পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অদ্ভুত যাদুঘর সাসেক্সের (Sussex) অন্তর্গত ব্রামবার (Brambar) নামক স্থানে এক পুবাতন প্রাসাদদুর্গের ভগ্নাবশেষের মধ্যে একটি নুতন ধরণের চিত্তাকর্ষক যাদুঘর আছে । সেখানে ইতর প্রাণীদিগকে নানাপ্রকার সুচারু বেশভূষায় সজ্জিত করিয়া এক একটি হাস্তজনক দৃপ্ত রচনা করা হইয়াছে। এরূপ যাদুঘর ইংলণ্ডের মধ্যে আর কোথাও নাই । ছোট ছোট বালকবালিকাগণের নিকট ইহা একটি আশ্চর্য্যজনক পরীর রাজত্ব বিশেষ । বয়োপ্রাপ্ত ব্যক্তিগণও ইহার দর্শনীয় বিষয়গুলি লক্ষ্য করিয়া বিস্ময় সাগরে মগ্ন হন এবং রচয়িতার তীক্ষ বুদ্ধি ও মৌলিকতার প্রশংসা না করিয়া থাকিতে পারেন না । ইতর প্রাণীদিগেব দ্বার। এরূপ নীরব কৌতুক দৃষ্ঠের অভিনয় প্রদর্শিত করিবার মতলব এই যাদুঘবের বৃদ্ধ সত্ত্বাধিকারী Mr. W. Patterএব মস্তকে প্রথম উদ্ভূত হইয়াছিল। ১৮৬১ খ্ৰীঃ অব্দে তিনি ইহা দিগকে লইয়া প্রথম “Death and burial সহিত খেলা নিরীক্ষণ করিতেছে। of Cock Robin” Hots fission gs রচনা করিতে আরম্ভ করেন । তাহার অবসর সময়ে তিনি ইহা করিতেন এবং ইহা সম্পূর্ণ করিতে র্তাহার সাত বৎসর লাগিয়া •ছিল। এই বিষয়টি একটি ছেলে ভুলান ইংরেজী ছড়া মাত্র । এই গল্পস্থিত সমস্ত দৃপ্ত গুলি এরূপ চমৎকার ভাবে গঠিত হুইয়াছে যে, সেগুলি দেখিলেই রচয়িতার ধৈর্য্য ও অধ্যবসায়ের বিশেষ পরিচয় পাওয়া যায় । একশত রকমের বিলাতী পার্থী ইহাতে স্থান পাইয়াছে । আগাগোড়ী সকল বন্দোবস্তই মৌলিকতাব্যঞ্জক ! প্রথম বারে কৃতকাৰ্য্য হইয়া তিনি আশায় উৎফুল্ল হইয়া উঠিলেন এবং এই বিষয়ে বিশেষ মনোযোগের সহিত ব্ৰতী হইলেন। Szis gifo, “The Kittens’ croquet Party’ রচিত হইয়াছে। আটটি বিড়াল ছানা croquet খেলিতেছে। প্রকোষ্ঠের উন্মুক্ত গবাক্ষ হইতে দর্শকগণ আনন্দের এই