পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৩৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, দশম সংখ্যা জাতির হিসাব রক্ষার জন্ত নানা উপায় অবলম্বন করিয়া থাকে, কখন বা উপলখণ্ডের সাহাযো, কখন বা কড়ির সহায়ে, কখন বা ধান্তমুষ্টির দ্বারা, কখন বা ক্ষুদ্র ক্ষুদ্ৰ কাষ্ঠখণ্ডের সাহায্যে হিসাব রাখিয়া থাকে। আজও অশিক্ষিত লোকের মধ্যে আমাদের দেশে নানা উপায় প্রচলিত আছে। এখনও অনেক পল্লীগ্রামে দেখিতে পাওয়া যায় যে গোপরমণীগণ গৃহস্থকে দৈনিক নির্দিষ্ট পরিমাণে দুগ্ধ দিয়া গৃহস্থের বাটীর দেওয়ালে প্রত্যহ একটি করিয়া গোবরের টিপ দিয়া রাখে। মাসান্তে এই গোবরের টিপের সাহায্যে হিসাব বুঝিয়া লয় । আজও অনেক স্থানে দেখা যায় যে তৈলকার প্রত্যহ তৈল “রোজান” দিয়া একটি কাটিতে দাগ কাটিয়া রাখে । 够 গণনার উৰ্দ্ধসীমা । যাহার প্রত্নতত্ত্বের সুবিশাল ক্ষেত্রে হলচালনা করিয়া থাকেন র্তাহাদের হলাগ্রভাগে উখিত নুতন নুতন তথ্য হইতে যে সকল অসভ্য ও আদিম জাতির সংখ্যা গণনার উৰ্দ্ধসীমা জানিতে পারা গিয়াছে তাহা নিম্নে লিপিবদ্ধ করিলাম। সাধারণতঃ দেখিতে পাওয়া যায় যে হস্তাঙ্গুলির সংখ্যা নিদর্শনে অনেক জাতিই ১৯ পর্য্যন্ত গণিতে পারে। কিন্তু এমন অনেক অসভ্য জাতি আছে যাহারা ২, ৩, বা ৪ সংখ্যার অধিক গণনা করিতে পারে না। বোটোকুডো জাতির ‘’এক’ এর বেশী আর সংখ্যা নাই। *২” প্রকাশ করিতে তাহারা ‘উরাহু বলিয়া আদিম জাতির সংখ্যাগণন ১১২৭ থাকে—যাহার অর্থ ‘অনেক’। পুরি এবং ওয়াচান্দা জাতির ‘২” পৰ্য্যস্ত নির্দিষ্ট সংখ্যা আছে। পুরি জাতি ‘পৃকা ( অনেক ) এই কথার দ্বারা এবং ওয়াচান্দিঞ্জাতি ২, ১ দ্বার ংখ্যা ব্যক্ত করে । (১) আন্দামনবাসীদিগের মাত্র দুইট সংখ্যাবাচক শব্দ আছে কিন্তু তাহারা অঙ্গুলি সাহায্যে ১০ পৰ্য্যন্ত গণিতে পারে। ‘সকল অর্থবোধক শব্দ দ্বারা তাহারা "১০" সংখ্যা ব্যক্ত করিয়া থাকে। বুশম্যানদিগেরও গণনার দৌড় ঐ পর্য্যন্ত । ইহারা ‘২’ এর বেশী কোন ংখ্যা প্রকাশ করিতে হইলে অনেক’ অর্থ বোধক শব্দ ব্যবহার করে । সিংহলের ভেদগণ (Veddas) এইরূপে গণনা করিয়া থাকে যথা –একামাই-২, দেক্কামাই--২ এবং তদৃদ্ধ কোম সংখ্যা ব্যক্ত করিতে হইলে ‘ওতামিকাই’—অর্থাৎ ‘আর এক বেশী’ এই কথা পুনঃ পুনঃ উচ্চারণ করিয়া থাকে। (২) পূৰ্ব্বোল্লিখিত জাতিগুলির গণনার উৰ্দ্ধসীমা ২। আবার অনেক অসভ্য জাতি আছে যাহারা মাত্র তিন পৰ্য্যন্ত গণিতে পারে । নব হল্যাণ্ডবাসীদিগের তিনের অধিক সংখ্যা নাই। (৩) দক্ষিণ আফ্রিকার দামারা জাতি মাত্র তিন পর্য্যন্ত গণিতে পারে। গণ্টন সাহেব এইরূপ একজন দামায়ার বিষয় বর্ণমা করিয়াছেন। একজন দামারা দুইটি মেষ বিক্রয় করে, প্রত্যেকটির মূল্য ২ গোছ তামাক । ২ট মেষের মূল্যস্বরূপ তাহাকে ۶نى ه (3) Tylor : Primitive Culture, (*) Dechamp's L'Anthropologie, 1891. (e) Tylor : Primitive Culture,