পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, একাদশ সংখ্যা ধীরে অামি অগ্রসর হইতে ছিলাম। সঙ্কস অতিমাত্র বিস্ময়াননে আমার সমস্ত দেহ কণ্টকিত হইয়া উঠিয়া আমাকে গতিহীন করিয়া দিল। আমার মনের চিন্তা শনৎসুনের সৌম্যমুনার মূৰ্ত্তিগ্রহণ করিয়া বাবার সহিত কথা কহিতেছিলেন। বাগানের একথান লৌহ বেঞ্চতে বসিয়া দুইজনে কোন বিষয়ে তর্ক চলিতেছিল। অঙ্গুলির আঘাতে প্রত্যেক কথার উপর জোর রাখিয়া সন্ন্যাসী তাহার প্রস্তাবের সমর্থন করিতেছিলেন। টেবিলের হাতার উপর দুই হস্তেব ভার রাথিয়া সন্ন্যাসীর দিকে ঈষৎ বুকিয়া বাবা অত্যন্ত প্রবল প্রমাণ প্রয়োগে তাহার বিপক্ষমত খণ্ডন করিতেছিলেন। তর্কের হার জিত বুঝা যাইতেছিল না। দুজনেই পণ্ডিত দুজনেই স্বমতের যথার্থতা প্রমাণে সচেষ্ট । র্তাহারা তর্কে এমনি মগ্ন হুইয়া গিয়াছিলেন যে আমি প্রায় দুই তিন মিনিট তাহদের ঠিক পাশেই দাড়াইয়া ছিলাম তথাপি তাহারা আমার উপস্থিতি উপলব্ধি করিতে পারেন নাই । প্রথমে সন্ন্যাসী আমায় দেখিতে পাইয়া উঠিয় দাড়াইলেন। প্রথম দর্শনে যেমন ভাবে অভি৭াদন করিয়াছিলেন–ঠিক তেমনি করিয়া অভিবাদন করিয়া সহস্তেমুখে কহিলেন *আমি তোমার বাবার সঙ্গে দেখা কবৃব স্বীকার করেছিলেম ভাই আজ দেখা করতে এসেচি। দেখুন আমি কথা রেখেচি। হিন্দুধৰ্ম্ম, সংস্কৃত শাস্ত্র নিয়ে আমাদের প্রায় একঘণ্টা তর্ক চলচে—এখন আমরা এমন একটা স্থানে এসে পৌঁছেচি—যে কেউ কারু ८शोष-ब्रश्छ ه۹۹ ډ মত বদলাতে পারুচিনা। জেমস্ হাণ্টার ওয়েষ্ট প্রাচ্যবিদ্যবিশারদ বলে যার নাম প্রতিগুছে সম্মানের সঙ্গে উচ্চারিত হয় তাহার সঙ্গে শাস্ত্রতর্কে আমি সমকক্ষ হতেই পারি না । কিন্তু এই একটি বিষয়ে আমি অনেক আলোচনা করেচি আর তার দ্বার যতটুকু বুঝেচি সেই অভিজ্ঞতার বলেই বলুচি ওঁর মত অভ্রান্ত নয় ।” বাবার দিকে চাহিয়া পুনরায় কহিলেন “আমি আপনাকে জোর করে বলতে পারি যে খৃষ্টীয় সপ্ত শতাদিতে ভারতবর্ষের অধিকাংশ লোকের ভাষাই ছিল সংস্কৃত ।” বাবা অত্যন্ত উত্তেজিত ভাবে উত্তর দিলেন “কিন্তু আমিও জোর করে বলতে পারি সে সময়ে বিশিষ্ট বিদ্বৎসমাজ ভিন্ন সংস্কৃত ভাষা অনেকেই ভুলে গিয়েছিলেন। আমি প্রমাণ দেখাব । কেবল ধৰ্ম্ম বা বিজ্ঞান भाज्ञ লেখবার সময় সংস্কৃতের ব্যবহার হোত । ইউৰোপের মধ্যযুগেও ঠিক এই রকম অবস্থা দাড়িয়ে’ছল—জনসাধারণ লাটিনভাষা ভুলে গেলেন, কেবল ভাল ভাল বই লাটিনে লেখা হোত, তা ভিন্ন তার চলন ছিল ন৷” সন্ন্যাসী কহিলেন “আপনি যদি বিশেষ ভাবে শাস্ত্র অধ্যয়ন করেন—তাহলে দেখতে পাবেন আপনার মত অভ্রান্ত नग्न ।” বাবা কহিলেন “আপনি যদি রামায়ণ ও বৌদ্ধশাস্ত্র মন্থন করেন তাহলে দেখবেন কার ভুল”। সন্নাসী কহিলেন “আচ্ছ কুলুভট্ট দেখুন ?” বাবা বিজয়োল্লাসে উচ্চস্বরে কহিয় উঠিলেন, “বেশ তাহলে অশোকের কথাই হউক। খৃষ্টজন্মের তিনশত বৎসর পূৰ্ব্বে —পরে নয়—এটা যেন মনে থাকে,-দশোক ।