পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৫০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, একাদশ সংখ্যা ঠকৃ—ঠকৃ—ঠকৃ—ঠকৃ—কতকগুলি উপযুপিরি বাঙ্গাল । বাঙ্গালট বলিল বাবু! শব্দ হইল। আমি যে প্রাচীবে ঠেস দিয়াছিলাম ঠিক তাহার পিছনেই শব্দ হইল— ঠক্‌—ঠক-ঠকৃ—ঠক। আমি সাহসে ভর করিয়া চৌকির উপর উঠিয় দাড়াইয়৷ প্রাচীবের অপব পাশ্বে কিসের শব্দ হইতেছে দেখিবার চেষ্টা করিলাম। অন্ধকারে কিছু দেখা গেল না। মনে হইল শুভ্রবর্ণ, কি । একটা পদার্থ চলিয় বেড়াইতেছে।. শৃঙ্গের উপর কি একটা উচু হইয়া রহিন্ধছে। আমি চীংকার কবিয়া বলিলাম কে? 2’ উত্তব নাই । χά একখানা ছোবা ছিল, সেইখানা সশর্সে সেই পদার্থ টাব উপব নিক্ষেপ করিল%। .অমনি হাঃ—হঃ—হঃ– श्l: -दि /िंकॉः হান্তধ্বনি। অামার রক্ত জল হই; গেল। তাড়াতাড়ি চৌকি হইতে নাড়ি/পড়িলাম। সেই হাস্তধ্বনি বাড়ীর অtধ অর্ণব সকলেও “শুনিতে পাইয়াছিল। বোধ হইল নীচে কে যেন মূৰ্ছা গেল। অস্ফুট গোলমাল হইতে লাগিল। আমি "নামিতে যাইব এমন সময় দশদিক আলোকিত করিয়া একবার বিদ্যুৎ ক্ষতি হইল। আতঙ্কে প্রাচীরের দিকে চাহিলাম। দেখিলাম—প্রাচীরের উপরে উন্মুক্তকুন্তলা, বিস্রস্তবসনা এক রমণীমূৰ্ত্তি । সে একবার হাততালি দিয়া আবার হাসিল—হঃ—হাঃ— হাঃ—হtঃ– তাহার পরই বিকট বজ্রধ্বনিতে আমি মুচ্ছিত হইয়া পড়িলাম। জ্ঞান হইলে দেখিলাম বাসায় শয়ন কয়িয়া আছি । পাশে সরকার ও সেই নিশীথ-রাক্ষসীর কাহিনী - কি রকম বোধ কচ্ছেন ? - ०९१ॐ* બ્લેર્મ রাগে আমার সর্বশরীর পঞ্জলিয়া গেল। এই ব্যাটার জন্তই ত: এত কাও । কোনও উত্তর দিলাম না ! - - -বাঙ্গাল আবার বলিল ‘বাবু আপনি ইংরাজি পড়েছেন। ভূতপ্ৰেত ত মানেন না। ‘ভেণ্ট লেসন ন পেণ্ট লেসন করতে কবাট জানলা খুলে রাখেন। হাওয়া বইলেই উপদেবতার উপদ্রব হয় । যাকৃ, এখন সাম্লেছেন ত? আমাদের কাজই হচ্ছে এই হাওয়া নিয়ে । কত অপদেবতা তাড়িয়েছি তার কি সংখ্যা আছে। আপনি ভাববেন না । কিছু দক্ষিণার বন্দোবস্ত হলেই আমি ভূতটুত সব তাড়িয়ে দোবো ? আমাকে তখন সামলাইতে হইল। ভূতের উপদ্রব হইলে সব ভাড়াটিয়া ত পলাইবে। হানা বাড়ী বলিয়া প্রচার হইলে ভবিষ্যতে আর ভাড়াটিয়াও জুটিবে না। কাজেই গায়ের রাগ গায়ে মারিয়া বলিলাম ঠাকুর.! আপনি মনে করিলে কি ন পারেন । এ উপকারটি আপনাকে করিতেই হইবে।” বাঙ্গাল বলিল তার আর কি ? আমার বাড়াটা সারিয়ে দিন। ঐ বাড়ীতেই বসে স্বস্ত্যয়ন করব।” সেইদিনই বাড়ী মেরামত করাইয়া দিলাম। বিকালবেলা দাত বাহির করিয়া বাঙ্গালটা হাজির ৷ বলিল ‘এবার দক্ষিণার বন্দোবস্তটা হ’লেই—” f কি করিব ! উপায় নাই ! বুঙ্গিাল যাহা বলিল, তাছাই করিতে হইল। দুই বৎসরের ভাড়া পাইয়াছি বলিয়া বাঙ্গালকে এক রসিদ -۔ -