পাতা:ভারতী কার্তিক-চৈত্র ১৩২০.djvu/৫৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭শ বর্ষ, দ্বাদশ সংখ্যা পাশের ঘবে অবো বৃদ্ধ কাহাকেও দেখিব ভাবিয়াছিলাম। কিন্তু কৈ ? বৃদ্ধ কৈ ? ঘবে কৃষ্ণসাব মৃগচৰ্ম্মেব উপব বসিয়া এক কৃষ্ণবসনাবৃত অপূৰ্ব্ব সৌন্দর্যময়ী যুবতী ! রূপেব আলোয় ঘব উজ্জ্বল কবিয়া রহিয়াছে। কালো কাপড়ে তাহাকে আবে চমৎকাব দেখাইতেছিল । তাহাকে যে কি বলিব, তাহা ভাবিয়া পাইলাম না । যে মুখ এতক্ষণ মুখব ছিল, তাহ যেন একেবাবে নীবব হইয়া গিয়াছে ! অনেকক্ষণ দাড়াইয় রহিণাম—মুখে কথা ফুটিল না। আমাকে নীবব থাকিতে দেখিয়া যুবতী কহিল, “কি চাই তোমাব ?” কি মধুব সে স্বব ! স্বর্গেব বীণাধানিও বুঝি এত মধুৰ নহে! প্রাণ শাস্ত হইল ; বসন্ত-পঞ্চমী ১৩২৩ বহুদিন-সঞ্চিত বেদন মুহুর্তের মধ্যে ঝরিয়া পড়িয়া গেল । • “ভয় পাচ ? তোমাব কি চাই বল! আমিই সমস্ত দিই। আমার নাম মৃত্যু” । কি চাহিব ! মনেব মধ্যে লক্ষ বাসনা জাগিয়া উঠিল । শেষে ভাবিলাম, যে সমস্ত দেয় তাহাকেই যদি আমি চাই, তাহা হইলেই ত আমার সকল বাসন পূর্ণ হয়! সাহস কবিয়া কহিলাম, “আমি তোমাকে চাই" । “বেশ, নাও আমাকে” । যুবতী সরিয়া আসিল! তাহাব শীতল ওষ্ঠ আসিয়া আমার ললাটে লাগিল । আঃ, কি শান্তি !* শ্ৰীবত্নাবলী দেবী - বসন্ত-পঞ্চমী বসন্তের বাতাসেব দুরন্ত সোহtগে লতার কুম্ভলে জটা বচিবার আগে মোহন চিকণ শোভা তুমি একবার দেখে যাও প্রিয়তম বাসন অমাব । আজি বন্ধু বসন্থের আসন্ন প্রভাত, জীর্ণ পর্ণ অসহায় সহসা ঝরিয়া হtয় পাণ্ড র করিয ছায় গোমুখী প্রপাত । জানি গেল চিরতরে তবু কোন মোহভরে, হেরি সবে রত্নাকরে চলে সাথে সাথ । নব বসন্তের নিশি আছে কুয়াশায় মিশি চন্দ্র লোক বীপগুল ছায়া সম ভাসে ফুল্লযে মালতী লতা কে জানিত সে বীরতা গন্ধ যদি না আসিত চঞ্চল বাতাসে । বসন্তের বনলক্ষ্মী দিয়াছে বিছায়ে অবণ চুনারি তাব অশোকের গায়ে ; মলয় দক্ষিণ হও, এস আজ ধীরে লাজ বাস দোহাকার দিয়েনিক ছিড়ে । নীল আকাশেব গায়ে ফোটে শত শত স্বর্ণতনু পুষ্পের কাহিনী, খাম বন ভূমে পিক গায় অবিবত জগতের সাহান রাগিনী ! আনন্দের নাহি ওর, বসন্তু ভুবনে বাসরের আজি আয়োজন, দেবতার আশীৰ্ব্বাদ প্রসন্ন পবনে, লাজ বর্ষে’ বনলক্ষ্মীগণ । 3थिग्नश्रृए। ८ङ्गरौँ ।

  • পিটার ক্ৰিষ্টেন অ্যাস বোর্ণসের লিখিত গল্পের অনুবাদ । ইনি নরওয়ের একজন বিখ্যাত প্রাণিতত্ত্ববিৎ ও

গল্পলেখক ।