পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৫০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বধ, একাদশ সংখ্যা “বেশ । আদালতে নালিশ করগে যাও । এই গলির মোড়েই শু্যামাচরণ বাবু উকীল থাকে। যাও—তার কাছে । দেখ, কি করতে পার ” বাঙ্গালটা খানিকক্ষণ স্তব্ধ হইয়া আমার দিকে চাহিয়া রহিল, তারপর ধীরে ধীরে চলিয়া গেল । আমিও শীষ দিতে দিতে বাবুর্চিকে ফাউল কারির অর্ডার দিলাম । তারপর দুই তিন দিন কাটিয়া গেল । শুনিলাম, বাঙ্গালটার ভারি পসার। কাহাকেও মাছলি দিতেছে । কাহারও বাড়ী স্বস্ত্যয়ন করিতেছে। মনে মনে ভাবিলাম ব্যাটা আমার কাছে জবা হয়ে গেছে । চার পাচদিন পরে একদিন সকালবেলা চা বিস্কুট খাইতেছি.এমন সময় আমার বাড়ীর ভাড়াটিয়া, তিনচাবজন ভদ্রলোক আসিয়া উপস্থিত হইলেন । র্তাহাদের মুখের ভাব উদ্বেগব্যঞ্জক । আমি তাহাদিগকে থাতির করিয়া বসাইলাম। র্ত্যহাদের মধ্যে অবিনাশ বাবু বয়সে প্রবীণ, তাহকে জিজ্ঞাসা করিলাম ‘ব্যাপার কি ?” ● অবিনাশ বাবু বলিলেন "মশাই, আমাদের সবাইকে ত আপনার বাড়ীগুলি ছাড়তে হ’ল।” “কেন ?” “আজ্ঞে, এতদিন বেশ ছিলুম, কিন্তু দিন দুই তিন হ’তে বাড়িগুলিতে ভূতের উপদ্রব হয়েছে ।” আমি হা হা করিয়া হাসিয়া উঠিলাম । বলিলাম ‘ভূত ? বলেন কি মশায় ? তামাসা কচ্ছেন নাকি ?” ১৩ निजौश्व-ब्रांकनॆौज्ञ कांश्निौ >象峻列 “আন্দ্রে না। তামাসা কি ? প্রাণ নিয়ে টানাটানি। আমার ছোট মেয়েটর হঁপানির ব্যারাম । এখানে সারাতে এলেছিলুম। দুৰ্ব্বল শরীর। ভূত দেখে তার ঘন ঘন মূর্চ্য হচ্ছে। গিরীন ৰাবুর পরিবার ত মাথার দিব্য দিয়ে বলেছিলেন আজই বাড়ী ছাড়তে হবে । ছেলেপূলে সৰ ভয়ে কাটা ।” - আমি ভাবিলাম, এ সেই বাঙ্গাল বেটার কারচুপি। বলিলাম “কি হয়েছিল খুলে বলুন দেখি। কোথায় ভূত বেরুল ? “আজ্ঞে কোথায় তা কি ঠিক্‌ আছে ? কখনও আমার বাড়ীর ছাদে। কখনও গিরীন বাবুর ছাদে। কখনত কোথাও কিছু দেখা যায় না, বিকট হাসির শব্দ। কখনও মেয়েলি গলায় গান, সে ভয়ানক ব্যাপার । “দেখুন, এ সব সেই বাঙ্গাল বেটার বদমায়েলি । নইলে ভূত কোথা থেকে আসবে ? এতদিন কোন উপদ্রব ছিল না, আর বাঙ্গালটা আসতেই ভূতের উপদ্রব আরম্ভ হ’ল । আপনার নিশ্চিন্ত হোন। আমি বাঙ্গালটাকে সিধে করে দিচ্ছি। আপনি বলেন কি ? তিনি ও ভূতের একজন বিখ্যাত ওঝা । তিনি যেদিন বাড়ীতে থাকেন সেদিন ত’ কোনও উপদ্রবই হয় না । তিনি যেদিন বাড়ীতে না থাকেন সেইদিনই উপদ্রব হয় । “তিনি আবার যান কোথায় ?” “তিনি শাস্তি স্বস্ত্যয়ন করেন । শ্মশানে মশানে যান বোধ হয় ।” আমার আর সহ হইল না।" বলিলাম “দেখুন আপনাব সব শিক্ষিত লোক। ঐ