পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, দশম সংখ্যা বিষয়ে তিলমাত্র সন্দেহ নাই। গ্রন্থকার এদিকে আমাদিগের দৃষ্ট খুলিয়া দিয়াছেন, এজন্য তিনি বঙ্গবাসীমায়েরই প্রভূত কৃতম তার পাত্র । গ্রন্থখানি প্রত্যেক দায়িত্বজ্ঞান-বিশিষ্ট বাঙ্গালীর অবগু পাঠ্য। বঙ্গির ছাপ। কাগজ স্বন্দর হইয়াছে—মূল্যও অত্যন্ত সুলভ হওয়ায় প্রত্যেকেই অনায়াদে ইহার এক এক খণ্ড সংগ্ৰহ করিতে পারিলেন । অক্ষেপ । স্বৰ্গীয়া তিলোত্তম দাপী লিখিত । কলিকাতা, দাস যন্ত্রে মুদ্রিত। এখানি কবিতা-পুস্তক । কোন বিশেষত্ব নাই । সেবা । বঙ্গীয় সাহিত্য পরিষৎ-শাখ, বরিশাল কর্তৃক প্রকাশিত। মুল্য এক টাকা মাত্র। পরিষদের বরিশাল-শাখার প্রথম বর্ষের মাসিক অধিবেশন সমূহে পঠিত প্রবন্ধগুলির মধ্য হইতে বাছিয কতকগুলি এই গ্রন্থে সংগৃহীত হইয়াছে। প্রবন্ধগুলি সাহিত্যের বিচিত্র বিভাগের সম্পত্তি ; দার্শনিক, ঐতিহাসিক, ভাষা তত্ত্ব ও সাহিতালোচনা:বিষয়ক । সংগ্রহটি উপাদেয় হইয়াছে । “কাব্য-সাহিত্যে রবীন্দ্রনাথ" প্রবন্ধটিতে ভযার দোষ বহু স্থলে লক্ষিত হইল,—আলোচনাটুকুও গভীব নহে, ভাসা-ভাল ধরণের । অভিধানপ্লদীপিক বা পালি শব্দকোষ । সদ্ধৰ্ম্মবিশারদ স্থবির শ্ৰীযুক্ত জ্ঞানানন্দ স্বামী কর্তৃক সংগৃহীত। চৈতন্য প্রসাদ বিহার, শিলক, চট্টগ্রাম। প্রকাশক, ইণ্ডিয়ন প্রেস, এলাহাবাদ । কুন্তলীন প্রেসে মুদ্রিত। মূল্য দুই টাকা মাত্র। পালি সাহিত্য ভাণ্ডারের মণিস্বরূপ অভিধানপ্লদীপিকা বঙ্গক্ষেরে এই প্রথম প্রকাশিত হইল। পালি-শিক্ষার্থিগণের পক্ষে মহাসুযোগের ব্যবস্থা করিয়া সংগ্রহকার ও প্রকাশক উভয়েই পালি-শিক্ষার্থী ও বঙ্গসাহিত্যানুরাগী সুধীবৃন্দের সবিশেষ কৃতজ্ঞতার পাত্র হইয়ছেন। গ্রন্থের ভূমিকায় মহামহোপাধ্যায় পণ্ডিত শ্ৰীযুক্ত সতীশচন্দ্র বিদ্যাভূষণ মহাশয় বলিয়াছেন, “বৰ্ত্তমান "অভিধানপ্পদীপিকা’ গ্রন্থ ছাত্রগণের কণ্ঠস্থ করিবার সৌকর্য্যসাধনার্থ কেবল ছন্দে অথচ পৰ্য্যায়ক্রমে লিখিত হইয়াছে । “আমরকোষ’ যেমন সংস্কৃত শিক্ষাখিগণের অবগু-পাঠ্য, তক্রপ পালিশিক্ষাখিগণের পক্ষেও 