পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৫২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বধ, দ্বাদশ সংখ্যা দাদোবা পাণ্ডুরঙ বালশাস্ত্রীর মৃত্যুর পর শিক্ষিত মণ্ডলীর মধ্যে আর এক নূতন দল উঠিল। প্রসিদ্ধ ডাক্তার আত্মারাম পাণ্ডুরঙের ভ্রাতা দাদোবা পাণ্ডুরঙ এই দলের দলপতি। বাঙ্গলার যেমন কৃষ্ণরুদ্য বোম্বায়ে তেমনি দাদোবা পাণ্ডুরঙ । এই দুই ব্যক্তি একই ধরণেব লোক। উভয়েই সংস্কৃত শাস্ত্রে ব্যুৎপন্ন, উভয়েই খৃষ্ট ধৰ্ম্মতত্ত্ব বিশারদ। উভয়েরই ধৰ্ম্মভাব প্রবল—প্ৰভেদ এই, কৃষ্ণবন্দ খৃষ্টধৰ্ম্মে দীক্ষিত হইয়া হিন্দু সমাজের সহিত সমুদায় বন্ধন ছেদন করিলেন। দাদোবার খৃষ্টধৰ্ম্ম গ্রহণ করিতে প্রবৃত্তি হয় নাই। ধৰ্ম্ম বিষয়ে তিনি অব্যবস্থিত চিত্ত ছিলেন— কোন ধৰ্ম্ম সত্য; কোথায় গিয়া দাড়াইবেন তাহা ঠিক করিতে পারেন নাই । সে যাহা হউক দাদোবার উৎসাহ—র্তাহাব বশীকরণ শক্তি, সামাজিক অনীতি অত্যাচারের উপর জলন্ত বিদ্বেষ, এই সকল বিষয়ে তিনি কৃষ্ণবদ্যের সমতুল্য ছিলেন ও ইনি যেমন কলিকাতায়, তিনি তেমনি বোম্বায়ে কতিপয় শিক্ষিত পুরুষের নেতা দাড়াইলেন । এই সময় দাদোবা পাণ্ডুরঙ বোম্বাই নৰ্ম্মাল স্কুলের অধ্যক্ষপদে নিযুক্ত হন। এই তাহার অবসর—সেই স্কুলের ১২ জন প্রধান ছাত্রকে র্তাহার কাজের উপযোগী হাতিয়ার পাঠলেন ও নিজ মন্ত্রে জীক্ষিত করিয়া শীঘ্রই তাতাদিগকে শিষ্য করিয়া লইলেন । র্তাহার দৃষ্টান্ত অপরাপর বিদ্যালয়ে অনুপ্রবিষ্ট হইল। জাতিভেদ প্রথা ও তৎসম্বন্ধীয় অন্তান্ত কুরীতির হইয়। আমার বোম্বাই প্রবাস ১২৭৫ উচ্ছেদ সাধন উদ্দেশে এক সভার স্বষ্টি হুইল, তাহার সভ্যগণ ফ্রামেসনদের দ্যায় গোপসে ডাক্তার আত্মারাম পাণ্ডুরাম ( বোম্বাই সমাজ-সংস্কারক ) কার্য্যাবস্ত করিলেন । পব মঠংস সভা । পরমহংস সভা বোম্বাই অঞ্চলে ধৰ্ম্ম ও সমাজ সংস্কাবের চেষ্টা সময়ে সময়ে যাহা প্ৰবৰ্ত্তিত হয় তাহার শিবোভাগে পরমহংস সভা ধরা যাইতে পারে । ১৮৪৯ সালে এক্ট সভা স্থাপিত হয়। হংস যেমন জলীয় ভাগ ফেলিয়া দিয়া দুধ বাছিয়া লয় সেইরূপ সমাজের মনোর ভাগ পরিত্যাগ করিয়া ভালট বাছিয়া গ্রক্ষণ করা এই সভার উদ্দেশু ; জন্সিয়াই হিন্দু সমাজের উপর বাণ বর্ষণ ইহার প্রথম উদ্যম। বাহিরের লোকের দৃষ্টিবহিভূত বিজনস্থানে অকুতোভয়ে সম্মিলিত এই সভার নাম