পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আরব গণিতবেত্তা আবুল-ওয়াফ মধ্যযুগে মোসলেম জগতে যে সকল প্রসিদ্ধ অঙ্কশাস্ত্রবিদ্‌ পণ্ডিতের আবির্ভাব হইয়াছিল, তন্মধ্যে আবুল-ওয়াফ একজন বিখ্যাত জ্যামিতিজ্ঞ বলিয়া পরিচিত। ইনি ‘ত্রিকোণমিতি’ শাস্ত্রের যথেষ্ট উন্নতি সাধন করিয়াছিলেন বলিয়া পাশ্চাত্য গণিতবেত্তার গণিতশাস্ত্রের ইতিহাসে ইহঁাকে উচ্চস্থান প্রদান করিয়াছেন । ইহঁর সংক্ষিপ্ত পরিচয় প্রদান করাই এই প্রবন্ধেব উদ্দেশু। এই গণিতবিশারদ পণ্ডিতের পূর্ণ নাম আবুল-ওয়াফ মোহম্মদ এৰুে মোহম্মদ এবুে এহিয়া এবুে ইসমায়েল এবুে আব্বাস অলবজ্জানী। ইহা খুব সম্ভব বলিয়াই বোধ হয় যে, ইহঁর পূৰ্ব্বপুরুষেবা পারস্ত দেশবাসী ছিলেন। আধু’ল-ওয়াফা ৩২৮ হিঃ সনের রমাদান মাসের ১লা তাৰিখে (৯৪• পূঃ, আঃ ১০ই জুন) খোরাসান প্রদেশের অন্তর্গত নেশাপুরের নিকটবৰ্ত্তী একটি বৃহৎ পল্লিতে জন্মগ্রহণ করেন। ইহঁর পিতৃব্য আবু আমৃ অল মোঘাজিলী ও আবু আব্দ আল্লহ মোহম্মদ বিন আন্‌ বাসাই ইহঁাকে প্রথমে গণিতশাস্ত্র শিখাইয়াছিলেন। প্রথমোক্ত পণ্ডিত ( আবু আমর অল-মোঘাজিলী ) আবাব এহিয়া’ল মেবওয়াজী ( বা মাওয়াদী) ও আবুল আল্লা’বিন কৰ্ণিবের নিকটেই রেখাগণিতশাস্ত্র অধ্যয়ন করিয়াছিলেন। হিঃ ৩s৮ (৯৫৮ খৃঃ অঃ ) সালে আবুল-ওয়াফা স্বদেশ ত্যাগ করিয়া এরাকে গিয়া বাস করেন। অতঃপর তিনি তাহার মৃত্যুকাল পর্য্যন্ত পোগদাদেই অবস্থিতি করিঙ্গাছিলেন এবং এইখানেই হিঃ ৩৮৮ রজব মাসে ( জুলাই, ৯৯৮ খৃঃ) তাহার মৃত্যু হয়। কিন্তু এবুে-আল-আসির ও এবুে খল্লিকান ( এবুে-আল-আসিরের মত অনুসরণ করিয়া ) লিখিয়াছেন যে, তিনি হিঃ ৩৮৭ ( বুধবাব, ৯৯৭ খৃ: ) মৃত্যুলাভ করেন। গণিতবেত্তা আবুল-ওয়াফা ‘ফি এস্তেথরাজ অল-আওতার’ নামে বৃত্তাংশ সমূহের জ্যাগুলির ফল বাহির করিবার প্রণালী (the manner of finding the value of the chords of arcs) #8to offs উৎকৃষ্ট ও প্রয়োজনীয় গ্রন্থ রচনা করিয়াছিলেন । এবুে-আল-কিফ তাঁর ‘তারিখ-আল-হোকমা'তে ইহঁর গ্রন্থাবলীর নিম্নলিখিত তালিকা झूठे श्म : (১) ‘মনfজীল’,– একখানি পাটীগণিত বিষয়ক গ্রন্থ। (২) অল-খোয়ারিজমীর—বীজগণিত বিষয়ক গ্রন্থের টীকা । - (৩) ড:ওফেণ্টসের বীজগণিতের টাকা । (৪) এবুে এহিয়ার-বীজগণিত বিষয়ক গ্রন্তেব টীক । (৫) মেদিনীল –পাটীগণিত স্বত্র। (৬) ‘কেতাব অল-বরাহিন ফি’ল-কদায়৷ ফিমাস্তমালাহু দাওফেন্তস্ ফি কেতাবিহী’ ( ডাওফেণ্টস্ কর্তৃক তাহার গ্রন্থে প্রযুক্ত ( বা ব্যবহৃত ) নিয়মাবলীর প্রমাণ। . উৎকৃষ্ট