পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৫৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, দ্বাদশ সংখ্যা চেয়ে ছিল যেন অনন্ত কালেও আর দেখা না হয়, সে আশীৰ্ব্বাদ কিন্তু তাকে আমি করতে পারিনি, আর একবাব তার সঙ্গে চীনেরমণীর প্রেমপত্র > RS') দেখা হবে, র্তার পাদপদ্মে আবার আমরা সবাই একসঙ্গে মিলব এ আশা আমার এখনও আছে। সে পরলোকে ৷” সমাপ্ত শ্ৰীঅনুরূপ দেবী । চীনরমণীর প্রেমপত্র দেখা হবে না একথা আমার মুখ থেকে বেরোয়নি। আমি জানি আবাব আমাদেব ( & ) প্রিয়তম আমার ! নুতন বধু এয়েছেন এখানে। সঙ্গে অনেক নুতনের রঙ্গ দেখছি, বিচিত্রতায় বাড়ীখানি পূর্ণ হয়ে গেছে, কত দাসদাসী, বসন ভূষণ ! এটা আমি নিশ্চয় বলছি—যদি তার গাউনগুলি"পব পর সাজান যায় তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রাস্তে যাবে। সে বসন্তেব ফুলেব মতো শুভ্র সুন্দব কিন্তু তেমনই অকেজো । একদল সৈন্ত আমাদের বাড়ীর উপব তাবু বেঁধে থাকলে যতুটা গণ্ডগোল না হতে একটা নুতন বালিকার আগমনে - তার চাইতে বেশী হচ্ছে। সে তার সঙ্গে মেজে আচ্ছাদনের বহু কম্বল, দেয়ালে টাঙ্গাবার জন্ত কনফিউসিয়াস aq; confitrix (Confuscious) (Mencious) বহুবাণী, বেশমমোড়া খাট বিছানা এই সব এনেছে । তোমার পূজনীয় মাতঠাকুবাণী এই সব জিনিস দেখে বাহকদের সব ডাক্‌লেম, তার পর আমাদের বল্লেন যে তিনি ‘সাং ডং এ তার এক বন্ধুব বাড়ী চ খেতে যাচ্ছেন। সব জিনিস সাজাবার গুছাবাব ভার এখন আমার এ নুতনের একার উপবেই । লি টি প্রজাপতির মতো চাবদিকে ঘুবে বেড়াচ্ছিল, কথা সে খুব বলছিল কাজ কিছুই কচ্ছিল না। শয্যা এমন ভাবে করতে হয়েছিল যেন শয়তানে নিশীথে ঘুমন্ত ব্যক্তির আত্মা নিয়ে পালাতে না পারে। পর্দা সব খুব ভাল করে টাঙ্গিল্পে দেওয়া হয়েছিল যেন শয়তান আক্রমণ করতে আসতেই পর্দায় আটকে যায়। লি-টি ভারী গম্ভীরভাবে আমাকে বোঝাচ্ছিল, যে সব আত্মা অণধারে ঘুরে বেড়ায় সেগুলি সাধারণতঃ নুতন কিছু দেখলে তাই মাঝে আশ্রয় নিতে চায়। সে জন্ত সতর্ক থাকা দরকার। সে ছাদও পরীক্ষা করেছিল—যদিই বা সে দিক থেকে কিছু আসে। লি-টি রান্না ঘরেও নুতন মূৰ্ত্তি স্থাপনের কথা বলেছিল, তোমার মা ছিলেন না তাই রক্ষে । বুঝতেই পাচ্ছ তোমার মা যদি নবাগ তার গৃহের দেবতাকে নিজের রান্নাঘরে দেখতেন, তার কি অবস্থা হোত। তোমার মা আসতেই সব মিটে গেল, তার পুত্রবধুর এতটা বাচালতা তিনি মোটেই পছন্দ করলেন না। তোমার মা প্রায়ই বলেন যে লিটির পিতার সঙ্গে একবার সাক্ষাৎ হলে হয়— তাকে বলবেন যে কন্যার বিবাহে লাখ লাখ