পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هذهذ ঢুকৃতে হয়েছিল? যথন শিখ অখাবোহীর দল বঞ্জের মত ; আমাদের উপর এসে পড়েছিল, তখনও আমি বা লড়িনি আর এখনও আমরা নড়লন। ওঃ, নিজেকে আজ আমার শৃঙ্খলমুক্ত হালকা বলে মনে হচ্চে । অনিশ্চিততাই আমায় পলে পলে হত্যা করছিল, নিশ্চিৎ বিপদ যাই ছোকনা কেন তবুও দে মুক্তি!” করপোরাল কম্পিষ্ঠ হাত দুইখানা বক্ষে বদ্ধ রাখিয়া অফুট স্বরে উত্তৰ করিগ—“আর সেই শব্দ ? সেই ভূতের শব্দ ? একা যে যাবনা এই টুকুই আমার এখন ভরসা।” দুই গ্রেহপূর্ণ চোক্ষের করুণ দৃষ্টি আমার মুখের উপর স্থাপিত করিয়া মূছ গম্ভীর স্নেহপূর্ণ স্বরে জেনারল কহিলেন, “বিদায় প্রিয়তম ওয়েষ্ট ; গেঞ্জিয়েলের খুব ভাল স্বামী হোয়ে, তার বাপের অভাব যেন সে তোমার স্নেহ্লে ভুলে যেতে পারে,আর আমার অভাগিনী স্ত্রীকে-” এইখানে জেনােরলের স্বর কম্পিত হইল,-"#tাগ দি ৪-আমার;wরিশ্বাস কষ্ট ড়োগ করবার জন্তে লেও আর বেশী দিন এ সংসারে বেঁচে থাকৃবেনা। আর মঞ্চডণ্ট ? সে সোলজারের ছেলে,--সে নিজের পথ খুজে নিতে পাবে ;—এখন বিদায় বাছ আমার ! ঈশ্বর তোমাঞ্জ মুখে রাখবেন। আমার জীবনের অন্ধকারের ছায়াও যেন তোমাদের কেশাগ্র স্পর্শ না করে। আবার বলি বাছ আমার দুঃখিনী গেব্রিয়েলের খুব ভাল স্বামী হোয়ে ? তাঙ্কুকে গমনোপ্তত দেখিয়া জোর করিয়া আমি খানিকটা তক্ত ভাঙ্গিয়া একটু ফাক বাড়াইয়া লইলাম। এ সুযোগ হাঙ্গাইলে আর হয়ত কখনও মিলিবে না। আমি দ্রুত কণ্ঠে কৰিলাম “গুমুন মহাশয় গুমুন? এই ভারতী ফাল্গুন, ১৩২৯ মানবক্ষনতা তীত বিপদের এই যে সম্ভাবনার ভয়– এ আমি অfর সহ করতে পাচ্চিন ! এইবার বোধহয় আমাদের মাঝখানকার পর্দা কেটে ফেলে দিয়ে সাম্নী সাম্নি দাড়াবার সময় এলেচে । মুখ ফেরাবেন না । যে অধিকার এইমাত্র আমায় দিলেন – সেই সন্মানিত অধিকারের বলেই আমি জোর করে বলুচি স্পষ্ট করে সব কথা আমায় বলুন । বিশ্বাস করুন আমি প্রাণ দিয়েও আপনার জন্ত লড়ব, ও সব ভয় মন থেকে তাড়িয়ে দিন, আর কেনই বা ভয় ? কিসেরই বা ভয় ? আপনি কি ঐ তিববতীয় সন্ন্যাসীদের ভয় কচ্চেন—তা যদি হয় আমি আমার বাবার ক্ষমতা নিয়ে এখুনি তাদের নিষ্কৰ্ম্ম অকেজো বলে গ্রেপ্তার করাতে পারি—বলুন তাই কি ? ওদেরই কি আপনি । ভয় কচ্চেন ?” জেনােরলের মুখে.দুঃখের সহিত কৌতুকের অতি ক্ষীণ হাসির রেখা ফুটিয়া উঠিল। অতি দুঃথেও মানুষ হালে, “ন বাছা - না,--তা হতে পারে ন—এইটুকুই তোমায় অনুরোধ ; পাগলের মত ঐ কাজটিই কোরন কেবল ! এ শোচনীয় নাটকের শীঘ্রই শেষ দেখতে পাবে। এই সব বিধয়ের কাগজ পত্র আছে । কোথায় আছে মরডণ্ট জানে, কাল তুমি সব দেখতে পাবে।” বাধ দিয়া চীৎকার করিয়া আমি কহিলাম—“ন, এমন ভাবে আমি আপনাকে কখনই যেতে দেবনা। বিপদ যদি সত্যই কিছু এসে থাকে আমায় এতটুকু আভাষ দিন, বা থেকে আমি নিজের কর্তব্য স্থির করে নিতে পারি। আমার বিবেকের কাছে—ঈশ্বরের কাছে আমায় অপরাধী করে