পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8}ף"לצו ভারতী ফাল্গুন, ১৩২৪ རྟག་ཏཏུམར་གཏ༣. লক্ষেপে " ". ";" ~~" বিপন্নকে উদ্ধারের চেষ্টা করিতেছে সাতটি ডিম রহিয়াছে। একটি ছাগলের পৃষ্ঠদেশে একটি বানর চড়িয়া রহিয়াছে ; এবং একটি ইদুর তাহার সঙ্গীকে কল 臺 হইতে উদ্ধার করিতে প্রাণপণ চেষ্টা করিতেছে । ( ৫নং ছবি দ্রষ্টব্য ) শ্ৰীঅনিলচন্দ্র মুখোপাধ্যায়। গোলাম কাদির ও ইসলাম বেগ খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীর শেষাৰ্দ্ধভাগে যাহারা হিন্দুস্থানে যুগান্তর আনয়ন করিয়াছিলেন, র্তাহাদিগের মধ্যে বিশেষরূপ উল্লেখ যোগ্য দুইটি ব্যক্তির নামেই এই প্রবন্ধটার নামকরণ করা গেল। ইহাদের মধ্যে ইসলাম বেগ পারস্ত জাতীয় ছিলেন । তাছার খুল্লতাত সেনাপতি মহম্মদ বেগ ১৭৮৭ খৃষ্টাব্দে মে মাসের শেষে লালসাউত যুদ্ধে নিহত হন। অপর জন জ্বলিত খী নামক দুৰ্দ্দান্ত রোহিলার পুত্র। তিনি দোয়াবে পিতার ক্ষুদ্র সর্দারগিরিট প্রাপ্ত হইয়াছিলেন। আমরা ইহাকে রোহিলা-নবাব নামে অভিহিত করিব। এই রোহিলা নবাব একজন বুদ্ধিমান ও কষ্টসহিষ্ণু যুবপুরুষ এবং ইসলাম বেগ সৈন্তগণের মধ্যে সৰ্ব্বাপেক্ষ নিৰ্ভীক সাহসী এবং তৎকালিক অশ্বারোহী সেনাগণের একজন প্রসিদ্ধ নেতা ছিলেন। ১৭৮৭ খৃষ্টাব্দে গ্রীষ্ম শেষে এই নেতাদ্বয় মারাঠাগণকে ছত্রভঙ্গ করিয়া দিল্লি আক্রমণে ধাবিত হইলেন। সিন্ধিয়াও এই অল্প সময়ের মধ্যে র্তাহাদিগের গতিরোধে সমর্থ হইলেন না। তিনি পুণরাজশক্তি-প্রেরিত নুতন সৈন্তের বলে শক্তিমান হইবেন, এই ভরসায় বুক বাধিলেন ; এবং সেই নুতন সৈন্যদলের