পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭বর্ষ, একাদশ সংখ্যা করিল। কিন্তু আজ তাহার প্রতি অন্ধুলিক্ষেপে ভুল হক্টতেছিল । বাবা বিরক্ত হইয়া কহিলেন—“এসথার তোমার বাজ না বন্ধ রাখ, আজ নিশ্চয়ই তোমাদের কিছু হইয়াছে। শয়নের পূৰ্ব্বে মুল-আৰ্য্যজাতি >રર૧ মুনিদ্রার জন্ত প্রার্থনা করিও—একটা ব্যারাম না করিয়া তোমরা ছাড়িবে না দেখিতেছি।” মেনৰিবৰ্ণ নতমুখে এস্থার বাজনা বন্ধ কবিয়া দিল । . শ্ৰীস্বরূপ দেবী । মূল-আর্য্যজাতি (উত্তর-কুৰুবাসের প্রমাণ ) st f t C2 | et5 S পাশ্চাত্য উভয় ভূভাগেই প্রসারিত দেখা যায়। সুতরাং মূল আর্যজাতি কোথায় ছিল এবং কিরূপ ছিল তৎসম্বন্ধে সন্দেহের বিশেষ কারণই পরিদৃষ্ট হয়। ভারতীয় প্রাচীন সাহিত্যের আলোচনা দ্বারা এতং সম্বন্ধে প্রকৃত তথ্যের যেরূপ সন্ধান পাওয় যায় বর্তমান প্রবন্ধে আমরা তাহাই প্রদর্শন করিতে প্রয়াস পাইব । বেদই ভারতীয় আর্য্যদিগের সর্বপ্রাচীন সাহিত্য। বেদের এই প্রাচীনত্ব হেতুই সৰ্ব্বশাস্ত্রের উপর ইহার প্রামাণ্য স্বীকৃত হইয়া থাকে । এই জন্তই আমরা বেদ হইতে যে তথ্য উদ্ধার করিতে সমর্থ হইব অপর সকল তথ্যের অপেক্ষা উহা অধিক প্রামাণ্য হইবে বলিয়া আমাদের বিশ্বাস । বেদের বহুস্থলেই আমরা আমাদের পূর্বপুরুষদিগকে স্পষ্টাক্ষরেই “আৰ্য্য” নামে অভিহিত দেখিতে পাই ; যথা:– "সনাত উতহ্য সনেত্র সসন পুরুভেজাংগা। ছিরণ্যর মুক্ত ভোগং সসান হত্নী দ্বস্থ্যৎ প্রার্য্যং বর্ণমাৰৎ ॥”a ॥ ঋগ্বেদ ৩য় মণ্ডল ৩৪ কুম্ভ { "ইন্দ্র অবদান করিয়াছেন, স্বৰ্যদান করিয়াছেন, বহুলোকের উপভোগযোগ্য গোধন দান করিয়াছেন, স্ববর্ণময় ধনদান করিয়াছেন, দয়াদিগকে বধ করিয়া আধ্যবর্ণকে রক্ষা করিয়াছেন।" রমেশ বাবুর অনুবাদ । তয়াহং সৰ্ব্বং পস্তামি যশ্চ শূদ্র উতীৰ্ঘ্য ।” ( অথর্ববেদ সংহিতা ৪ কাও ১২sts ) ‘আর্য ও শূদ্র সকলকেই আমি সেই একই জাৰে দর্শন করি।” এই আর্যাদিগের আদিনিবাস স্থান আমরা । ঋগ্বেদে “পঞ্চক্ষিতি” নামে উল্লিখিত দেখিতে পাই ; যথা :– “য একশ্চর্ষণীনাং বসুন। মিরজাতি। ইন্দ্ৰঃ পঞ্চক্ষিতিনাম্ " ৯ ঋগ্বেদ ১ম মণ্ডল ৭ম স্বত্ত্ব । "যে ইন্দ্র একাকী মনুষ্যদিগের ধনসমূহের এবং পঞ্চক্ষিতির উপর শাসন করেন।” ‘ক্ষি’ ধাতুর এক অর্থ বাস করাও আছে সুতরাং ক্ষিতি শব্দের • অর্থ বাসস্থানই হয়। এই অর্থে ‘পঞ্চক্ষিতি’ শব্দের অর্থ বাসস্থানভূত পঞ্চভূভাগকে বুঝায় । এই পঞ্চ ভূভাগে আর্য্যগণ কর্ষণ করিয়া বাস করিতেন । তাহাতেই ‘পঞ্চক্ষিতির’ দ্যায় আমরা ‘পঞ্চকুষ্টি শব্দেরও উল্লেখ বেদে । ॐitथं झे ; पृथूी