পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ys&a' থাকে ; মন্ত্রাস্ত পরিবারে কন্যাপণের প্রচলন নাই । এই সময়ে কহু তুলিয়া আনা হইবে, কি বরকে তুলিয়া নিয়া বিবাহ দেওয়া বাইরে, এই প্রস্তাব উপস্থিত হয়। বর তুলিয়া নিয়া বিবাহে বরপক্ষীয়ের খরচ অবস্ত অল্প, কিন্তু ইহার তেমন প্রচলন নাই । 舉 箏 穆 উভয় পক্ষের সন্তোষজনক মীমাংসা সম্পাদিত হইলে, শুভদিন ধাৰ্য্য হইয়া যায়। ফসলের কার্য্য হইতে অবসর কালই বিবাহের প্রশস্ত সময় ; এই নিমিত্ত সচরাচর মাঘ ফাল্গুন মাসেই দিন নির্দিষ্ট হইয়া থাকে। 一 。事 - 豪 藥 কথাবার্তা সাব্যস্ত হইবার পর কোন কোন বরের পিতা ভাবী পুত্রবধুকে একটি অঙ্গুরীয়ক উপহার দিয়া আইসে। অবশেষে ' বিবাছের দিন নিকটবৰ্ত্তী হইলে বরপক্ষ কন্যার পিতার নিকট হইতে বিবাহের নিমিত্ত মদ্য প্রস্তুত করিবার অনুমতি লইয়া যায়। বিবাহের পূর্বদিন যে সকল বাদ্যকরের আসে, তাহাদের প্রথম বাদ্য হইতে বয়োবৃদ্ধগণ ভারী পরিবারের শুভাশুভ গণনা করে । এই প্রথম বাদ্যকে “খোলা আননি” (১) বলা হয় । এতদ্ভিন্ন বরপক্ষীয় কোন স্ত্রীলোক কলাপাতায় পান সুপারীর দুইটি “পুটুলি” করিয়া একত্রে নদীতে ভাসাইয়৷ দিয়াও ইষ্টানিষ্ট পরীক্ষা দেখে। যদি “পুটুলি’ দুইটি মিলিত হইয় ভাসে তাহা হইলে ভাৰী দম্পতির প্রগাঢ় সদ্ভাব স্থচিত হয়, সমস্তথা , তাহারা , বরকষ্ঠার মনোমালিন্তের ميM उंब्राउँौ মাঘ, ১৩২৫ আশঙ্কা করে । বরের বাড়ীতে বিবাহ হইবার কথা হইলে, বরপক্ষীয় কোন মহিলা পক্ষাত্তরে কন্থাপক্ষের কেহ নদী হইতে এক কলসী জল লইয়া আইসে ; এই জলে; বিবাহের দিন বরকহ্যাকে স্নান করাম হয় । অধিবাস দিবসে বরকন্ত উভয়পক্ষেরই গৃহসম্মুখীন দুইধারে সপল্লব মঙ্গল ঘট স্থাপিত হইয়া থাকে । ১ । পাত্রী বরের গৃহে তুলিয়া আনিতে হইলে বিবাহের পূর্বদিন, পথ যদি দূরবর্তী হয় তবে তাহারও পূৰ্ব্বে অর্থাৎ যাহাতে বিবাহ দিন প্রাতে পাত্রীকে লইয়া বরের বাড়ীতে উপনীত হইতে পারা যায় সেই হিসাবে, বরের পিতামাতা এবং অপরাপর আত্মীয় বন্ধুবান্ধবের নানাবিধ বাদ্যাদিসহ কস্তা আনয়নের জন্ত যাত্রা করে । 羲 齋 擊 পরদিন প্রত্যুষে ঘট প্রদীপাদি যথাস্থানে স্থাপন পূর্বক অপরাপর শুভানুষ্ঠানের সহিত পিতামাতা দুহিতারত্নকে বিদায় দান করে । এই সময়ে “সাকো”র পথ বন্ধ করিয়া সপ্তগুণ স্বত্র টাঙ্গাইয়া দেওয়া হয়। বরপক্ষীয়ের পাত্রী বাহির করিয়া আনিবার সময় কস্তার মাতা স্থতাথানি ছিড়িয়া দেয়, ইহাতেই তাহদের সহিত কস্তার সম্বন্ধ বিচ্ছিন্ন হইয়া যায়। যাহা হউক, কস্তার সহিত তাহার পিতা কি পিতামাতা উভয়েই বরগৃহে গমন করে । 顎 嶺 疊 কোন কোন পরিবারে . গণৎকার S 0SSS BBB BBB BBB BB BBB BBB BB BBBS BBB BBB DDD BB BBB ; এই নিমিত্ত টাকাও একটি দিতে হয়।