পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গু৭খ বর্ষ, একাদশ সংখ্যা স্তর দৃষ্ট হইয়াছে এবং এই স্তরের উৰ্দ্ধদেশেই তৃতীয় দফার লিখিত প্রস্তর স্তম্ভের অনেকগুলি ভগ্নাবশেষ পাওয়| গিয়াছে। এই ভগ্ন-স্তরের উপরে গুপ্তরাজ্যের সমসাময়িক প্রাচীর দৃষ্ট হইয়াছে। এই ভস্ম-স্তর ঠিক একইরূপ সমভূমিতে অবস্থিত নহে । সমদূরত্বে ইষ্টকপ্রস্তরের ভগ্নাবশেষের সহিত এই ভষ্ম মৃত্তিকাগর্ভে প্রবেশ করিয়াছে । ইহা হইতে অসুমিত হয় যে, কোন সময়ে এই স্থানস্থিত প্রাসাদ জলমগ্ন হয় । সেই অবস্থায় ইহার উপরে ৮১• ফীট গভীর মৃত্তিকার স্তর পড়ে এবং পরে ইহার উদ্ধদেশস্থ প্রসাদ ভস্মীভূত হয়। স্তম্ভগুলির উদ্ধাংশ এই অগ্নিতে ভস্মীভূত হইলেও, নিম্নাংশস্থিত অংশগুলি মৃত্তিকাগর্ভে প্রোথিত থাকায় ভস্মীভূত হইতে পারে নাই। পরে, যে সকল কাষ্ঠখণ্ডের উপরে এই সকল স্তস্তগুলি অবস্থিত ছিল, তtহার ক্রমে ক্রমে ক্ষয়প্রাপ্ত হইতে থাকিলে, স্তস্তু পাটলিপুত্র ১২৪৩ গুলিও ক্রমশঃ মৃত্তিকাগর্ভে প্রোথিত হইতে থাকে ] তাহাদের অধোগমনের সঙ্গে সঙ্গে স্থত্তিকামধ্যে বুক্তাকার গৰ্ত্ত হইতে থাকে এবং গর্তগুলি উৰ্দ্ধস্থ ইষ্টক ও প্রস্তরের ভগ্নাবশেষ দ্বারা পূর্ণ হয়। অবস্ত এই অনুমান কতদূর সত্য তাহ বৰ্ত্তমানে সঠিকৰূপে নিৰ্দ্ধারণ করা সম্ভবপর নহে। (২) ( ৫ ) পুৰ্ব্বোল্লিখিত দ্রব্যগুলি ব্যতীত অস্ত আর একটী দর্শনীয় দ্রব্য হইতেছে কণ্ঠের মঞ্চগুলি । স্তম্ভগুলির ঠিক দক্ষিণে ৩• ফাট লম্বা, ও ফাট প্রস্থ ও ৪ং ফাট উচ্চ মঞ্চ-প্রায় কতকগুলি কাষ্ঠখণ্ড বৃষ্টিগোচর হইয়াছে। এক একখানি কাঠখও স্ববৃহৎ। আমরা ইহারও চিত্র আগামীবারে প্রদান করিব। এগুলি কি এবং কি উদ্দেষ্ঠে ব্যবহৃত হইয়াছিল তাহা এখনও নির্দিষ্ট হয় নাই। ভারতবর্ষের আর কুত্ৰাপি এরূপ কাষ্ঠ-মঞ্চ দৃষ্ট হয় না। এরূপ মঞ্চ যে কি উদ্দেশ্বে ব্যবহৃত হইত (২) গত জুলাই মাসে আমি "ঢাকা রিভিউ” পত্রে অনুমানের বিষয় লিখি। উছার কিছুদিন পরে “ষ্টেটলম্যান পত্রিকার একজন বিশেষজ্ঞ লেখক এই মতের পৃষ্ঠপোষকতা করেন। সম্প্রতি ডাঃ পুনরও এই মতের সমর্থন করিয়াছেল ৷ >戏