পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: 8 হরেক রকমের পোষাক ঝুলান রহিয়াছে, তাছার ইয়ত্ত করা কষ্টসাধ্য। পৃথিবীতে এত অধিক ফ্যাসানের পরিচ্ছদের আধিক্য কোনও রাজার ভাণ্ডার উজ্জল করিয়াছে বলিয়া শুনা যায় না। নুতন কাৰ্য্যা রম্ভের সঙ্গে সঙ্গেই পুরাতন পরিচ্ছদ পরিবর্তিত হয়, এইরূপে দিনমানেই কত পোষাক যে তিনি পরেন আর ছাড়েন তাহা বলা যায়ু না | ব্রাকেটের হাণ্ডলের অগ্রভাগে এমন করিয়া পোষাকগুলিকে আটকাইয় রাখা হয় যেন টান দিলেই অনতিবিলম্বে খসিয়া আসে । একমুহূৰ্ত্ত খুলিতে বিলম্ব হইলেই সৰ্ব্বনাশ ! বিরক্তির দিকট ছায় তাহার মুখে চোখে ফুটিয় উঠে। এ সম্বন্ধে তাহার কোনও অন্তরঙ্গ বন্ধু প্রশ্ন করায় তিনি উত্তর করিয়াছেন—“পোষাকের মৌলিকত্ব মনের সঙ্গে এক যোগে কাজ করে । তা’ বুঝি জান না ?” কলাবিদ্যা সম্রাটের অতি প্লিয় বস্তু। সমুদ্র ভ্রমণে নির্গত হইলে তাঙ্কণর অধিকাংশ সময় শোভা সন্দর্শনে কাটিয়া যায়। সমুদ্রের কোনখানে কি আলোকের কিরূপ রং, কোল্‌খানে জলমগ্ন শৈলের অস্পষ্ট ছায়া, এই সব খুটিনাটি উপকরণ ইঙ্গিতে সংগৃহীত হইলে ছবি আঁকিতে বসিয়া যান । বাকিংহাম রাজপ্রাসাদে তৎকর্তৃক অঙ্কিত অনেক ছবি আছে যাহা নাকি সম্রাট নিজের জন্ত একখানি পর্য্যন্ত না রাখিয়া মাতুলপুত্রকে উপহার দিয়াছিলেন । বিনিময়ে বার্লিন রাজপ্রসাদের পাঠাগারে ইংলণ্ডের অনেক মুরম্য স্থানের ফটো সংযুক্ত রহিয়াছে। বর্তমান ভারত সম্রাটের অভিষেক উৎসবে ভারতী মাঘ, ১৩২০ গৃহীত অনেক ফটোগ্রাফই জাৰ্ম্মান সম্রাটকে উপহার দেওয়া হুইয়াছে। মাননীয় ফোটেস্কু 2ēlē HK erffff5 “Visit to India” নামক সুলিখিত গ্রন্থে পাঠকেরা সেই সমুদয় ফটোর একত্র সমাবেশ দেখিতে পাবেন । কলাবিদ্যাকে জাৰ্ম্মানসম্রাট ক্রীড়ার সামিল করিয়া লইয়াছেন । শীকার করি তেও তিনি খুব ভালবাসেন । এতদ্ভিন্ন অন্তবিধ খেলা জড়তার সাহায্যকারক বলিয়া বাল্যকাল হইতেই ইহাদের ত্যাগ করিয়া আসিতেছেন । পুস্তক পাঠে তার অনেক সময় কাটিয়া যায় । কেবল যে এক বিষয়ের আলোচনায় ব্যাপৃত থাকেন এমন নছে ; পরস্তু প্রধান দেশ সমুহের সাহিত্য, দর্শন ও ইতিহাসমূলক নানাবিধ গ্রন্থ পাঠ করিয়া থাকেন । বক্তব্য বিষয় যতই কেন জটিল হউক না, গ্রন্থের মূল উদ্দেগুটী সম্রাটের বুঝিতে বাকী থাকে ন। বিগত বর্ষের প্রারম্ভেই চিকিৎসা বিষয়ক গ্রন্থপাঠ তাহার এক রূপ শেষ হইয়াছে। এইরূপে পৃথিবীতে যখন যে কোন অভিনব পুস্তকের স্বষ্টি হয়, গভীর তত্ত্বদশিতার সহিত পাঠ করিয়া সম্রাট উহার সারমর্মু অ{য়ত্ত করিয়া ফেলেন । পূৰ্ব্বোল্লিখিত পাঠাগারে এক একটা স্বতন্ত্র পুস্তকালয় স্থাপিত আছে, ইহাদের মধ্যে কত প্রাচীনতম পুস্তক জরাজীর্ণ ভাবে সাক্ষ্য স্বরূপ পড়িয়া রহিয়াছে ;–এই সব প্রাচীন পুস্তক কোন যুগের তাগই বা কে বলিবে ?—নব সংস্করণের যে সমুদয় পুস্তক পাঠাগারে স্তুপীকৃত e' श्हेब्र ज्ञश्ब्रिांप्छ्,