পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৪৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, একাদশ সংখ্যা ভাবে তৈরি করা হবে যে সাত অাটখানা আলাদা আলাদা বাড়ী তা থেকে করে নেওয়া যাবে। প্রত্যেক বাড়ীর আলাদা কপাট, আলাদা সৰ। নিজেই ত বাড়ীটার নক্সা করে ফেললুম। সব ঠিক্‌ করে সেইখানে গিয়ে উপস্থিত হলুম।” বর। জমী ঠিক করবার আগেই বাড়ীর নক্সা তৈরি হয়ে গেল ? সার। শোন না ; সেই জন্তই ত গোল হ’ল। সেখানে গিয়ে সুবিধামত জমী আর পাই না। পাহাড়ের উপর বেশ সুন্দর খানিকটা জমী ছিল । তা সেটা সেখানকার একজন লোক আগে থাকৃতেই কিনে রেখেছে। সে জমী কিছুতেই বেচতে রাজী নয়। আমি ভাবলুম, আমি শ্ৰীদারদাক্ষ্ণ সেন ইঞ্জিনিয়ার - আমার সঙ্গে চালাকি ! তাকে বললুম ‘আচ্ছা তুমি জমী বেচুতে না চাও, বিশ বছরের মত ঐ জমী আমায় লিস্ (Lease) Wis লোকটা তাতেও কিছুতে রাজী হতে চায় না । তখন আমার নক্সা খানি তার সামনে খুলে ধৰ্বলুম। বলুম ওহে বাপু, এই এত বড় একখানি বাড়ী তৈরি হবে । বিশ বচ্ছর আমি ভোগ করব, তারপর জমীও তোমার হবে বাড়ীও । রাজী হওত বল |’ লোকটা খানিকক্ষণ ভেবে বল্পে ‘কাল আপনাকে জানাব ? আমি বুঝলুম টোপ গিলেছে। একটু থেলিয়ে তুলতে হবে। গম্ভীরভাবে ‘আচ্ছা! বলে চলে এলুম। তার পরদিন রীতিমত রেজেক্ট করে লীস নিলুম। বাড়ী তৈরি হতে লাগল। নিশীথ-রক্ষিণীর কাহিনী >&8争 বুঝতেই পাচ্ছ সারদাঙ্কষ্ণ সেন ইঞ্জিনিয়ারের বাড়ী তৈরি হচ্ছে। তা আবার লাস নেওয়া জমীর উপর। বিশবছর বাদে তা অন্ত লোকের সম্পত্তি হবে। সে বাড়ীতে নিজে থাকব না, ভাড়াটে বসবে। এই হিসাবে বাড়ী তৈরি হতে লাগল। যত রকম ফাকি দেওয়া যেতে পারে, যত কম পয়সা খরচ হতে পারে সেই রকমে বাড়ীখালি তৈরি করা গেল। বাড়ীর বাইরেটাতে নীল রঙ দিয়ে দেওয়া হ’ল । সামনে একটু রাস্ত। দূর থেকে দেখতে যেন ছবিখানি। যে লোকটার জমী সে ত আর আtহলাদে বঁাচে না । দুবেল এসে দেখে দেখে যায় । মনে মনে ভাবে বিশ বচ্ছর বাদে এ বাড়ী আমার হবে । আমি তার দিকে চেয়ে মনে মনে হাসি আর বলি ‘বাবা, সারদাকৃষ্ণের বাড়ী ভোগ করবে এমন লোক এখনও দুনিয়ায় জন্মায় নি । বিশবচ্ছর ত দূরের কথা, পনের বচ্ছর বাদে এ বাড়ীর একখানা ইটও থাকবেন ।” বরদা হো হো করিয়া হাসিয়া উঠিল । বলিল “আচ্ছ। মালমসলা দিয়ে বাড়ীখানি তৈরি করেছিলে ত ?” সার । তা করব না ? আমরা ঐ কাজ করে পেকে গেলুম, আর একবেটা ঝু টিওয়াল একটু জমি লীসু দিয়ে ঠকিয়ে একখানা বাড়ী নেবে ? বাড়ী ত তৈরি হল । চারদিকে বিজ্ঞাপন দেওয়া গেল, মধ্যবিত্ত পরিবারের বাসোপযোগী আটখানি বাড়ী পাশাপাশি ভাড়া দেওয়া হবে। কেউ ইচ্ছা করলে দুখানি বা তিনখানি একত্রে ভাড়া নিতে পারেন। নুতন বাড়ী স্বাস্থ্যকর স্থান