গ ও কর্তব্যনিচয়ের প্রতি আবদ্ধ থাকে, উহাই তাহার আভ্যন্তরীন চরিত্রের দ্বিতীয় বিকাশ বলিয়া ধরা য়ায়। কাজেই কাহারও সম্বন্ধে ব্যক্তিগত মত প্রচার করিতে হইলে, চরিত্রের উভয় । দিকই আলোচনা করা দরকার। ; জৰ্ম্মান সম্রাট কেইসারের চরিত্র অধ্যয়ন করিবার স্বযোগ যাহারা প্রাপ্ত হইয়াছেন, . . . % কেবল র্তাহারাই বলিতে १ftबन, अशीतःिa L=ञ्ापारप्रागग्रन्राकराप्रायय মধ্যে কোনখানে কতটুকু ভাল বা কতটুকু মন্দ জৰ্ম্মানসম্রাট কেইসার উইলহেলম্