পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, একাদশ সংখ্যা অদ্ভুত যাদুঘর ১১৭ত খরগোসদের গ্রাম্য বিদ্যালয় একটি দৃশু রচিত হইয়াছে। আমাদের বিদ্যালয়ের সহিত ইহার খুব সাদৃশু আছে। এই ছবির সমস্ত খরগোস ৮৮৮ খ্ৰীঃ অব্দে জীবিত ছিল । কেহ খাতায় হাতেব লেখা পাকাইতেছে, কেহ অঙ্ক কষতেছে, কেহ বা পাঠে মনোনিবেশ করিতেছে । একজন পড়৷ না করায় বা কোন অশিষ্ট ব্যবহাবের জন্য শাস্তি পাইয় পশ্চাতে বেঞ্চির উপর দাড়াইয়। রহিয়াছে ; আর শিক্ষক মহাশয় সকলের সম্মুখে দাড়াইয়া ক্লাসের কার্য্যসমূহ তত্ত্বাবধান করিতেছেন। এতদ্ব্যতীত এই যাদুঘরে আরও অনেক গুলি হাস্তোদ্দীপক মনোরঞ্জক দৃশু আছে। Wizio Nzos "The House that Jack built” শীর্ষক সৰ্ব্বজনবিদিত প্রসিদ্ধ গল্প “тне Guinea Pig's cricket match” gas “The Kittens’ Wedding” tạề তিনটি বিষয় লইয়া বচিত দৃষ্ঠাবলি বিশেষ ভাবে উল্লেখযোগ্য। প্রথম দৃশ্যে, কুকুর, বিড়াল, ইহুর, মোরগ, প্রভৃতির বেশভূষা অত্যন্ত স্বাভাবিক ও রমণীয় হইয়াছে। দ্বিতীয় দৃষ্ঠে cricket ম্যাচে খেলোয়াড়গণই যে কেবল খেলিতেছে তাহা নহে, বাজনদারগণ সঙ্গে সঙ্গে বাজনা বাজাইতেছে, দর্শকগণ বিশ্রামাগার হইতে অতীব কৌতুহলজনক দৃষ্টিতে খেলা নিরীক্ষণ করিতেছে। তাহদের মুখের ভাবভঙ্গ সবই ঠিক মনুষ্যের ন্যায়। বিবাহোৎসব সংক্রান্ত দৃশুটি অতীব সুন্দর হইয়াছে। ইহাতে ২০ জন সুন্দরাকৃতি বিড়ালশিশু যোগদান করিতেছে। , , , , যাদুঘরের অবশিষ্ট দর্শনীয় দ্রব্যসমূহ বিবিধ প্রকারের। একটি মাছরাঙ্গ পানীর