পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, একাদশ সংখ্যা মুসো মৃতের ( M. Suter) কর্তৃক লিখিত ও ‘এন্ধাইক্লোপিডিয়া অব ইসলাম গ্রন্থে প্রকাশিত “আবুল-ওয়াফা’ শীর্ষক প্রবন্ধ পাঠেই জান৷ যায় । তিনি লিখিয়াছেন— “ত্রিকোণমিতিকে অধিকতর উন্নত করাতেই আবুল-ওয়াফাব বিশেষ যোগ্যতা প্রকাশিত হইয়াছে। বাৰ্ত্তলিক ত্রিকোণমিতি, এরূপ কথিত ‘5%fés fans' ('rule of the four magnitudes’) (Sine a . Sine c =Sine A : ) এর ও ট্যানজেণ্ট উপপাদ্যের (tan, A = Sine b : I ) isolos ম্যানিলসের প্রতিজ্ঞার সহিত একটি পূর্ণ চতুভূজ ক্ষেত্রের সমকোণী ত্রিভুজের পরিবর্তন করায় আমরা তাহারই নিকট ঋণী আছি ; এই চাবিটি সাধাবণ স্বত্র সম্বন্ধে তিনি আরও fi@fg zsfasiite? ;-Cos, c= Cos, a Cos, b, সম্ভবতঃ তিনিই প্রথমে বক্রকোণ বাৰ্ত্তলিক ত্রিভুজের নিমিত্ত সাইন প্রতিজ্ঞ স্থাপিত করিয়াছিলেন । সংক্রান্ত অঙ্কের প্রণালীর জন্তও ( যাহার ফল ইহার প্রকৃত উত্তরসহ ৮ দশমিক পৰ্য্যন্ত মিল হয় ) আমরা তাহারই নিকট ঋণী a : tan. সাইন ৩০% অংশ আরব গণিতবেত্তা আবুল-ওয়াফ ఆసి আছি। র্তাহার জ্যামিতিক অঙ্কন গুলিও অতি প্রয়োজনীয়। পক্ষান্তবে, ত্রিকোণমিতিতে ট্যানজেণ্ট, কো-ট্যানজেণ্ট, সেক্যান্ট, কোসেক্যাণ্ট প্রবর্হিত ( বা প্রথম ব্যবহাব ) করবে নিমিত্ত প্রশংসা তাহার প্রাপ্য নহে ; যেহেতু এই সকল প্রক্রিয়া (functions) ইতিপূৰ্ব্বেই হাবাশ অল-হাসিব নামে পরিচিত আহম্মদ বিন আব্দ আল্লাহেবও জানা ছিল।” কিন্তু অন্তান্ত পাশ্চাত্য পণ্ডিতেরা স্পষ্ট বলিয়ছেন যে, তিনিই প্রথমে ট্যানজেণ্ট, কো-ট্যানজেণ্ট, সেক্যান্ট ও কো-সেক্যান্টের তালিকা প্রস্তুত করিয়াছিলেন বলিয়। তিনিই এই সকল প্রক্রিয়ার প্রথম আবিষ্কারক। এক্ষণে পূৰ্ব্বোক্ত প্রাচ্যতত্ত্ববিদ গবেষণার সাহায্যে প্রমাণ করিতেছেন যে, এই সকল ত্রিকোণমিতিমূলক প্রক্রিয়া ইহাৰ পূৰ্ব্বে আরব গণিতজ্ঞ অহম্মদ বিন আব্দ আল্লাহ ই জ্ঞাত ছিলেন । যাহা হউক, ইনিও একজন বিখ্যাত অঙ্কশাস্ত্রবিদ্‌ পণ্ডিত ছিলেন বলিয়া ‘অল-হাসিব ( ‘গণিতবেত্তা ) এই উপাধিস্বচক নামেই পণ্ডিত সমাজে পরিচিত। মোহম্মদ কে, চাদ।

  • নিম্নলিখিত গ্রন্থগুলি অবলম্বন করিয়৷ এই প্রবন্ধটি লিখিত হুইল— (1) Rt. Hon. Syed Ameer Ali, P. C., LLD, The Spirit of Islam. (2) Ibn Khallikan, Biographica/ Dictionary, (De Slane's Translation Vol III) (3) Rouse Ball, W. W. History of Mathematics. - (4) Clement Huart, A Short History of Arabic Literature. (5) M. Suter, ‘Abu'l Wafa' in the Encyclopedia of Islam. (6) M. Sedillot, “খোলসাতে তারিখ-আল-আরব’, ইত্যাদি।