পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిety সমস্ত জগৎ সংসার যদি আমার উপর রাগ করে আমি হয়ত অনায়াসেই তা সহ করিতে পারি কিন্তু সে মুখের ক্রোধ আমি কল্পনা করিতেও ভয় পাই—সহ করা ত পরের কথা ! অর্ণরও একটা কথা ভাবিতেছিলাম সেই মনুষ্য নামের কলঙ্ক রুফাসস্মিথ, আর এই বিখ্যাত যোদ্ধা উচ্চপদস্থ জেনারেল একত্র মিলিত হইয়া ঝটিকাকঃচু্যত এই তিনটা ফকিরের নিকট কি এমন গুরুতর অপরাধ করিলেন বা করিয়াছেন এও একটা জটিল প্রশ্ন ? যদি স্বীকার করিয়৷ লওয়াই মায় যে সেই অর্থ, অস্ত্র এবং লোকবলহীন সাধুদের দ্বারা জেনারেল iংথারটনের শারীরিক কোনরূপ অনিষ্ট ঘটা বাস্তবিকই সম্ভব তবুে উহাদের বিরুদ্ধে छांब्रटौ कांख्न, २७३० ভাব ও ভাবা আমার ভাবাইল তুলিয়াছিল। র্তাহাদের সভয়চিন্তা যে একেবারেই ভিত্তিহীন বা সম্পূর্ণ অমূলক তাহা আর আমার মনে হইতেছিল না । সমস্তটাই গ্রহেলিকা —এ প্ৰহেলিকার উত্তর নাই। আমি এখন কি করিব ? কেবল প্রার্থনা ও চিন্ত করা ছাড়া আমার আর কি উপায় আছে । জেনারলের কথা হইতে যতটুকু বুঝিয়াছিলাম তা হাতে স্পষ্টই মনে হয়—যে, যে ঝড় উঠিয়াছে তাহ কেবল উছাদের দুইজনেরই জন্ত । গেব্রিয়েল বা— তাহদের দুঃখিনী মা সে ঝড়ের লক্ষ্য নহেন । চিস্তামস্থর গতিতে গৃহের পথে চলিতে ছিলাম। কোথায় যাইতেছি কেন যাইতেছি তাহাও স্মরণ ছিল না । সহসা বাবার উত্তেজিত কণ্ঠস্বরে সচকিস্থ হইয়া চিগু। পুলিব বা মাজিষ্ট্রেটের নিকট সাহায্য গ্রহণে বইয়ে বিরত হইলাম। কি আশ্চৰ্য্য অন্ত আপত্তি কেন ? আমাকে যদি সেই উদারতার : প্রতিমূৰ্ত্তি সৌম্যমুন্দর শনৎমুনের বিরুদ্ধে কোন উপায় দেখিতে হইত—তাহ হইলে যে আন্তরিক সদ্ভাবের সহিত তাহ দেপিণ্ডাম ম, একথা অস্বীকার করি না ; তবু উপায় ত ছিল । জেনারেল বিশেষভাবে এইটুকুই খনিষেধ করিয়া দিয়াছেন—তবে ? ' পুলিষের मिरूप्ले टैंशप्नब मश्वाश जनाहेरउहे कि তাহার আপতি ? ঈশ্বর জানেন কি ! জেনােরলের সহিত আলাপে আমি তাহাকে স্থঙ্কচুকু বুঝিয়াছি, আমার বিশ্বাস কোন গৰ্হিত অসৎকাৰ্য্য তাছার দ্বারা সংঘটিত इश्वब्रः अमछ६ ! এ"কল আত্মগত প্রশ্নের কোন সঞ্ছত্তর মিলিল না, সেই দুইজন সাহসী ষোক্ষর মনস্ক ভাবে চলিতে চলিতে যে একেবারে আমাদের বাড়ীর গেটের ধারে আসিয়া পৌঁছিয়া গিয়াছি। পৃথিবীর কাজ কৰ্ম্ম হইতে বিদায় লইয়া বাবা আজ কাল তাহার শরীরমন জ্ঞানের রাজ্যে ঢালিয়া দিয়াছিলেন । সংসারের কোলাহল সেখানে প্রবেশ করতে গিয়া ব্যর্থ হইয়। ফিরিয়া আসে। র্তাহার শান্তি ও আনন্দ অব্যাহত রাখিবার জন্তু জীমরাও ভাই বোনে যথাসাধ্য যত্ন লইয়া থাকি । কি এমন অদ্ভুত আকর্ষণে র্তাহাকে লাষ্ঠ্যি জগৎ হইতে এতদুরে বাহিরের সংসারে টানিয়া আনিতে সক্ষম হইল অতিমাত্র বিস্ময়ের সহিত এই কথাই ভাবিতে ভাবিতে ঝাউগাছের অন্তরাল দিয়ু ধীরে