পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদিম জাতির সংখ্যাগণনা।* মানব মাত্রেই কিছু না কিছু গণনাশক্তির পরিচয় দিয়া থাকে। মানব সম্প্রদায়ের উচ্চস্তরে সুপ্রতিষ্ঠিত সুসভ্য জাতিদিগের গণনাশক্তি যেরূপ বিকশিত এবং গণনাকার্য্য যেরূপ বিস্তৃত অসভ্য বা আদিম জাতি দিগের সেরূপ নহে । এই শেষোক্ত জাতি দিগের গণনাশক্তি অনুশীলনার অভাবে একরূপ সুপ্তাবস্থায় অবস্থিত এবং তাহাদিগের গণনাও মাত্র দুইএকটি সংখ্যায় সীমাবদ্ধ। এই সকল অসভ্যজাতি যখন পরিমার্জিত বুদ্ধির প্রভাবে সভ্যতার উচ্চতর স্তরে অধিরোহণ করিতে থাকে এবং পারিপাশ্বিক অবস্থার পরিবর্তনে বিস্তৃত গণনার প্রয়োজন বোধ করে তখন তাহদের সুপ্ত গণনাশক্তি প্রবুদ্ধ ও বিকশিত হইয় উঠে। দক্ষিণ আমেরিকার চিকিট (Chiquita) জাতির শব্দকোষে সংখ্যাদ্যোতক কোন শব্দ আদেী নাই বলিলে অত্যুক্তি হয় না। ‘এক” এই সংখ্যা ব্যক্ত করিতে যে কথাটি ব্যবহৃত হইয়া থাকে অভিধানে তাহার অর্থ "একাকী’। ইহাদের গণনাশক্তি লুপ্তপ্রায় প্রতীয়মান হইলেও ইহার অস্তিত্ব সম্বন্ধে সন্দিহান হওয়া যায় না। এরূপ জাতিও বিরল নহে যাহারা মাত্র ২” পৰ্য্যন্ত গণিতে পারে। পৃথিবীর অনেক আদিমজাতির গণনার উৰ্দ্ধসংখ্যা মাত্র ১ । ংখ্যা প্রকাশের উপায়—ভাবপ্রকাশক শব্দের নাম ভাষা। এই ভাষা স্বষ্টির পূৰ্ব্বে সংখ্যা নানারূপ সাঙ্কেতিক উপায়ে ভাব ব্যক্ত হইত। আজও আমরা অনেক সময় নয়নে নয়নে বাৰ্ত্তাবিনিময় করিয়া থাকি। অনেকেই সময় বিশেষে “মরম-কথা নয়ন কোণে” কহিয়া থাকেন । আমরা দেখিতে পাই শিশু অঙ্গুলির সাহায্যে প্রথমে গণনা করিতে শিক্ষা করে । সেইরূপ জাতির শৈশবাবস্থাতেও আদিম জাতির অঙ্গুলি সঙ্কেতে গণনাকার্য্য সম্পন্ন করিয়া থাকে । আজও এস্কিমোজাতি, দক্ষিণ সামুদ্রিক দ্বীপপুঞ্জবাসীরা হস্তের দশ অঙ্গুলির সাহায্যে গণনা করিয়া থাকে। এই অঙ্গুলিসঙ্কেতে গণনা পূৰ্ব্বে সৰ্ব্বত্র প্রচলিত ছিল । এমন কি, ১০,০০০ সংখ্যা পর্যন্ত অঙ্গুলিগুলির নানা প্রকার সন্নিবেশে ব্যক্ত হইত। শুনিতে পাই চীনবাসীদিগের মধ্যে কিঞ্চিমন একলক্ষ পৰ্য্যন্ত গণনার জন্ত একপ্রকার অঙ্গুলিসঙ্কেতরীতি প্রচলিত আছে, এই সাঙ্কেতিক গণনার এতই প্রচলন যে অনেক সময় দেখিতে পাওয়া যায় যে আড়তদারের অন্তের অজ্ঞাতে কোন দ্রব্যের দর ব্যক্ত করিতে হইলে কাপড়ের মধ্যে হস্ত স্থাপন করিয়া পরস্পরের অঙ্গুলি স্পর্শ করিয়া থাকে। এই অঙ্গুলি সাহায্যে গণনা মানবের এমনই মজ্জাগত হইয়া গিয়াছে যে সুসভ্য জাতিরাও এখনও অনেক সময় অঙ্গুলি পর্কে গণনাসাধন করিয়া থাকে । হিসাব রক্ষার উপায়। এই আদিম

  • Pr revi L. Conant রচিত একটি প্রবন্ধ অবলম্বনে লিখিত্ব। •