'অভিধানঃদীপিকা’ অত্যাবস্তৃক ৷” সমালোচনা Y S & S. গ্রন্থের ছাপা কাগজ উৎকৃষ্ট হইয়াছে—বঁiধাইও চমৎকার । কমলিনী । ত্রীযুক্ত যোগীন্দ্রনাথ সরকার এম, এ, বি, এল প্রণীত । কলিকাতা, বাণী প্রেসে মুদ্রিত। মূল্য এক টাকা। এখানি উপন্যাস। প্লট সেই মামুলি ধরণের, নিতান্তই আজগুবি। চরিত্র জড়পিণ্ড মাত্র, রচনা-ভঙ্গীও নীরস, প্রাণহীন । কবিতা-মঞ্জরী। শ্ৰীমুক্ত কেদারনাথ দত্ত রচিত ও প্রকাশিত। কলিকাতা, বিশ্বকোষ প্রেসে মুদ্রিত। মূল্য বার আলা। নামেই বুঝা যাইতেছে, এখানি কবিতা-পুস্তক। গ্রন্থকার মুখবন্ধে বিনীত নিবেদন করিয়াছেন, “গুণজ্ঞ হংসেরা যেমন জলমিশ্রিত দুগ্ধের জলাংশ ত্যাগ করিয়| দুগ্ধাংশ পান করে, তক্রপ হে সুবিজ্ঞ পাঠকবৃন্দ, আপনারাও দোষ-গুণ-বিমিশ্রিত কবিতা মঞ্জরীর গুণ-সৌরভ গ্রহণ করিলে" ইত্যাদি । দুর্ভাগ্যক্রমে আয়াস-সত্ত্বেও আমরা ইহার “গু৭ সৌরভে”র আভাস পাইলাম না। চন্দ্রদ্বীপের ইতিহাস । শ্ৰীযুক্ত বৃন্দাবনচন্দ্র পুততুও প্রণীত। বঙ্গীয় সাহিত্য-পরিষৎ-বরিশালশাখার উৎসাহ ও অনুমোদনে প্রকাশিত। মূল্য এক টাকা। ছাত্রদের জন্য অৰ্দ্ধ মূল্য আট আনা । পুর্ববঙ্গের ঢাকা বিভাগস্থ বৰ্ত্তমান বরিশাল, ফরিদপুর এবং নোয়খালী জিলা এবং বর্তমান প্রেসিডেন্সি বিভাগের খুলনা ঞ্জিলার অধিকাংশ স্থান চন্দ্র দ্বীপ নামধেয় রাজ্যের অন্তর্গত ছিল। উহা এককালে বঙ্গের অতি প্রসিদ্ধ রাজ্য ছিল। বৰ্ত্তমান গ্রন্থে উক্ত প্রদেশের ঐতিহাসিক তথ্যাদি সংগৃহীত হইয়াছে। চন্দ্রদ্বীপের উৎপত্তি-বিবরণ হইতে আরম্ভ করিয়৷ বৰ্ত্তমাণ কাল অবধি বিবরণী গ্রন্থকার সংগ্ৰহ করিয়াছেন। র্তাহীর সংগ্ৰহ হৃদয়গ্ৰাহী ও বহুল হইয়াছে, তথ্য-সমাবেশে শৃঙ্খলার পারিপাট্যও প্রশংসনীয়। চন্দ্রদ্বীপের রাজ্যশাসন-প্রণালী ও শিল্প বাণিজ্য, সামাজিক বিধান, বাঙ্গালী সৈন্তের বীরত্বের কাহিনী, বারভুঞার পরিচয়, দুর্গ, গড়, কামান, ভাষা প্রভৃতির কথা কিছুই ইহাতে বাদ পড়ে নাই। প্রাদেশিক ইতিহাস-সাহিত্য বিভাগে গ্রন্থখানি পরম উপাদেয় হইয়াছে। বাঙ্গালীর চারিদিকে প্রাদেশিক ইতিহাস সংগ্রহও সঙ্কলনের যে বিপুল