পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧-8 আজ এক্ট এতগুল সঙ্গী নিকটে থাকিতে তাতার সাইসের অভাব হইল না । পথ চলিবার সময় লিরজার পানে অলক্ষ্যে সে চাহিতে ভুলে নাই। তবু এ কি আপদ! পাগলীট যে কিছুতেই সঙ্গ-ছাড়া হয় মা ! আবাব নজব তাহার সুশীলের পানেই ! জালাতন ! নুশীল একজন সঙ্গার কানে কানে কঠিল, “দেখ, ভাই, একটা পাগলী !” কথাটা বিবজার শ্রীতি এড়াইল না। সঙ্গী বালক কহিল, “হ্য ত রে! ঢিল মাবল ?” সুশীল তাড়াতাড়ি বলিয়া উঠিল, “না, ন}, fঢল মার্বে না—তাব চেয়ে এক মজা কবি, দেখ।” সঙ্গী কছিল, “কি মজা ?” সুশীল পকেট হইতে লজেঞ্জেল বাচিব করিয়া মুথে পুরিল ; খানিকক্ষণ সেটা চুষিয়া বিরজার পানে ছুড়িয়া কহিল, “এই নে, পাগলী, লবঞ্চুস খা”—সঙ্গীর দল হো-হে করিয়া হাসিয়া উঠিল । - , লজেঞ্জেসটা বিবজার গায়ে লাগিয়া পথে পড়িল। তাহার মনে হইল, আকাশের বাজ বুকে পড়লেও বুঝি তাহাব এমন বাজিত না। এই ছেলে—যাহাকে বুকে তুলিয়া লইবার জন্ত বিরজা পাগলের মত ছটফট কবিতেছে, —সে এমন বিদ্রুপ কবিল ? কৈ, পাষাণ বুক তথাপি ভাঙ্গিল না ত! বিরজাব চোখ ফাটিয়া জল বাহির হইল। কিন্তু উপায় নাই ! এ বিষ ত তাহারই মন্থন-করা ! যে পাপ সে করিয়াছে—এ তাহারই কৰ্ম্মফল ! উচিত শাস্তি ! চোখের জল সামলাইয়া সে সেই লভেঞ্জেসটুকু কুড়াইয়া লইল— সেটুকু বুকে চাপিয়, তাহাতে চুমা দিয়া অন্তরে প্রথম সে আজ যে শান্তি অনুভব করিল, তাছা অপুৰ্ব্ব । ভারতী কাৰ্ত্তিক, ১৩২০ মাণিকের টুকবার মতই সযত্নে সে সেই লজেঞ্জেসটুকু আপনার অঞ্চলে বাধিল । 8 পরদিন— সুশীল তখন স্কুলে গিয়াছে, অভয় গুহে নাই, বিবজা সাঙ্গসে ভর করিয়া অনন্বে ঢুকিল। ভূত্য তাড়া দিয়া উঠিল,— সে তাহা গ্র হাও কবিল না ; একেবাবে ছুটির দ্বিতলেব বাবা গুীয় আসিয়া দাড়াইল । মৃণাল তখন শিশু কস্তাব দুধেব বাটি হাতে লইয়া ঘর হইতে বাহিবে আসিতেছিল। থাওয়া-দাওয়া চুকিয় গিয়াছে। হঠাৎ এক অপরিচিত জীণ-মলিন-বেশী শীর্ণ নারীকে একেবাবে উপবে দাড়াইতে দেখিয়া প্রথমটা সে চমকিয়া উঠিল । কিন্তু বিবজাব মুখে বিষাদের নিবিড় ছায়া, দুই চোখের কোণে সুগভীব কালির বেথ টানা দেখিয় তাহার ভয় না হইয়া মায়া হইল। মিষ্ট স্বরে সে কহিল, “তুমি কে গা ?” বিবজার মুখে চট্‌ করিয়া কোন কথা ধোগাইল না ! মনের মধ্যে একটা তুমুল ঝড় উঠিয়াছিল। এমন ঘর, এমন বারান্দা,— এমন সব—তাহার কিসের অভাব ছিল ? আজ ভিখারীব বেশে সে এখানে আসিয়া দাড়াইয়াছে ! এখানকার কিছুতে তাহার কোন অধিকাব নাই— এখানে আসিয়া দাড়াইতে গেলেও পরিচয় দিতে হয় । মৃণাল কহিল, “তুমি কি বল না ।” কি চাই! বিরজার, মনে হইল, সে বলে, ওগো কিছু নয়, কিছু চাই না— শুধু তোমার বাড়ীর কোণে এতটুকু স্থান দাও। তোমাদের উচ্ছিষ্ট উঠাইব,. বাসন মাজিব, Bi૭,–